আপনার কি 4K টিভি কেনা উচিৎ?

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

টেলিভিশন! তথ্য প্রযুক্তির এই যুগে বহুল ব্যবহৃত একটি ডিভাইস। টেলিভিশন বা দুরদর্শন দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ঘরে বসেই উপভোগ করতে পারি। আমার এখনো মনে আছে আমার নিজের বাসায় ২০০২ ফুটবল বিশ্বকাপের আগ পর্যন্ত সাদা-কালো টিভি ছিলো, বিশ্বকাপ উপলক্ষে বাসায় ১৪ ইঞ্চির কালার টিভি প্রথম প্রবেশ করে! সময়ের বিবর্তনে বাজারে এখন Ultra HD "4K" টিভিগুলো বাজার মাতাচ্ছে। এখন আপনার বাসায় এই আল্ট্রা এইচডি ৪কে টিভি না থাকলে আপনার কি এই উচ্চ প্রযুক্তির টিভি কেনা উচিত? সেটা নিয়েই আজকের আমার এই টিউনটি!

বর্তমান যুগের টিভিগুলোর মূল ফিচার হচ্ছে এদের রেজুলেশন অনেক বেশি, এগুলো থ্রিডি প্রযুক্তি সমর্থন করে এবং এরা টিভির থেকেও অনেক বেশি ফিচার নিয়ে বাজারে এসেছে। আপনি যদি আপনার বর্তমান টিভিটি নিয়ে খুশি থাকেন তাহলে মনে হয় না আপনার আর টিভি আপগ্রেড করার দরকার আছে। কিন্তু আপনার টিভিটি যদি পুরাতন মডেলের হয়ে থাকে এবং বাসায় কোনো মেহমান এলে উক্ত টিভির সামনে নিতে যদি আপনার লজ্জা লেগে থাকে তাহলে এখনই আপনার জন্য উপযুক্ত সময় টিভি আপগ্রেড করার! আজকের টিউনে আমি টেলিভিশনের গত যুগের বিভিন্ন সময়ের প্রযুক্তি নির্ভর কিছু প্রকারভেদ দিতে চেষ্টা করবো এবং এখনই আপনার টিভি আপগ্রেড করার প্রয়োজন কিনা সেটাও বলে দেবার চেষ্টা করবো।

বর্তমান যুগের টিভিগুলোকে মর্ডান টিভি বা স্মার্ট টিভি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। কারণ এই টিভিগুলোতে HDR (High-Dynamic Range), WCG (Wide Color Gamut) সহ ইত্যাদি বিশেষ কিছু ফিচার থেকে থাকে। আর কয়েক বছর আগেও এই স্মার্ট টিভিগুলো দাম ছিলো আমাদের সাধারণ জনগনের হাতের নাগালের অনেক বাইরে কিন্তু বর্তমানে আপনি সুলভ মূল্যেই একটি 4K টিভি পেয়ে যাবেন।

একমাত্র 4K ফিচার ছাড়া অনান্য টিভিগুলোতে অলরেডি 1080p high-def ফিচার থাকে এবং এই ফিচারের কোনো টিভি যদি আপনার বাসায় আগে থেকেই থেকে তাহলে আর আপনাকে 4K রেজুলেশনের জন্য এই ধরনের টিভিতে আপগ্রেড করার প্রয়োজন নেই।

তবে আপনার বাসায় HD ১০৮০P কোয়ালিটির টিভি থাকা সত্বেও যদি আপনি ৪কে টিভিতে আপগ্রেড করতে চান তাহলে করতে পারেন কারণ বর্তমনে সবথেকে বেস্ট পিকচার কোয়ালিটি আপনি ৪কে টিভিগুলোকে পাবেন। ৪কে টিভিতে রেজুলেশনের জন্য ভালো পিকচার কোয়ালিটি পাবেন ব্যাপার টা আসলে সেটা নয়। তাই আপনার টিভিটি যদি.

লোকাল ডাইমিং ব্যাতিত এলসিডি হয়:

আপনার টিভিটি যদি local dimming ছাড়া LCD হয় তাহলে আপনি আপনার টিভিটি আপগ্রেড করতে পারেন। কারণ ৫/৬ বছর আগেরকার এলসিডি টিভিগুলোতে local dimming ফিচারটি ছিলো না। এই ফিচারটির মাধ্যম্যে টিভির picture-enhancing আরো ভালো আকারে পাওয়া যেত। এই লোকাল ডাইমিং ফিচারটির মাধ্যমে এলসিডি টিভিগুলো তাদের স্ক্রিণের বিভিন্ন এরিয়ার ব্রাইটনেসটি কন্ট্রোল করতে পারতো। মর্ডান এলসিডি টিভি বা মনিটরগুলোতে লোকাল ডাইমিং ফিচারটি রয়েছে তাই এদের পিকচার কোয়ালিটিগুলো অনেকটাই বাস্তবিক মনে হয়। আর উচ্চমানের মডেলের এলসিডি টিভিগুলোকে লোকাল ডাইমিং সহ HDR এবং WCG রয়েছে, যার মাধ্যমে উক্ত টিভিগুলোর পিকচার কোয়ালিটি চমৎকার মানের হয়ে থাকে।

তো সাধারণ মানের এলসিডি টিভি থাকলে আপনি উন্নত মানের টিভিতে অথবা সরাসরি বাজেট থাকলে ৪কে টিভিগুলোতে আপগ্রেড করে নিতে পারেন।

লোকাল ডাইমিং সহ এলসিডি টিভি থাকলে:

আপনার বাসায় যদি লোকাল ডাইমিং ফিচার সহ এলসিডি টিভি থেকে থাকে তাহলে আপনাকে ৪কে টিভিতে আপগ্রেড করার প্রয়োজন নেই। তবে চাইলে বড় সাইজের টিভিতে চলে যেতে পারেন। কারণ এই ফিচার সমৃদ্ধ টিভিগুলো এখনো বাজারে চলে এবং এখনই এটি পুরাতন করে দেবার সময় হয়ে উঠেনি। তাই সরাসরি ৪কে টিভিতে চলে না গিয়ে আপনি আপনার টিভির স্ক্রিণ সাইজটি বড় করে নিতে পারেন। এতে আপনার চাহিদা এবং উন্নত মানের পিকচার দেখার স্বাদ দুটোই মিটবে।

২০০৮ সালের বা নতুন প্লাজমা টিভি থাকলে:

আপনার বাসায় যদি ২০১২ বা ২০১৩ সালের প্যানাসনিক বা স্যামসং প্লাজমা টিভি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ৪কে টিভিকে আপগ্রেড করা উচিত নয়। কারণ এই প্লাজমা টিভিগুলো আজও অনেক চমৎকার পারফরমেন্স দিয়ে আসছে। কারণ এই প্লাজমা টিভিগুলো মর্ডান এলসিডি টিভির থেকেও বেশি উন্নত মানের পিকচার কোয়ালিটি আপনাকে দিবে। কারণ প্লাজমা টিভিগুলো OLED প্রযুক্তির উপর ভিক্তি করে নির্মিত আর OLED টিভিগুলো সাধারণতই LCD বা LED টিভিগুলোর থেকে ভালো কোয়ালিটির ডেলিভারি দিতে সক্ষম। আর সরাসরি OLED টিভিগুলোর দামও অনেক বেশি তাই আপনার কাছে যদি কোনো প্লাজমা টিভি থাকে আর ২০০৮ এর পরের মডেল হলে সেটা আর আপগ্রেড করার প্রয়োজন হবে না।

২০০৭ কিংবা এর আগের প্লাজমা টিভি থাকলে:

এক্ষেত্রেও আমি বলবো আপনি যদি আপনার বর্তমান টিভিটি নিয়ে খুশি থাকেন এবং আপনার ফ্যামিলি মেমবাররাও যদি টিভির কোয়ালিটি নিয়ে বেশি মাথা ঘামিয়ে থাকেন তাহলে এখনই আপনার টিভি আপগ্রেড করার প্রয়োজন নেই। পুরোনো মডেলের প্লাজমা টিভিগুলো বর্তমান যুগের এলসিডি টিভির থেকে অবশ্যই পিছিয়ে রয়েছে। তাই একথা বলতে পারি যে পুরোনো মডেলের প্লাজমা টিভি থাকলে আপনি সেটা ৪কে টিভিতে আপগ্রেড করে নিতে পারেন। কারণ বর্তমান যুগের লোকাল ডাইমিং ফিচারযুক্ত এলসিডি টিভিগুলো পুরোনো মডেলের প্লাজমা টিভির থেকেও উন্নত কোয়ালিটির পিকচার সার্পোট দিবে এবং তাদের কাছে উন্নত মানের contrast ratios রয়েছে।

CRT টিউব টিভি থাকলে:

কি বলেন আপনি! ২০১৮ সালে এসেও আপনি টিউব টিভি বা মোটা টিভি চালাচ্ছেন এখনো! আমরা কম্পিউটারে এই মোটা মনিটর বাদ দিয়ে দিয়েছি সেই কবে! তো আপনার টিভিটি যদি সিআরটি টিউব মানের হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই একটি উন্নত মানের এলসিডি বা সরাসরি ৪কে কোয়ালিটির টিভিতে চলে যেতে পারেন। কারণ সিআরটি টিউব টিভিগুলো অনান্য যেকোনো মডেলের টিভির থেকে ছেঁচড়া কোয়ালিটির পিকচার দেয় এবং বিদুৎও খায় অনেক বেশি। শুধুমাত্র বিদুৎ বেশি ব্যবহার করার কারণে কম্পিউটারে এই টিউব মনিটরগুলো সবার আগে বিলুপ্ত হয়ে গিয়েছে।

ফ্রন্ট প্রজেক্টর থাকলে:

আপনার বাসায় যদি টিভির বদলে প্রজেক্টর থাকে এবং প্রজেক্টর দিয়ে যদি আপনি টিভি দেখার ব্যাপারটি সামলিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আমি বলবো আপনার ৪কে কোয়ালিটির টিভিতে যাওয়ার কোনো দরকার নেই। কারণ আপনার প্রজেক্টরটি যদি pre-3D era ও হয়ে থাকে তাহলেও আপনার প্রজেক্টরটি অলরেডি 1080p কোয়ালিটির পিকচার ডেলিভারি দেবে। আর বাসায় একটি 1080p কোয়ালিটির টিভি থাকা স্বত্বেও টিভি আপগ্রেড করা আসলেই একটি বোকামি হবে। তবে প্রজেক্টরটি বেশ পুরোনো হলে আপনি মর্ডান যুগের বর্তমানের যেকোনো প্রজেক্টরে আপগ্রেড করে নিতে পারেন কিন্তু প্রজেক্টরের বদলে ৪কে টিভি কেনা আসলেই বোকামি হবে। কারণ প্রজেক্টরের মতো বিশাল এরিয়া জুড়ে কোনো ৪কে টিভিই আপনাকে সার্পোট দিতে পারবে না।

পরিশিষ্ট:

তো টিউনের শেষে বলতে পারি যে যদি কেউ আপনাকে জিঙ্গেস করে যে “ আমার কি নতুন - কেনা উচিত?“ এখানে হতে পারে মোবাইল, হতে পারে পিসি, হতে পারে টিভি ইত্যাদি। এই প্রশ্নের উত্তরে আপনার বলা উচিত যে “এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার বর্তমানে কোন মডেলটি রয়েছে সেটার উপর। “

তাই উন্নত মডেলের টিভি যদি আপনার বাসায় আগে থেকেই থেকে থাকে তাহলে আপনার ৪কে টিভিতে আপগ্রেড করার প্রয়োজন নেই বরং আপনি টিভির সাইজের দিকে আপগ্রেড করতে পারেন। যেমন আপনার বাসায় মর্ডান ১৪ ইঞ্চির এলসিডি থাকলে সেটাকে আপনি ৪০ ইঞ্চি হোম থিয়েটার মুলক এলসিডির সাথে আপগ্রেড করে নিতে পারেন। আর আমি এমন কাউকে দেখিনি যে যারা বড় সাইজের টিভি নেবার পর অসন্তুষ্ট।

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি ব্লগ টেকটিউনসে। টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস