বাংলাদেশে পেপালের কতটুকু দরকার তা অবশ্যই টেকটিউনসের ব্লগার যারা আছি তারা জানি ।যাই হোক আমি শেয়ার করছি কিভাবে ফ্রী ইন্টারন্যাশনাল ডেভিড মাষ্টার কার্ড পেলাম । http://www.payoneer.com রেজিষ্টশন করতে হবে.এজন্য রেফারেলের মাধ্যমে করাটাই উত্তম .যেমন infolinks .odesk সহ আরো সাইট রয়েছে । প্রথমে রেজিষ্টেশন র্ফম পুরা করুন .ঠিকানা ভালো ভাবে দিন অবশ্যই পোষ্টকোড দিতে আর ন্যাশনাল আইডি কার্ড না থাকলে আবেদন করবেন না।
রেজিঃ প্রক্রিয়া শেষ হলে ৪৮ ঘন্টার মধ্য জানিয়ে দিবে আপনাকে ওরা মাষ্টার কার্ড দিবে কিনা । যদি এ্যাপ্রোভ হয় তবে আমেরিকায় থাকলে দশ দিন ও আমেরিকার বাইরে ২৫ দিনের মধ্য পোষ্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবে । আমি অবশ্য ১৮ দিনের মাথায় পেয়েছি । পোষ্টমাষ্টার কে বলে রাখলে ভাল হবে।
কার্ডটি হাতে পেলে payoneer এ্যাকাউন্ট লগাঅন করুন এবার কার্ড এ্যাকটিভ ক্লীক করুন। কার্ডের সাথে কাগজে দিক নির্দেশনা দেয়া থাকবে কিভাবে চালু করতে হবে । তবু বলছি আগে কার্ড নাম্বার প্রবেশ করুন তারপর আপনার পছন্দ মত চার সংখ্যার পিন নাম্বার দিন এবার চালু বাটনে ক্লীক করলেই কার্ড চালু। পিন নাম্বার মনে রাখা জরুরী।
এবার আপনার ড্যাশবোর্ডে চালু হয়েছে কিনা কনর্ফাম ম্যাসেজ আসবে ।এই কার্ড দিয়ে পূথিবীর যেকোন ডেভিড বুথ থেকে টাকা উঠানো যাবে । আমরা পেপাল চালু করতে ফেসবুকে এই পেজ লাইক করতে পারি আসুন আমরা বাংলাদেশ সরকারের কাছে পেপাল দাবি করি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে । http://www.facebook.com/paypalbd যোগদিন ।
আমি মহা লোডশেডিংএ মিস করবেন না .এখানে ক্লীক করুন ।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চারদিকে সবাই ফ্রী আর ফ্রী দিচ্ছে ! আমি কিছু দিবনা তা কি হয় ?একটা পদ্ধতি দিলাম যা থেকে আমরা যারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করিনা তাদের নেট ব্যবহার সাশ্রয় করবে ও বাংলাদেশে মহা লোডশেডিং এর সময় সাশ্রয় করতে এজন্য এই ফান পেজটি লাইক করুন আর জেনে নিন দেশের সবশেষ সংবাদ ফেসবুক...
ভাই এই কার্ড নিয়ে কি করবো আমার কাছে তো এক খান আছে কোন কাজের না তার চেয়ে পেপাল একাউন্ট এর জন্য সরকারের কাছে এক খান মেইল পাঠান।