!!Hide করার অভিনব পদ্ধতি,কারো বাপের সাধ্য নেই খুজে বের করার!! (কোনো সফ্ট নয়) (No Folder Option needed)!

জি ভাইয়েরা আজ আমি এমন এক Hide করার নিয়ম শিখাতে যাচ্ছি যার সাথে Folder Option বা কোনো সফ্টের কোনো সম্পর্ক নেই। কি ভাবছেন? এও কি সম্ভব? হ্যা,এটাও সম্ভব। তো আসুন শুরু করা যাক।

কাজ শুরু করার আগে প্রথম কাজটি হল ফাইল লোকেশানটি দেখে নেয়া মানে- যে ফাইলটি Hide করতে চান সেটির directory টাকে দেখে নেয়া। আমি এখন আমার D ড্রাইভটির ভেতর games ফোল্ডারটির ভেতর যে NFS_Undercover নামক গেমটি আছে তা hide করতে যাচ্ছি।

প্রথমে Run ওপেন করুন। Run ওপেন করতে অনেকে Start Menu থেকে Run ক্লিক করেন আবার Vista ব্যবহারকারীদের তো Start Menu ক্লিক করে রীতিমত Search করে বের করতে হয়! তাই আমি একটা সহজ উপায়ও শিখিয়ে দিচ্ছি। আপনার Keyboard এর দিকে নজর দিন। দেখুন Space bar এর বাম পাশে Alt চিহ্ন আছে তার পাশে একটি Windows চিহ্নিত key আছে একে Windows Key বলা হয়। Run ওপেন করতে কেবল Windows Key + R চাপুন দেখবেন Run ওপেন হয়ে গেছে। কি দারুন না??

Run ওপেন হবার পর cmd লিখে Enter চাপুন অথবা Ok ক্লিক করুন

untitled.jpg

এতে করে Command মুড ওপেন হবে।

148.jpg

এবার attrib[space]+h[space]+s[space]d:\games\NFS_Undercover(না বুঝিয়া থাকিলে নিচের ছবিটি দেখুন)

236.jpg

লিখে Enter চাপলাম এবং হাইড করা সম্পন্ন হল।

330.jpg

এখন এই কমান্ড মুড কেটে দিতে পারেন।

এভাবে হাইড করার আসল সুবিধা হল এইভাবে হাইড করা অতীব সহজ এবং Folder Option থেকে Show hidden files and folder চেক করে দিলেও আপনার Hide কৃত ফোল্ডারটি show করবে না এমনকি Search ব্যবহার করে খুজলেও পাওয়া যাবে না।

Hide কৃত ফোল্ডারটিকে এবার ফেরত আনার প্রক্রিয়া শেখাচ্ছি। আবার Run থেকে cmd লিখে Enter চেপে কমান্ড মুড ওপেন করলাম। একই রকমভাবে attrib[space]-h[space]-s[space]d:\games\NFS_Undercover লিখে(নিচের ছবির মত)

426.jpg

Enter চাপলাম এবং hide কৃত ফোল্ডারটি পুনরায় unhide হয়ে গেল।

525.jpg

অসম্ভব মজাদার এই ট্রিকটি আপনাদের কাজে আসলেই আমি সার্থক। এই ট্রিকটি যারা Windows XP ব্যবহার করে তাদের বেশ কাজে দিবে কারন Windows XP এর Folder Option প্রায়ই চলে যায়, যার ফলে হাইড করা এবং হাইডকৃত ফাইলগুলোকে পুনরায় বের করতে মহা মুশকিলে পড়তে হয়!!কিন্তু এই নিয়মে হাইড করলে এ রকম সমস্যার কোনো চান্স ই নাই। কমেন্ট করতে ভুলবেন না যেন!!

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মচৎকার টিউন ধন্যবাদ কাজের টিউন কেউ জানতে পারবে না ফোল্ডারের কথা ।

Level 0

ভালো….। যদিও অনেক সময় লাগ।।protection ভালো দিবে………।

এই টিউন আগেও একবার করা হয়েছে। ভালভাবে খুজে দেখে তারপর টিউন করবেন।

ফরহাদ ভাই আমি দেখি নাই এবং এইমাত্র খুজেও পাই নাই। দয়া করে আমাকে লিংকটা দিন আর আমি জেনেশুনে অন্যের টিউন নিজের নামে জানাতে চাই না। এবং প্রথম দুইটা কমেন্ট বলছে এই টিউনটি করা হয় নি হলেও তারা পড়ে নি। তাই তারা প্রশংসা করেছে। অন্যান্যদের কেমন লেগেছে জানাবেন। ধণ্যবাদ।

এই টিউন আগেও একবার করা হয়েছে। ভালভাবে খুজে দেখে তারপর টিউন করবেন।
———————————————————————————————–
আমার মনে হয় ব্লগটা নিজের সংগ্রহ। একরকম একাধিক টিউন থাকলে শিখতে বরং সুবিধা। কপি পেস্ট না হলেই হয়। এক এক জন এক এক ভাবে প্রকাশ করে। তবে টেকিতে সব টিউনই সরাসির প্রকাশ হয় বলে সমস্যা। এমন একসময় আসবে এক রকম আট-দশটা টিউন টেকিতে থাকবে। কেউ ঠেকাতে পারবে না -এটা।

টেকটিউন্স এ এক টিউন একাধিকবার হয় হোক তাতে কোন সমস্যা নেই।যার দরকার নেই সে ঐ টিউন না পড়লেই হল।

বস অামার টা েকন জািন হয় না

কি ফয়সল ভাই মোবাইল ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে অবশেষে কম্পিউটারে। এবার মনে হয় কম্পিউটারের বারোটা বাজিয়ে ছাড়বেন।

