জনপ্রিয় অনলাইন শপিং সাইট eBay এর কথা আমরা কথা আমরা সবাই জানি। অনলাইন শপিং এর সাইট হলেও ই-বে মূলতঃ তার নিলাম সুবিধার জন্য বিখ্যাত। বাংলাদেশে অনলাইন শপিং এর ব্যাপারে অনেক ঝক্কি-ঝামেলা থাকলেও, ছোটখাট প্রয়োজনে একটি পে-প্যাল একাউন্টের মাধ্যমে আপনি শপিংটা সেরে নিতে পারেন।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই পর্যন্ত আমি ই-বে তে অর্ডার দিয়ে যা হাতে পেয়েছি এবং আশ্চর্য হয়েছি (ডাক বিভাগের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখেই বলছি, আশ্চর্য হয়েছি)
_____________________________________________________________________________________________
- ব্ল্যাকবেরি কার্ভ ৮৩১০ মোবাইল ফোনের অরিজিনাল বেল্ট ক্লিপ কেস(৩.৫৯ ডলার/২৫১ টাকা)
- লেজার পেন পয়েন্টর/এলইডি ফ্লাশলাইট (০.৯৯[মূল্য]+০.৩৯[শিপিং]=১.৩৮ ডলার/৯৭ টাকা)
- ব্ল্যাকবেরি কার্ভ ৮৩১০ মোবাইল ফোনের কার চার্জার(০.৯৯+০.৬৫ = ১.৬৪ ডলার/১১৫ টাকা)
- ৩ এল ই ডি সোলার পাওয়ার টর্চ কি-চেইন (০.৯৯ ডলার/৭০ টাকা)
- নকিয়া ৬৩০০ কার চার্জার (২.৩৯ ডলার/১৬৭ টাকা)
- আইপড টাচ এর জন্য স্নপ-অন ক্লিয়ার ক্রিস্টাল হার্ডকেস(২.৯৯+১.৯৯=৪.৯৮ পাউন্ড/৫৭৩ টাকা)
- এলইডি লাইটের জন্য ২৪-কি ইনফ্রারেড রিমোট কনট্রোলার(০.৯৯+২.৯৯=৩.৯৮ ডলার/২৭৯ টাকা)
_____________________________________________________________________________________________
উপরের জিনিসগুলোর গুণগত মান বেশ ভাল। ইন্টারনেটে অর্ডার দেবার ৭/১০/১৫ দিনের মধ্যে এগুলো আমার বাসায় আমার হাতে এসে পৌঁছেছে। পোস্টাল এনভেলপে বেশ যত্ন করে প্যাকেট করা থাকে এগুলো। আর দামের কথা যদি বলি, তাহলে বলব, আমাদের দেশে অনেক কিছুই হয়তো পাওয়া যাবে কিন্তু এদের দাম অপেক্ষাকৃত বেশি হবে। যেমন উপরের ব্ল্যাকবেরি কার্ভ ৮৩১০ মোবাইল ফোনের অরিজিনাল বেল্ট ক্লিপ কেসটি আমি খোঁজ করেছিলাম সাধারণ দোকানে, পাইনি। বসুন্ধরা সিটিতে পেলাম কিন্তু দাম চাইল ১৫০০ টাকা (পাঁচ গুণেরও বেশি)
- প্রথমেই আপনার একটি পে-প্যাল একাউন্ট থাকতে হবে। কারণ এই ছোটখাট আইটেমগুলোর বিক্রেতারা সাধারণতঃ পে-প্যাল থেকেই পেমেন্ট চায়।
- প্রথমে ই-বে তে একটি একাউন্ট খুলুন। এখানে আপনার পে-প্যাল একাউন্ট আর শিপিং এড্রেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- আপনার পছন্দের/প্রয়োজনের জিনিসটি আইটেমটি ক্যাটাগরি থেকে বা সার্চ বক্সটিতে লিখে সার্চ করুন।
_____________________________________________________________________________________________
- আপনি দুইভাবে শপিং করতে পারেন, বিড (নিলাম) আর ‘বাই নাউ’ অর্থাৎ সরাসরি কিনে ফেলা। নিলামের ব্যাপারটা একটু জটিল – কারণ আপনাকে ক্রমাগত ‘নিলামের ডাক’ বা বিড পরিবর্তন করতে হবে। আর এতে জেতার সম্ভাবনা অনেক কম। আর ‘বাই নাউ’ তে এসব কিছু নেই। সরাসরি নির্ধারিত মূল্যে আপনি কিনে নিতে পারেন আপনার প্রয়োজনের জিনিসটি।
_____________________________________________________________________________________________
- ‘বাই নাউ’ কে ক্লিক করার পর আপনাকে ক্রয়ের অঙ্গীকার করতে হবে। তারপর সঠিক শিপিং এড্রেস দিয়ে পে-প্যাল থেকে পেমেন্ট করতে হবে।
_____________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________
- প্রায় সাথে সাথেই আপনি একটি কনফার্মেশন ই-মেইল পাবেন আপনার ক্রয় সংক্রান্ত। আর এর পরেই পাবেন আরেকটি ই-মেইল যেখানে আপনাকে জানানো হবে আপনার পণ্যটি শিপিং করা হয়েছে।
- এরপর হাতে পাবার জন্য অপেক্ষা।
- একই পণ্য বিভিন্ন নামে বিভিন্ন দামে বিক্রি হতে পারে, তাই আগে সার্চ ও ব্রাউজের মাধ্যমে সঠিক পণ্য খুঁজে বের করুন।
- ‘টপ রেটেড সেলার’ বা বিক্রেতা হিসেবে যার অনেক রেকর্ড (ও গ্রাহকদের কাছ থেকে ভাল মন্তব্য) আছে তার কাছ থেকে কিনুন।
- শিপিং এর মূল্য, ফেরত দেয়া ও অন্যান্য কন্ডিশনগুলো ভালভাবে পড়ুন।
- পণ্যটি হাতে পেলে চেক করে দেখুন ঠিক আছে কিনা, আর সবকিছু ভাল হলে আপনি বিক্রেতাকে একটি ভাল মন্তব্য (রেটিং) দিন। এবং তাকে নির্ভরযোগ্য বিক্রেতা হিসেবে আপনার রেকর্ডে রাখুন।
সবাই ভাল থাকবেন।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো তথ্য শেয়ার করলেন।ধন্যবাদ।
eBay থেকে শপিং করতে ভ্যারিফাই পে-প্যাল একাউন্ট লাগবে?