ছোটখাট প্রয়োজনে ই-বে (eBay) তে ঢু মারা… যেয়ে দেখুন, ‘পাইলেও পাইতে পারেন’…

জনপ্রিয় অনলাইন শপিং সাইট eBay এর কথা আমরা কথা আমরা সবাই জানি। অনলাইন শপিং এর সাইট হলেও ই-বে মূলতঃ তার নিলাম সুবিধার জন্য বিখ্যাত। বাংলাদেশে অনলাইন শপিং এর ব্যাপারে অনেক ঝক্কি-ঝামেলা থাকলেও, ছোটখাট প্রয়োজনে একটি পে-প্যাল একাউন্টের মাধ্যমে আপনি শপিংটা সেরে নিতে পারেন।

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই পর্যন্ত আমি ই-বে তে অর্ডার দিয়ে যা হাতে পেয়েছি এবং আশ্চর্য হয়েছি (ডাক বিভাগের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখেই বলছি, আশ্চর্য হয়েছি)

_____________________________________________________________________________________________

- ব্ল্যাকবেরি কার্ভ ৮৩১০ মোবাইল ফোনের অরিজিনাল বেল্ট ক্লিপ কেস(৩.৫৯ ডলার/২৫১ টাকা)

- লেজার পেন পয়েন্টর/এলইডি ফ্লাশলাইট (০.৯৯[মূল্য]+০.৩৯[শিপিং]=১.৩৮ ডলার/৯৭ টাকা)

- ব্ল্যাকবেরি কার্ভ ৮৩১০ মোবাইল ফোনের কার চার্জার(০.৯৯+০.৬৫ = ১.৬৪ ডলার/১১৫ টাকা)

- ৩ এল ই ডি সোলার পাওয়ার টর্চ কি-চেইন (০.৯৯ ডলার/৭০ টাকা)

- নকিয়া ৬৩০০ কার চার্জার (২.৩৯ ডলার/১৬৭ টাকা)

- আইপড টাচ এর জন্য স্নপ-অন ক্লিয়ার ক্রিস্টাল হার্ডকেস(২.৯৯+১.৯৯=৪.৯৮ পাউন্ড/৫৭৩ টাকা)

- এলইডি লাইটের জন্য ২৪-কি ইনফ্রারেড রিমোট কনট্রোলার(০.৯৯+২.৯৯=৩.৯৮ ডলার/২৭৯ টাকা)

_____________________________________________________________________________________________

উপরের জিনিসগুলোর গুণগত মান বেশ ভাল। ইন্টারনেটে অর্ডার দেবার ৭/১০/১৫ দিনের মধ্যে এগুলো আমার বাসায় আমার হাতে এসে পৌঁছেছে। পোস্টাল এনভেলপে বেশ যত্ন করে প্যাকেট করা থাকে এগুলো। আর দামের কথা যদি বলি, তাহলে বলব, আমাদের দেশে অনেক কিছুই হয়তো পাওয়া যাবে কিন্তু এদের দাম অপেক্ষাকৃত বেশি হবে। যেমন উপরের ব্ল্যাকবেরি কার্ভ ৮৩১০ মোবাইল ফোনের অরিজিনাল বেল্ট ক্লিপ কেসটি আমি খোঁজ করেছিলাম সাধারণ দোকানে, পাইনি। বসুন্ধরা সিটিতে পেলাম কিন্তু দাম চাইল ১৫০০ টাকা (পাঁচ গুণেরও বেশি)

এই ছোটখাট শপিং করতে আপনার যা লাগবেঃ

- প্রথমেই আপনার একটি পে-প্যাল একাউন্ট থাকতে হবে। কারণ এই ছোটখাট আইটেমগুলোর বিক্রেতারা সাধারণতঃ পে-প্যাল থেকেই পেমেন্ট চায়।

- প্রথমে ই-বে তে একটি একাউন্ট খুলুন। এখানে আপনার পে-প্যাল একাউন্ট আর শিপিং এড্রেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

- আপনার পছন্দের/প্রয়োজনের জিনিসটি আইটেমটি ক্যাটাগরি থেকে বা সার্চ বক্সটিতে লিখে সার্চ করুন।