ফয়সাল ভাই এর আগে মিথুন ভাই টিউন করেছিলেন। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/5368/

টিউনটি আগের হলেও বেশ কাজের যার প্রয়োজন সে পড়বে।

সকলকে ধণ্যবাদ। হাইড করা তো হল কিন্তু একটা সমস্যা হল আপনাকে ফোল্ডারটি বের করতে সেই কষ্ট করে কমান্ড মুড আনতে হয়। কি দরকার এত কষ্টের? এখানে একটি ট্রিক দেয়া হল আশা করছি দারুন কাজে আসবে। আপনি RUN ওপেন করুন। এবার ডায়রেক্ট ঐ ফাইল লোকেশানটা বসিয়ে(যেমন d:\games\NFS_Undercover) ইন্টার চাপুন দেখবেন হাইড হওয়া সত্তেও ঐ ফাইল অথবা ফোল্ডারের ডাইরেক্টরী জানা থাকার কারনে আপনি আনহাইড না করেও ফাইলটি ওপেন করতে পারবেন। কি দারুন না?? আপনি ছাড়া ঐ ফোল্ডারের ডাউরেক্টরি কেউ না জানলে তা কখনই কেউ বের করতে পারবে না। বুঝেছেন আশা করি। আর মিথুন ভাইয়ের টিউনটা পড়লাম একটা জিনিস দেখলাম উনি অনেক সংক্ষেপে লিখেছেন সেক্ষত্রে আমি বলতে পারি এই টিউনটা মিথুন ভাইয়ের টিউনের ব্যাখ্যা।(মিথুন ভাই রাগ করেন নি নিশ্চয়ই)

দারুন। আপাতত কিছু hide করার দরকার হচ্ছে না। দরকার হলে ব্যবহার করব।

Hide করার সময় মনে হয় ফাইল বা ফোল্ডারের ডিরেক্টরিটা মনে রাখা জরুরী। কারন ডিরেক্টরি ভুলে গেলে পরে hide করা ফাইল বা ফোল্ডারটি হয়ত চিরদিনের মত hidden হয়ে যেতে পারে . . . :p

ফয়সল ভাই ধন্যবাদ আপনাকে। আমি একটু সংক্ষেপে লিখেছি আর আপনি বিস্তারিত। একই লেখা একাধিকবার থাকতেই পারে। এটা দোষনীয় কিছু নয়। কারণ সবার উপস্থাপন কৌশল এক নয়। তবে, ফয়সল ভাই এই হিডেন ফাইলকেও দেখার উপায় আছে। এজন্য View ট্যাবে Hide protected operating system files আনমার্ক করে দিলেই হবে। বিস্তারিত লেখার জন্য ধন্যবাদ।

Level 0

Khub valo tune hoise

দারুন কাজের ট্রিক, বিস্তারিত লেখার জন্য ধন্যবাদ, এতে যারা জানেনা তাদের বুঝতে সহজ হবে।

Level 0

2 bar hole somosha ta kotay bhai.kajer tunes 10 bar hole o dus ki.foysal bhai aponak donnobt

Fine….

Level New

কাজের একটা টিউন

Level 0

jotil

ভাইজান আপনে কি ফোল্ডার অপশন থেইকা hide protected operating system files চেকটা চালু কইরা দেখছেন? আপনের সব জারিজুরি শেষ। আপনি যেইটা দিলেন সেইটা মুলত ডসের বৃটিশ পিরিয়ডের একটা কমান্ড মাত্র। তবে চালায়া যান।

Level 0

fine……..

Level 2

আসলে আমার মন্তব্যটা একটু তেতো লাগতে পারে কারো কাছে । তাতে অবশ্যই আমার কিছু যায় আসেনা । যে কোন ভাল কাজ নিয়ে কেবল একবার কেন শতবার টেকটিউনসে যদি লেখা আসে বা কেউ লিখেন , তাতে তো কারো ক্ষতি হওয়ার কারণ দেখছি না । আর এতে করে যারা নতুন করে টেকে আসেন তাদেরও বিশেষ কাজে আসতে পারে । তাই এ ব্যাপারে টিউনার ভাইদের প্রতি আমার আবেদন এ নিয়ে শুধু শুধু কাঁদা ছোড়াছুড়ি করবেন না । তাই বলে আমি তাদের সাথে একমত নই কখনোই , যারা অন্যের লেখা নকল করে নিজের নাম জাহির করেন । জনাব ফরহাদকে বলছি , একটি ভাল কাজের টিউন যদি আরো কয়েকবার টেকে প্রকাশিত হয়ে থাকেই , এতে অবশ্যই কারো বিশেষ ক্ষতি তো নেই তাইনা ? ভাল কোন টিউন নিজে করতে না পারলেও কোন ক্ষতি নেই । কিন্তু আর কেউ যদি করেন তাহলে তাকে ধন্যবাদের সাথে উৎসাহিত করা উচিত । ধন্যবাদ জনাব ফয়সাল আপনাকে সুন্দর টিউন করার জন্য । ধন্যবাদ সবাইকে ।

মোহাম্মদ রেজাউল করিম মনি

জেদ্দা , সৌদি আরব ।

Level 0

জটিলস……………………..

আমি Drive লুকাতে পারি।

Level 0

its not working

Level 0

it’s not working…….shows (parameter format not correct) what’s the problem ………please tell me

Level 2

মুলত ডসের একটা কমান্ড মাত্র। DOS version 6.1

Level 2

Awesome Tricks bro….

Level 0

I could Apply only C drive but when I am trying to other drive then show
Parameter format not correct
pls help