আপনারা সকলেই জানেন যে গুগল ভিউ ইমেজ অপশন টি তুলে দিয়েছে। এই অপশন টির জন্য অনেক ওয়েব সাইট ট্রাফিক পাচ্ছিলনা এমন অভিযোগ ছিল গুগলের বিরুদ্ধে। তাই শেষ পর্যন্ত গুগল এই অপশন টি উঠিয়ে নেই। এতে করে ওয়েব সাইট ওনার রা অনেক খুশি কিন্তু অনেক ইউটিউবার এবং সাধারণ মানুষের ইমেজ বা পিকচার ডাউনলোড এর জন্য ঝামেলা পোহাতে হচ্ছে। আমাদের কে ইমেজ ডাউনলোড করার জন্য সেই ইমেজ এর ওয়েব সাইটে যেতে হচ্ছে। কিন্তু আজকে আমি দেখাব কিভাবে গুগল থেকেই ইমেজ ডাউনলোড করবেন অন্য কোন ওয়েব সাইটে না গিয়ে …
প্রথমে আপনার ব্রাউজার দিয়ে গুগলে ঢুকুন এবং আপনার কাঙ্ক্ষিত ইমেজটি সার্চ করুন। এবার যেই ইমেজটি ডাউনলোড করবেন সেটি তে মাউস রেখে ডান পাশে ক্লিক করুন এবং open image in new tab অপশন এ ক্লিক করুন। এবার নতুন ট্যাবে ইমেজ টি ওপেন হলে পুনরায় ডান বাটনে ক্লিক করুন তাহলে দেখবেন save image as নামে একটি অপশন দেখতে পাবেন। সেইটাতে ক্লিক করুন এবং আপনি যেই ফোল্ডারে সেভা করতে চাচ্ছেন সেই ফোল্ডারে সিলেক্ট করে দিয়ে সেভ করুন। বিস্তারতি জানতে নিচের ভিডিও টি দেখুন
আমি এস্তামুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।