বাঁচবে ২.৮৪ টাকা বাড়বে ১২ ঘন্টা
যাদের মিনিট কাট কিনে কথা বলার অভ্যাস আছে শুধুমাত্র তাদের জন্যই আমার এই দ্বিতীয় টিউনটি। এই টিউনে আমি দুটি পার্থক্য তুলে ধরব। তার মধ্যে কোনটি ভাল সেটা আপনি নিজেই চয়েস করবেন। কেননা এই টিউনে বাঁচবে ২.৮৪ টাকা বাড়বে ১২ ঘন্টা তো চলুন শুরু করি-
আমি আলোচনা করব গ্রামীণফোনের ১০ টাকার মিনিট কাটটি নিয়ে। সাধারণত ১০ টাকার মিনিট কাটটি ১২ ঘণ্টা মেয়াদে ২৫ মিনিটের সেবা দিয়ে থাকে।
যদিও ট্রিকটি সকলেরই জানা তারপরও বলি এই ট্রিকে মিনিট কিনলে আপনার বাঁচবে ২.৮৪ টাকা বাড়বে ১২ ঘন্টা। অর্থাৎ আপনি ৮.১৬ পয়সা খরচ করে পাবেন পুরো ১ দিন মেয়াদের ২৪ মিনিট।
চলুন জেনে নিই কিভাবে বাঁচবে ২.৮৪ টাকা বাড়বে ১২ ঘন্টা?
১। প্রথমেই আপনি গ্রামীণ সিম দিয়ে Dail করুন *১২১#।
২। তারপর ৪ নাম্বার অপশনটি (Talk Time) সিলেক্ট করুন।
৩। এরপর এখানের প্যাকগুলো একটু লক্ষ্য করুন। ৩ নম্বর প্যাকটিতে আপনি ৮ টাকা ১৬ পয়সায় ১ দিন মেয়াদ বিশিষ্ট ২৪ মিনিট পাবেন। সেটা সিলেক্ট করুন।
৪। আপনি চাইলে অবশিষ্ট টাকা দিয়ে ১.৭০ টাকায় ১ নম্বরের প্যাকটিও কিনতে পারেন। তাহলে আপনি টোটাল ৯.৮৬ টাকায় পাচ্ছেন ১ দিন মেয়াদের ২৮ মিনিট। যা ১০ টাকায় ২৫ মিনিট কেনার চেয়ে ৩ মিনিট বেশি এবং তার থেকে ১২ ঘণ্টা বেশি স্থায়ী। তবে হ্যা এই প্যাকে আপনি ২৫ টি এসএমএস পাবেন না।
এখন ভাবুন তো আপনি কোন প্যাকটি ব্যবহার করবেন। শুধু যারা মিনিট কিনে কথা বলতে ভালোবাসেন তাদের জন্যই আমার এই টাইটেল দেয়া "বাঁচবে ২.৮৪টাকা, বাড়বে ১২ ঘণ্টা"। এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে তুলে ধরলাম। ভালো লাগলে ছোট্ট একটা টিউমেন্ট করে অনুপ্রেরণা দিবেন। সবাইকে ধন্যবাদ।
আমি মান্নান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।