আপনাদের স্বাগতম জানাছি শেষ পর্বে। প্রথম এ আমি আপনাদের কাছে মাফ চাইতাসি এই পোষ্টটা দেরি করে করার জন্য। আমি এতদিন ধরে বাসায় ছিম না তাই সবাইকে আগের পোস্ট এ কমেন্ট দিতে পারি নাই এবং এই নিউ পোস্টটা দিতে পারিনাই তাই। আমরা ১ম এবং ২য় পর্বে শিখে ছিলাম কিভাবে সার্ভার তৈরি করতে হয় এবং কিভাবে অনলাইনে রেডিও কাস্ট করতে হয় । আপনাদের সুবিদার জন্য ১ম এবং ২য় পর্বের লিঙ্ক টা আবার দেওয়া হল ( লিঙ্ক ১ ) ( লিঙ্ক ২ )। এখন আমি আপনাদের শিখাব কিভাবে অনলাইন সরাসরি RJ হওয়া যায়। তার আগে আমি আপনাদের কে আর একটা জিনিস শিখাব। আমরা যখন সেরভের তৈরি করি। এবং তা যদি কিছু সময় use করি তাহলে সেই সার্ভার অফফ হয়ে যায়। তাই আমাদের কে সেই সার্ভার আবার নিউ করে স্টার্ট করতে হয় আমাদের অ্যাকাউন্ট এ লগিন করে। আমাকে অনেকে জিগাস করছে তার অ্যাকাউন্ট এ লগিন কিভাবে করবে। তাই আমি আপনাদের কে লগিন করা সহ কি ভাবে সার্ভার অন করতে হয় তা প্রথম এ শিখিয়ে নিব । অ্যাকাউন্ট লগিন করতে হলে প্রথম এ এই লিঙ্ক এ যান ( লিঙ্ক )। তাহলে আসেন আমরা এখন অ্যাকাউন্ট এ লগিন করা এবং সার্ভার অন করা শিখে নেই। নিছের ছবি গুলো দেখেন।>>>>>>
শেষ হয়ে গেলো আমাদের আবার সার্ভার অন করা। এখন আবার আমরা winamp এ গিয়ে shoutcast এ connect করে গান কাস্ট করতে পারব।
এখন তাহলে আসেন আমরা কিভাবে live RJ হতে পারব তা শিখি। নিছের ছবি গুলো দাখি>>>>>>
শেষ হয়ে গেলো আমাদের পুরা অনলাইন রেডিও তৈরি করা।
যদি কিছু বুজতে না পারেন তাহলে comment করবেন। অথবা আমাকে মেইল দিবে [email protected] এ।
টিপস : আপনারা ইচ্ছা করলে রেডিও তৈরি করে এই popular site http://www.LiveOnlineRadio.net এ submit করে অনেক মানুষকে শুনাতে পারবেন।
আমি mahabub78। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm genius
জটিল সসসসসস!!!!!!!!!!!