ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে নোটিফিকেশন পাবেন যেভাবে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে নোটিফিকেশন পাবেন যেভাবে!

আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায় অতি সহজ।

জেনে নিন—
১. প্রথমে গুগল ক্রোম খুলুন।
২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ
ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান।
৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৪. পেজ-এর এক দম নীচে ‘গেট মোর
এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড
ফাইন্ডার’(‘unfriend finder’)।
৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড
টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন।
এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার
ব্রাউজারে।
৭. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে
ফেসবুক-এ লগ ইন করুন।
৮. একেবারে ডান দিকের উপরের কোণে
আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক
করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে
আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকী নতুন
কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার
কাছে নোটিফিকেশন চলে আসবে।

ভালো লাগলে আমার সাইটে একবার ঘুরে আসুন Tech Insider

Level 0

আমি আসাদুজ্জামান রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস