Hidden File কে আরও সুরক্ষিত করুন

এখন আর ব্যক্তিগত ফাইল হিডেন করেও নিশ্চিন্তে থাকা যায় না। কারন ফোল্ডার অপশন থেকে হিডেন ফাইল দেখার পদ্ধতিটি প্রায় সবাই জানে। কেমন হয় যদি ফোল্ডার অপশনকেই গায়েব করে দেয়া যায়? আসুন দেখি কিভাবে ফোল্ডার অপশনকে সরানো যায়।

এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  • Start>Run এ গিয়ে Regedit লিখে Enter চাপুন
  • এবার  HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান
  • Explorer এ রাইট ক্লিক করে নতুন একটি DWORD Value নির্বাচন করুন এবং এর নাম দিন NoFolderOptions

nofolderop.PNG

  • NoFolderOptions এর উপর ডাবল ক্লিক করে এর Value Data বক্সে 1 দিন
  • এখন পিসি রিস্টার্ট করে দেখুন Folder Options নেই
  • একইভাবে Folder Options আবার ফিরে পেতে Value Data বক্সে 0 দিন

এই পদ্ধতি অনুসরণ করে ফোল্ডার অপশনকে লুকিয়ে রাখতে পারেন আবার আপনার প্রয়োজন অনুসারে ফিরিয়ে আনতেও পারেন। অবশ্য গ্রুপ পলিসি এডিট করেও এই কাজটি করা যায়।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই পদ্ধতি দিয়ে যদি ভাইরাস এফেকটেড পিসির ফোল্ডার অপশন ফেরত আনা যায় তাহলে তো ভালোই

সবই বুঝলাম,কিন্তু ভাইরাসের ফলে আমার পিসির ফোল্ডার অপশন এমনিতেই কাজ করে না।আমার হিডেন ফাইল শো করে না এবং অনেক ফাইল অটো হিডেন হয়ে যায়,এখন কি করা যায়??

অনেক কঠিন হয়ে গিয়েছে তবে একটা কাজে আসবে। ভাইরাসের এ্যাটাকে যদি Folder Option গায়েব হয়ে যায় তবে তা হয়ত বা আবার ফেরত আনা যাবে।

ধন্যবাদ।