_____________________________________________________________________________________________

- আপনি দুইভাবে শপিং করতে পারেন, বিড (নিলাম) আর ‘বাই নাউ’ অর্থাৎ সরাসরি কিনে ফেলা। নিলামের ব্যাপারটা একটু জটিল – কারণ আপনাকে ক্রমাগত ‘নিলামের ডাক’ বা বিড পরিবর্তন করতে হবে। আর এতে জেতার সম্ভাবনা অনেক কম। আর ‘বাই নাউ’ তে এসব কিছু নেই। সরাসরি নির্ধারিত মূল্যে আপনি কিনে নিতে পারেন আপনার প্রয়োজনের জিনিসটি।

_____________________________________________________________________________________________

- ‘বাই নাউ’ কে ক্লিক করার পর আপনাকে ক্রয়ের অঙ্গীকার করতে হবে। তারপর সঠিক শিপিং এড্রেস দিয়ে পে-প্যাল থেকে পেমেন্ট করতে হবে।

_____________________________________________________________________________________________

_____________________________________________________________________________________________

_____________________________________________________________________________________________

- প্রায় সাথে সাথেই আপনি একটি কনফার্মেশন ই-মেইল পাবেন আপনার ক্রয় সংক্রান্ত। আর এর পরেই পাবেন আরেকটি ই-মেইল যেখানে আপনাকে জানানো হবে আপনার পণ্যটি শিপিং করা হয়েছে।

- এরপর হাতে পাবার জন্য অপেক্ষা।

কিছু পরামর্শঃ

- একই পণ্য বিভিন্ন নামে বিভিন্ন দামে বিক্রি হতে পারে, তাই আগে সার্চ ও ব্রাউজের মাধ্যমে সঠিক পণ্য খুঁজে বের করুন।

- ‘টপ রেটেড সেলার’ বা বিক্রেতা হিসেবে যার অনেক রেকর্ড (ও গ্রাহকদের কাছ থেকে ভাল মন্তব্য) আছে তার কাছ থেকে কিনুন।

- শিপিং এর মূল্য, ফেরত দেয়া ও অন্যান্য কন্ডিশনগুলো ভালভাবে পড়ুন।

- পণ্যটি হাতে পেলে চেক করে দেখুন ঠিক আছে কিনা, আর সবকিছু ভাল হলে আপনি বিক্রেতাকে একটি ভাল মন্তব্য (রেটিং) দিন। এবং তাকে নির্ভরযোগ্য বিক্রেতা হিসেবে আপনার রেকর্ডে রাখুন।

সবাই ভাল থাকবেন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো তথ্য শেয়ার করলেন।ধন্যবাদ।
eBay থেকে শপিং করতে ভ্যারিফাই পে-প্যাল একাউন্ট লাগবে?

    মানিবুকার্স হলেও হয়

    আপনাকেও ধন্যবাদ অর্ণব ভাই

    এখানে visa বা master card ছারা account খুলবো কিভাবে?

    একাউন্ট খুলতে ভিসা বা মাস্টারকার্ড লাগে না। অধিকাংশ ক্ষেত্রেই পে-প্যাল একাউন্ট লাগে। তবে অনেক পণ্যের মূল্য ভিসা বা মাস্টারকার্ড দিয়েও পরিশোধ করা যায়।

    কিন্তু Registration করতে গেলে debit card চায়। debit card ছারা Registration করব কিভাবে একটু বিস্তারিত বোলবেন?

আমি ১৮-
আমার পিপিও নাই ব্যাংক একাউন্টো নাই।
ধন্যবাদ। ভালো তথ্য শেয়ার করার জন্য।

Level New

ধন্যবাদ আপনাকে

Jotil tune.eataiy etodin kojtecelam.ALLAH apnar mongol korok Amin

    ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

THANK U……..PAY PAL A ACCOUNT KIVABAY KOR BO TA NIAY AK TA TUNE KORUN

    ভাই, আমি যখন পে-প্যাল একাউন্ট করি, তা ছিল অনেক আগে, ভেরিফাই করার ঝামেলা ছিল না। আমার আত্মীয়ের ব্যাংক একাউন্টটা লিংক করে দিয়েছিলাম।

    এখনকার পে-প্যাল সম্পর্কিত অনেক টিউন হয়। ওগুলো পড়ে দেখতে পারেন।
    ধন্যবাদ

Level 0

thank for ur good information ……..>

একটু এক্সক্লুসিভ টিউন। ধন্যবাদ।

    সহমত । সেই সাথে থাঙ্কস tuner vai কে । ভাই এ রকম tune আর ও আশা করি ।

    আপনাদের দুজনকেই ধন্যবাদ

paypal verify korle ki hoy??????

