আমরা অনেকে অনলাইন রেডিও শুনি। যেমন ABC রেডিও, রেডিও গুনগুন, লেমন২৪ ইত্যাদি । এগুলোর ভিতর কিছু লাইভ এবং কিছু লাইভ নয়। আপনি ইচ্ছে করলে তৈরী করতে পারেন লাইভ রেডিও, ইচ্ছে করলে আপনার পিসি চলতে থাকা গান অনলাইনে লাইভ শুনাতে পারবেন সবাইকে, এতে করে আপনিও হয়ে যেতে পারবেন একজন RJ.
যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি আপনাদেরকে শিখাব কি ভাবে অনলাইন রেডিও বানাতে হয়। please আপনারা comments করুন এবং আমাকে অনুমতি দেন৷
ধন্যবাদ সবাইকে৷
আমি mahabub78। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm genius
এটাকে কি ধারাবাহিক টিউনের মাধ্যমে শেখাবেন?যাই হোক শুরু করে দিন।অনুমতির দরকার নেই।