“NTLDR file is missing” সমস্যা হলে কি করবেন ?

Windows xp তে আমার কমবেশী সবাই এই ত্রুটিটি সর্ম্পকে জানি, এটি সর্বাপেক্ষা সাধারণ ত্রুটির একটি এটি সিস্টেমে ঘটায়প্রাযই দেখি । এটির সাধারণ সমাধান না করে আমরা অনেকেই সিস্টেম ফরম্যাট করে নতুন করে Windows xp setup করি কারণ, হয়তো জানি না কিভাবে এটি সমাধান করা যায় । আসুন আগে জানার চেস্টা করি কেন এটি হয় ।
"এই সমস্যাটি ঘটেতে পারে যদি MFT root folder টি severely fragmented হয়। অথবা যদি MFT মূল ফোল্ডার অনেক ফাইল ধারণ করে, MFT fragmented হতে পারে যদি সেখান একটি অতিরিক্ত বরাদ্দ করা সূচিপত্র (additional allocation index) তৈরি করা হয়। কারণ ফাইল বরাদ্দ করা সূচিপত্রে বর্ণানুক্রমিক ম্যাপ করা হয়, NTLDR ফাইলটি হয়তো দ্বিতীয় allocation index. এ ধাক্কা দেয় । যখন এইটি ঘটায়, আপনি ত্রুটি বার্তা গ্রহন করেন যে , NTLDR is missing . এই অবস্থাটি ঘটেতে পারে যদি একটি program নিয়মিতভাবে তৈরি করে এবং removes temporary files in the root folder , অথবা যদি অনেক ফাইল ভূলের কারনে মূল ফোল্ডারে (root folder ) কপি করা হয়।"
আসুন জনে নেই এই ত্রুটিটি যে বড় নয় এবং Windows পার্টিশনের মূল ডিরেক্টরীতে উইন্ডোজ XP সিডি-রম থেকে NTLDR ফাইল কপি করে কিভাবে সমাধান করা যায় ।
ntldr1.jpeg

পদক্ষেপ সমূহ :

১। আপনার কম্পিউটার সিডি-রম ড্রাইভে Windows XP ইনস্টলেশন সিডি ঢোকান এবং Computer Restart করুন।
২। আপনার কম্পিউটারকে CD থেকে Boot করতে Del,F2,F10,F8, যা চাপতে হয় চেপে CD থেকে Boot করতে হবে ।
৩।এবার লোডকৃত, Windows XP setup মেনু থেকে আপনাকে Windows Repair “R” select করতে হবে ।
৪।এবার স্কীনে আসবে
1:c:\windows
Which windows installation would you like to log into
( to cancel..................press enter )
এখন আপনাকে 1 চাপতে হবে
এবার আপনার কাম্পউটারে যদি পূর্বে পাশওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই এডমিন পাশওয়ার্ড দিয়ে Enter চাপতে হবে ।
৫। এবার স্কীনে আসবে
C:\ Windows>-
এবার CD Rom drive এ প্রবেশ করতে (ধরি আপনার CD Rom drive টি আছে E : তে )
C:\ Windows>e: লিখে Enter চাপতে হবে ।
৬। এবার স্কীনে আসবে
E:\
E:\ dir লিখে Enter চাপতে হবে (Confirm হওয়ার জন্য যে আপনার CD Rom drive টিতে Windows XP আছে) ।
৭। এবার
E:\ copy e:\i386\ntldr c:\ লিখে Enter চাপতে হবে ।
নীচে  1 file(s) Copied লেখাটি আসবে
৮।এবার
E:\ exit লিখে Enter চাপতে হবে ।
ব্যাস আপনার কাজ শেষ ।
এবার Computer Restart হবে এবং আপনার Boot Option পবির্বতন করে HDD করে দিন । দেখুন এখন Computer ঠিক মতো চলছে ।
লেখাটি আমার মতো কম জানা টিউনারদের জন্য সহজ ভাবে লেখা হয়েছে ভুল হলে বলবেন ঠিক করে নিবো । সবাইকে ধন্যবাদ ।

Level 0

আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank you.
জানা ছিল।
আবারও জানলাম।
আশা করি অনেকের কাজে লাগবে।
সামনে আরো জটিল কিছু পোষ্ট চাই।

Level 0

অনেক ধন্যবাদ ভাই
আমি জানতাম না এত সহজে এই সমস্যার সমাধান করা যায়।
আমিও নতুন করে ইন্সটল দিতাম। খুব ভালো হল।

ধন্যবাদ জানা িছল
োেনকের কােজ আসেব

এধরণের সমস্যা সমাধানে আমরা সাধারণত নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল দিয়ে থাকি আমিও তার ব্যত্রিক্রম নই।ধন্যবাদ টিউনটির জন্য এভাবে যে সমস্যার সমাধান হয় জানতাম না।

ভা্ই,খুব টিউন করেছেন, জানতাম না। কাজে লাগবে।

সকালে অফিসে এসেই দেখি .. মিসিং। মনে পড়ে গেল কয়েকদিন আগে আপনার লেখাটা পড়েছিলাম। আবার পেজটা খোলে আপনার লেখা মোতাবেক ফলো করলাম এবং নতুন করে সেটাপ করা থেকে বাঁচলাম। ভাই অনেক ধন্যবাদ আপনাকে।
পলাশ

Very good Tips.

আমি অন্য কোন কম্পিউটার (বিশেষ করে সি ড্রাইভে লুকানো অবস্থায়) থেকে কপি পেস্ট করে দিতাম একদম ওকে। ভাল টিউন

অসংখ্য ধন্যবাদ। আপনার লেখাটি খুবই সুন্দর হয়েছে। তবে নীচে এই ম্যাসজেটি আসবে এর জায়গায় 1 file(s) Copied
লেখাটি আসবে লিখলে ভাল হতো। আবারও ধন্যবাদ।

Level 0

vai onek donnobad apnake .amar cyber cafe te pri hoi ei somossa apnar niddesona moto xp cd rom a diye try koreci and dell F2,F10,F8 chepe boot korar cesta koreci kinto cd open hoi na again show kore “NTLDR file is missing please vaia kindly bolben ki korbo?

Many many thanks for your tips.
I think I will know more later….

খুবই ভােলা কেেরেেছন নতুন িকছু িদেয়ন উপকৃত হব ধন্যবাদ……………………?

Thanks for your good tips………………………

Level 0

ভালো লাগলো

ধন্যবাদ

ধন্যবাদ…………..ভালো লাগল

হুম …… ভালই….

Level 0

Thank you 🙂

ধন্যবাদ।