ধরুন কোন অফিসে গেছেন আপনাকে তাদের ভিজিটিং কার্ড ধরিয়ে দিলো সেখানে বারকোড, আপনার জানার আগ্রহ হলো, কি আছে ওই বারকোডে! তা রিড করতে লাগবে বারকোড রিডার।
আবার ধরুন রাস্তায় বের হয়েছেন একটা চোখ ধাঁধানো বিজ্ঞাপণ দেখলেন সেখানে কিউ আর কোড, আপনার ফোনে ইনস্টল করে রাখা বারকোড রিডারটি তাক করে ধরলেই সেখানে কি আছে তার রেজাল্ট পেয়ে যাবেন। ধরুন সেই বারকোড ছিল একটি ওয়েবসাইটের ইউ আর এল, তাহলে রেজাল্ট পাবার পর আপনি সাজেশন পেয়ে যাবেন আপনি কি ওই ওয়েবসাইটে যাবেন কিনা. যেতে চাইলে মাত্র একটা ক্লিকের মাধ্যমেই যেতে পারবেন বিরক্তিকর টাইপিং ছাড়াই, অথবা অন্য কোন টেক্সট থাকলে গুগলে সার্চও করতে পারবেন কোন টাইপিং ছাড়াই।
অ্যান্ড্রয়েড ফোনের জন্যে বানানো QR এবং Barcode রিডারটি ফ্রি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোরে থেকে।
ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
https://play.google.com/store/apps/details?id=pixonlab.com.qrreader&hl=enoad
ফিচার্স :
কিউ আর রিডার
বারকোড রিডার
হিস্টোরি
গুগল সার্চ অপশন
শেয়ার
কম আলোতে স্ক্যান করার জন্যে ফ্ল্যাশ লাইট
আমি memotiur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।