প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের জানাবো গুগল ক্রম এর একটি হিডেন অপশন এর ব্যবহার, বন্ধুরা আপনারা অনেকে হয়তোবা এই অপশনটির ব্যবহার জানেন, তারপর ও যারা জানেন না তাদের জন্য আজকের টিউনসটি। তো বন্ধুরা সেই গুরুত্তপূর্ন অপশনটি হলো, আপনি যে কোনো ওয়েব সাইট কে যে কোনো ভাষাতে রুপান্ত্রিত করতে পারবেন এবং সেটা গুগল ক্রম ব্রাউজার এ। হিন্ধিকে বাংলায়, বাংলাকে আরবিতে, আরবিকে বাংলায় মোট কথা বিশ্বের সব ধরনের ভাষার যে কোন ওয়েবসাইট এর পেজ এর ভাষা কনভার্ট করতে পারবেন, যে কোনো ভাষায়। তো চলুন শুরু করি।
প্রথমে আপনাকে গুগল ক্রম ব্রাউজার ওপেন করতে হবে, তারপর আপনি যে পেজের ভাষা কনভার্ট করতে চান সেই পেজ এ গিয়ে মাউস এর রাইটবাটন ক্লিক করবেন, তারপর সেখানে দেখতে পাবেন Translate By Any Language এরকম কিছু, তারপর সেখানে ক্লিক করার পরে একটি পপঅাপ অপশন আসবে, সেখানে আপনি অপশন এ ক্লিক করবেন, এরপর আপনার পছন্দের ভাষা সিলেক্ট করবেন, এরপর Translate ক্লিক করবেন। এরপর দেখুন ম্যাজিক এবং মজা। পুরা ওয়েব সাইট টি দেখবেন যে ভাষায় কনভার্ট করারর কথা সে ভাষায় হয়ে যাবে। পুরাই মজা। আরো অনেক ছোটখাটো বিষয় আছে যে গুলো ক্লিয়ার ভাবে জানতে চাইলে এখানে ক্লিক করুন। আর এইভাবে পারলে তো গুড।
বিস্তারিত ভালোভাবে জানার জন্য এখানে ক্লিক করুন।
*** বন্ধুরাআমার ছোট একটি YouTube চ্যানেল আছে, যেখানে আমি অ্যান্ড্রয়েড মোবাইল এর সুপার সুপার টিপস এন্ড ট্রিকস শেয়ার করে থাকি, এছারা ও অ্যান্ড্রয়েড মোবাইল এর সুন্দর সুন্দর অ্যাপস এর রিভিউ দিয়ে থাকি, যে গুলো দেখলে আপনাদের ১০০% ভালো লাগবে। চ্যানেলটির লিংকটি নিচে দিয়ে দিলাম, কারো যদি ভালো লাগে দেখে আসতে পারেন এবং অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কোন হিডেন কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সাহাজ্য করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।
চ্যানেলটির লিংক : Tech Bangla Exclusive
আমি তানভীর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।