জি ভাইয়েরা আজ আমি এমন এক Hide করার নিয়ম শিখাতে যাচ্ছি যার সাথে Folder Option বা কোনো সফ্টের কোনো সম্পর্ক নেই। কি ভাবছেন? এও কি সম্ভব? হ্যা,এটাও সম্ভব। তো আসুন শুরু করা যাক।
কাজ শুরু করার আগে প্রথম কাজটি হল ফাইল লোকেশানটি দেখে নেয়া মানে- যে ফাইলটি Hide করতে চান সেটির directory টাকে দেখে নেয়া। আমি এখন আমার D ড্রাইভটির ভেতর games ফোল্ডারটির ভেতর যে NFS_Undercover নামক গেমটি আছে তা hide করতে যাচ্ছি।
প্রথমে Run ওপেন করুন। Run ওপেন করতে অনেকে Start Menu থেকে Run ক্লিক করেন আবার Vista ব্যবহারকারীদের তো Start Menu ক্লিক করে রীতিমত Search করে বের করতে হয়! তাই আমি একটা সহজ উপায়ও শিখিয়ে দিচ্ছি। আপনার Keyboard এর দিকে নজর দিন। দেখুন Space bar এর বাম পাশে Alt চিহ্ন আছে তার পাশে একটি Windows চিহ্নিত key আছে একে Windows Key বলা হয়। Run ওপেন করতে কেবল Windows Key + R চাপুন দেখবেন Run ওপেন হয়ে গেছে। কি দারুন না??
Run ওপেন হবার পর cmd লিখে Enter চাপুন অথবা Ok ক্লিক করুন
এতে করে Command মুড ওপেন হবে।
এবার attrib[space]+h[space]+s[space]d:\games\NFS_Undercover(না বুঝিয়া থাকিলে নিচের ছবিটি দেখুন)
লিখে Enter চাপলাম এবং হাইড করা সম্পন্ন হল।
এখন এই কমান্ড মুড কেটে দিতে পারেন।
এভাবে হাইড করার আসল সুবিধা হল এইভাবে হাইড করা অতীব সহজ এবং Folder Option থেকে Show hidden files and folder চেক করে দিলেও আপনার Hide কৃত ফোল্ডারটি show করবে না এমনকি Search ব্যবহার করে খুজলেও পাওয়া যাবে না।
Hide কৃত ফোল্ডারটিকে এবার ফেরত আনার প্রক্রিয়া শেখাচ্ছি। আবার Run থেকে cmd লিখে Enter চেপে কমান্ড মুড ওপেন করলাম। একই রকমভাবে attrib[space]-h[space]-s[space]d:\games\NFS_Undercover লিখে(নিচের ছবির মত)
Enter চাপলাম এবং hide কৃত ফোল্ডারটি পুনরায় unhide হয়ে গেল।
অসম্ভব মজাদার এই ট্রিকটি আপনাদের কাজে আসলেই আমি সার্থক। এই ট্রিকটি যারা Windows XP ব্যবহার করে তাদের বেশ কাজে দিবে কারন Windows XP এর Folder Option প্রায়ই চলে যায়, যার ফলে হাইড করা এবং হাইডকৃত ফাইলগুলোকে পুনরায় বের করতে মহা মুশকিলে পড়তে হয়!!কিন্তু এই নিয়মে হাইড করলে এ রকম সমস্যার কোনো চান্স ই নাই। কমেন্ট করতে ভুলবেন না যেন!!
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
টেকটিউন্স এ এক টিউন একাধিকবার হয় হোক তাতে কোন সমস্যা নেই।যার দরকার নেই সে ঐ টিউন না পড়লেই হল।
কি ফয়সল ভাই মোবাইল ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে অবশেষে কম্পিউটারে। এবার মনে হয় কম্পিউটারের বারোটা বাজিয়ে ছাড়বেন।
ফয়সাল ভাই এর আগে মিথুন ভাই টিউন করেছিলেন। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/5368/
2 bar hole somosha ta kotay bhai.kajer tunes 10 bar hole o dus ki.foysal bhai aponak donnobt
ভাইজান আপনে কি ফোল্ডার অপশন থেইকা hide protected operating system files চেকটা চালু কইরা দেখছেন? আপনের সব জারিজুরি শেষ। আপনি যেইটা দিলেন সেইটা মুলত ডসের বৃটিশ পিরিয়ডের একটা কমান্ড মাত্র। তবে চালায়া যান।
মচৎকার টিউন ধন্যবাদ কাজের টিউন কেউ জানতে পারবে না ফোল্ডারের কথা ।