    আমার জানা মতে পে-প্যাল থেকে ক্যাশ আউট বা একাউন্ট খোলার একটি ধাপের জন্য ভেরিফাই করা লাগে।
    পে-প্যাল ব্যালান্স থাকলে পেমেন্ট করবার জন্য ভেরিফাই করার দরকার নেই।

আনেক কিছু জানলাম। আচ্ছা ভ্যাট ট্যাট আর এক্সট্রা কোণ খরচ আছে?

    না ভ্যাট বা অন্য কোন চার্জ নেই। এরা এনভেলপের উপর Gift কথাটা লিখে আর পণ্যের মূল্য লিখে। অল্প মূল্যের পণ্য হওয়াতেই হয়তো ট্যাক্স এর ব্যাপারটা আসে না।

ভাই আপনার টিউনটা ভাল লাগলো। আমি ইবে থেকে অল্প কিছু জিনিস কিনতে চাই। কিন্তু আমার পেপাল অ্যাকাউন্ট নেই। আনভ্যারিফায়েড অ্যাকাউন্টে কিভাবে ডলার কিনে তা ইবে থেকে পণ্য কেনার জন্য ব্যবহার করতে পারি সে বিষয়ে আপনার সাহায্য প্রার্থনা করছি।

আমার জানামতে ইবে থেকে আনভেরিফাইড একাউন্ট দিয়ে কোন পণ্য কেনা যায় না।এই ব্যাপারে কি একটু পরিষ্কার করে বলবেন।আর ধন্যবাদ এই জিনিসটা শেয়ার করার জন্যে।ভালো থাকবেন।

মোস্তফা আরাফাত এবং আই টি গুরু ভাই,
ইন্টারনেটে একটু খোঁজাখুঁজি করে দেখলাম, আনভেরিফাইড পে-প্যাল একাউন্ট থেকে মনে হয় ই-বে তে কেনাকাটা করা যাবে না। ভেরিফাই করার অনেক টিউন টেকটিউনস এ দেখেছি, একটু ওখানে খোঁজ করলে মনে হয় আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের আগ্রহ ও মন্তব্যের জন্য।

আসলেই এক্সক্লুসিভ টিউন। 🙂

কোন কথা হবে না,
সরাসরি নির্বাচিত হোক ।

vai e-bay theke mobile camera kina jabe? e-bay-te account kholar somoy bank account chabe?

    eBay theke kena jai na emon jinish khub kom e ache.
    Na, eBay te account kholar shomoy bank account chabe na, tobe jehetu eBay te maximum kenakata PayPal er maddhome hoi tai sekhane apnar bank account verification lagbe.
    (Sorry for english comment, mobile theke)

Level 0

সুন্দর গাড়িটা কেনার ইচ্ছা জাগল

tuner vhai apnar product gulo ki apnar shipping address a sora sore asachay naki customs house a asacelo. tasara extra ki kono taka ditay hoy? kono list ki asay j kon product er jonno koto taka pay kortay hoy, kindly janaben sorry for english bangla fon support korchay na.

    @Obayedul Islam: ওবায়েদ ভাই, যে ছোটখাটো প্রোডাক্টগুলো আমি ই-বে থেকে কিনেছি, তার সবগুলোই সরাসরি আমার বাসার এড্রেসে এসেছে, নরমাল পোস্টম্যানের মাধ্যমে। না, এক্সট্রা কোন টাকা দিতে হয় না। কোন ট্যাক্স বা এধরনের কিছু অন্ততঃ ছোটখাটো পন্যের জন্য দিতে হয় না।

Apnar comotkar akta tune er jonno osonkho osonkho dhonno bad.

vhaia ami jodi base product ane taholay kamon tax ditay hobay kindly jodi bolten kono list ba rules ki asay ? apnar sathay communication korar way ki ?

Sent an answer on your query to your e-mail.

Level 0

vai ami ekdom notun about paypal.ami paypal e kivabe taka joma rakhbo.