এবার আপনার ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিনে এড করুন যারা জানেননা তারা সবাই দেখুন

কেমন আছেন সবাই? Techtunes এর সাথে থাকলে সবাই ভালই থাকে। তো কথা না বারিয়ে কাজের দিকে যাওয়া যাক।

আমাদের অনেকেরই ওয়েবসাইট আছে কারো ওয়াপকা কারো ওয়ার্ডপ্রেস কারো জুম্লা।

যার যে ওয়েবসাইট ই থাকুক না কেন আমরা সবাই চাই আমাদের ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স হোক যাতে সবাই সহজে সার্চ দিয়ে আমাদের সাইটটি পেতে পারে

  • আজকের টিউন এ দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইট আপনার গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন। যারা ওয়াপকা বা জুম্লা ইউসার আছেন তারা না পারলে টিউমেন্টে বলবেন আমি আপনাদের জন্য আলাদা টিউটোরিয়াল বানিয়ে দিবো।

আর হ্যা ট্রিকটি অনেকেই জানেন। তাই যারা জানেন তারা পোস্টটি পড়েন যাতে ভুল হলে ধরায় দিতে পারেন। কিন্তু আমি পারি আগেই জানি এইসকল টিউমেন্ট করে নিজের মান নিজে নষ্ট করবেন না।


মূল প্রসঙ্গে যাওয়ার আগে

  • আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে।
  • ওয়েবসাইটে আপনার নিজের ডোমেইন থাকা লাগবে।

কিভাবে ফ্রিতে ডোমেইন নিয়ে ওয়েবসাইট বানাতে হয় না জানলে

এখান থেকে জেনে নিন


  • ভালো ওয়বহোস্টে আপনার সাইট হোস্ট থাকতে হবে যেমন ohosti, infinityfree, 000webhost etc

    ধাপ সমূহ

    সকল কাজ সতর্কতার সাথে করবেন নাহলে আপনার সাইট গুগলে এড হবেনা। টিউনের প্রতিটি লাইন ভালো করে পড়বেন। আমি যতটা সম্ভব সহজ ভাবে লেখার চেষ্টা করবো

    • প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এডমিন মোডে যান তারপর আপনাকে একটা প্লাগিন ইন্সটল দিতে হবে। প্লাগিন ইন্সটল এর জন্য স্ক্রিনশট ফলো করুন।

    তারপর add new তে ক্লিক করুন।

    নিচে সার্চ এর জায়গায় youst seo লিখে সার্চ দিন। স্ক্রিনশট এর মতো আসলে ইন্সটল দিন।

    ইন্সটল হয়ে গেলে active করুন।

    তারপর নিচের মত দেখতে পাবেন। ক্লিক করুন।

    তারপর webmaster tool এ যান।

    এখানে google search console নামে একটি ফাকা বক্স দেখতে পাচ্ছেন। এইখানে আমাদের গুগল থেকে ভেরিফাইড কোড বসাতে হবে। কোড বসিয়ে সাবমিট দিবেন।

    এখন কথা হলো এই কোড পাবেন কোথায়?কোনো চিন্তা নেই আমি দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন।

    প্রথমে নিচের লিংকে যান।
    এইখানে যান। গুগল সার্চ কন্সোল
    তারপর একটা ফাকা ঘর পাবেন ওইখানে আপনার সাইটের লিংক দিন।

    তারপর নিচে দেখানো যায়গায় ক্লিক করুন।

    Html ট্যাগে ক্লিক করুন একটা html কোড পাবেন।

    ওই কোড থেকে শুধু স্ক্রিনশটে দেখানো যায়গাটুকু কপি করুন। অন্য কিছু কপি করবেন না। করলে error আসবে

    এই কোডটাই বসাবেন। ওই খালি বক্সে।

    বসিয়ে save change এ দিবেন।

    এরপর আগের পেজ যেখান থেকে কোড কপি করছেন ওইখানে গিয়ে ভেরিফাই এ ক্লিক করুন।

    আপনার ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স হয়ে গেছে কিন্তু একটা কাজ এখনো বাকি আছে। আপনার সিও (SEO) এর কাজ। এটা ছাড়া আপনার ওয়েবসাইট ভিসিবল হবেনা।

    তাই আপনাকে yuost seo এর wizard configuration করতে হবে। এর জন্য আমাকে ফলো করুন।

    নিচের দেখানো যায়গায় ক্লিক করুন।

    তারপর স্ক্রিনশট ফলো করতে থাকুন।

    নিচের জায়গায় আপনার সোসিয়াল সকল লিংক ঠিকমত দিবেন। ভালো সিওর (SEO) জন্য দরকার হলে সব সোসিয়াল মিডিয়াতে লগিন করুন। আর আপনার প্রোফাইল লিংক গুলো এড করুন।

    তারপর

    এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এখানে get google authoraization code এ ক্লিক করুন। আপনার গুগল একাউন্ট সিলেক্ট করে এলাও দিন। তারপর একটা কোড পাবেন ওইটা কপি করে এই ফাকা ঘরে বসাবেন।

    তারপর বাকি স্টেপ গুলো স্ক্রিনশট ওনুযাই করুন সব ঠিকঠাক মত হয়ে যাবে।

    আপনার ওয়েবসাইট এর নাম দিবেন।

    success messege পেলেই কাজ শেষ

    কোনো সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন

    কোনো সমস্যা হলে ফেসবুকে আমি
    সর্বপ্রথম প্রকাশিত
    আমাদের সাইটে টিউনার কম্পিটিশন চলছে। অংশগ্রহন করতে ভিসিট করুন।
    TRICKBN.COM

    Level 2

    আমি হাসান সরকার। Admin, Think After Infinity, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস