আশাকরি সবাই ভালো আছেন। টেকটিউনবাসীর জন্যে এটা আমার ৩য় টিউন। আশা করি সবারই ভালো লাগবে। বন্ধুরা আজকে আমি আপনাদের একটি Application এর কথা বলবো, যা দিয়ে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন একটি আইল্যাণ্ড. হ্যা বন্ধুরা ইংলিশ সিরিজের মুভিগুলোতে আমরা সমুদ্রের মধ্যে অনেক island বা দ্বীপ দেখতে পাই। অনেক সুন্দর হয় দ্বীপগুলো। ঠিক সেরকমই একটি আইল্যাণ্ড আপনিও বানাতে পারবেন। এই টিউনটি খুব শিক্ষণীয় তাই শেষ পর্যন্ত দেখার রিকুয়েস্ট রইল। তো চলুন শুরু করি-
১। প্রথমেই আপনি একটি Blank White Paper এবং একটি মার্কার পেন নিয়ে নিবেন।
২। তারপর মার্কার পেন দিয়ে আপনি পেপার এর উপর যে ধরনের island তৈরি করতে চান তার জন্য ছোট বড় বিভিন্ন গোল দাগ দিন। ঠিক আমার মতো।
৩। একটা জিনিস লক্ষ রাখবেন আপনি যে গোল আঁকবেন, তাতে যেন কোন ফাকা জায়গা না থাকে। অর্থাত যেখান থেকে শুরু করেছেন ঠিক সেখানেই ভাল করে লাগিয়ে দিবেন। না হলে আপনার island তৈরির সময় Scan নিতে সমস্যা হবে।
৪। এখন এপ্লিকেশনটি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করার পর ইন্সটল করে Open করুন। ছবিটির উপর ক্যামেরাটি ধরে সিম্পলি Scan করুন। এখানে অটোমুড আছে অটোমুডই সিলেক্ট রাখবেন। পূর্বের টিউন (মোবাইলের মুভি দেখুন টিভিতে)
৫। Scan হওয়ার পর দেখবেন আপনার সামনে 3D Air Effect বিশিষ্ট সুন্দর একটি island তৈরি হয়ে গেছে।
৬। যদি আপনার তৈরি আইল্যাণ্ডটি ব্লিংক করে অর্থাৎ নিভে যাচ্ছে আবার চালু হচ্ছে তাহলে White Paper টির নিচে একটি কালো কোন কিছু ব্যবহার করুন। তাহলে আর ব্লিংক করবে না।
৭। এরপর আশেপাশের যে কোন স্থান থেকেই Scan করুন না কেন আপনার সামনে সুন্দর একটি island তৈরি হয়ে যাবে।
এটা Specially আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তো তাদের জন্য খুব মজার একটি এপ্লিকেশন। আজে বাজে গেম খেলে সময় নষ্ট করার থেকে এটা তাদের সৃজনশীল মেধা বিকাশে মুখ্য ভুমিকা পালন করবে। পাশাপাশি তাদের ছবি আকার প্রতি একটু মনোযোগও দিবে এবং আইল্যাণ্ড কেমন হয় তাও শিখতে পারবে। এখানে সে নতুন নতুন জিনিস প্রতিনিয়ত শিখতে পারবে। ফলে তার মাথায় নিত্যনতুন সৃজনশীল চিন্তা আসবে। এটা যে শুধু শেষ তা কিন্তু না এতে আপনি যে কোন মুড দিলে সেটাই island এ পরিণত হয়ে যাবে।
আশা করি আমার ৩ নম্বর টিউনটিও আপনাদের ভাল লাগবে। ভাল লাগলে অনুপ্রেরণা দিবেন। আর ভুল কিছু বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
প্রতিদিন সব নতুন নতুন টিউন পেতে ভিজিট করুন "বাঙালি পরিবার"
আমি মান্নান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।