ফায়ারফক্স Pioneer ফায়ারফক্স পাগলাদের জন্য দারুণ চমক

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

ব্যবহারের দিক দিয়ে গুগল ক্রোম ব্রাউজারের পরেই রয়েছে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি। ফ্রি ওয়েব ব্রাউজারের প্রতিযোগীতায় প্রায়ই আমরা গুগল ক্রোম আর মজিলা ফায়ারফক্সের যুদ্ধ দেখতে পাই। সম্প্রতি ফায়ারফক্স কোয়ান্টাম আপগ্রেড দিয়ে মজিলা ফায়ারফক্স আবারো আমাদের সবার নজরে চলে এসেছে। কিন্তু আপনার যদি একবার গুগল ক্রোম পছন্দ হয়ে যায় তাহলে আর আপনি মজিলা কেন অনান্য কোনো ব্রাউজারের দিকে তাকাবেনও না। কিন্তু আপনি কেন গুগল ক্রোম ছেড়ে মজিলা ফায়ারফক্স ব্যবহার করবেন এই টপিক নিয়ে আগামীদিন একটি টিউন করার ইচ্ছে রয়েছে। ফায়ারফক্সের নতুন সংস্করণের নাম কোয়ান্টাম এবং ফায়ারফক্স কোয়ান্টাম নিয়ে আমি অলরেডি টেকটিউনসে টিউন করে ফেলেছি। কিন্তু আমি আজ নিয়ে এসেছি ফায়ারফক্স পায়োনির নিয়ে কথা বলতে।

ফ্রি ওয়েব ব্রাউজারের জন্য ব্রাউজারের পারফরমেন্স এবং সিকুরিটি হলো সবথেকে আলোচিত বিষয়। আর এই বিষয়ে গবেষনা করতে হলে আগে ওয়েব ডাটা এবং ব্যবহারকারীদের ফায়ারফক্সের ব্যবহারের উপর নজর নেওয়া উচিত। যেই কাজটি ফায়ারফক্সের লিডার Matt Grimes গত বছর ধরে সংগ্রহ এবং গবেষণা করে আসছেন। কিন্তু অনান্য ব্রাউজার কিংবা সোশাল সাইটগুলোর মতো এই ডাটা সংগ্রহের কাজটি অটোমেটিক্যালি না করে ফায়ারফক্স তাদের নতুন এডডঅন Pioneer এর মাধ্যমে করে আসছে।

FireFox Pioneer হচ্ছে একটি প্রোগ্রাম যেখানে আপনি যুক্ত হয়ে ফায়ারফক্সের ভবিষ্যৎ এর যাবতীয় সংস্করণের টেস্টিং, ডাটা কালেক্টিং, ফিডব্যাক ইত্যাদি কাজে আপনি অংশগ্রহন করতে পারবেন। তবে এরজন্য এই প্রোগ্রামে আপনাকে অংশগ্রহন করতে হবে এবং এরজন্য Firefox Pioneer এর একটি মাত্র শর্ত রয়েছে আর তা হলো “I'm willing to contribute sensitive data to help make Firefox better."

Firefox Pioneer প্রোগ্রামটিকে ফায়ারফক্সে আপনি একটি ব্রাউজার এক্সটেনশন হিসেবে পাবেন। আপনাকে শুধু আপনার মজিলা ফায়ারফক্সে এই এক্সটেনশনটি ইন্সটল করে নিলেই হবে। আর ইন্সটলের পর ওপেন করবেন আর এই অপশনটিকে টিক দিলেই আপনি মজিলা ফায়ারফক্স বেটা টিমের একজন সদস্য হয়ে যাবেন।

ফায়ারফক্স Pioneer এর একটিভ সদস্য হিসেবে আপনাকে প্রায়ই ফায়ারফক্স সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হতে পারে, বিভিন্ন বেটা সংস্করণ আপনাকে টেস্ট করতে দেওয়া হবে এবং আপনার ফিডব্যাক তাদের কাছে পাঠাতে হবে।

মজিলা মূলত তাদের ব্যবহারকারীদের প্রাইভেসি কে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে থাকে তাই তারা সরাসরি তাদের গ্রাহক বা ব্যবহারকারীদের উপর তাদের এই ডাটা রিলেটেড গবেষণাটি চাপিয়ে না দিয়ে একে আলাদা ভাবে নিয়ে এসেছে। আর আপনি Firefox Pioneer এর প্রত্যেকটি ইউজারদের জন্য আলাদা আইডির ব্যবস্থা করা হয়েছে যাতে Firefox Pioneer এর মধ্যেও আপনার প্রাইভেসি সুরক্ষিত থাকে। এই আইডিগুলো মজিলা কোম্পানি হতে র‌্যানডম ভাবে তৈরি করা হয়ে থাকে।

তবে আপনার যদি Firefox Pioneer এ অংশগ্রহন করতে ভয় লাগে তাহলে আপনাকে বলা যায় যে, ফায়ারফক্স Pioneer আপনার ব্রাউজারের Cookies, ইমেইল এড্রেস, Form Data কিংবা লগইন ইনফরমেশন এবং এনক্রিপ্টকৃত ডাটাগুলোর সংগ্রহ করবে না। আর সংগ্রহকৃত ডাটাগুলো মজিলা কখনো বাইরে কোথাও বিক্রি করবে না কিংবা শেয়ার করা হবে না।

ফায়ারফক্স Pioneer এর অংশগ্রহন করতে হলে আপনাকে দুটি বিষয় করতে হবে:

  • ১) মজিলা ফায়ারফক্সের about:preferences#privacy অপশনে গিয়ে allow Firefox to install and run studies অপশনটি এনেবল করতে হবে। এবং
  • ২) আপনাকে Firefox Pioneer এড অনটি ইন্সটল করতে হবে। ইন্সটল করতে এখানে ক্লিক করুন।

একবার ফায়ারফক্স Pioneer এ অংশগ্রহন করার পর আপনার স্টাডিস এর উপর ম্যানেজিং করতে হলে যেকোনো সময় ব্রাউজারে about:studies লিখে পেজটি লোড করে নিতে হবে। এখান থেকে নতুন স্টাডিতে যুক্ত হতে পারেন বা বর্তমান যেকোনো স্টাডি থেকে লিভ নিতে পারেন।

আর একেবারে ফায়ারফক্স Pioneer থেকে বেরিয়ে আসতে চাইলে আপনাকে Firefox Pioneer এড অনটি আন ইন্সটল করে নিতে হবে।

মজিলা ফায়ারফক্স Pioneer এ অংশগ্রহনকৃত ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু সেন্সিটিভ Raw ডাটা সংগৃহ করবে না বলে দিলেও তারা আসলে কোন কোন ডাটাগুলোকে সংগ্রহ করবে সেটা কিন্তু আজও তারা প্রকাশ করেনি। Pioneer সম্পর্কে ফায়ারফক্স আমাদেরকে যা যা জানিয়েছে তা হলো:

  • ১) প্রতিটি ব্যবহারকারীর কাছ থেকে সংগ্রহকৃত ডাটাগুলোকে অন্য কোনো কোম্পানির নিকট বিক্রি বা শেয়ার করা হবে না। Raw ডাটা শুধুমাত্র অল্প সংখ্যক রিসার্চাদের কাছে পাঠানো হবে মাত্র।
  • ২) ফায়ারফক্স Pioneer এর সকল স্টাডিসগুলোকে একটি ডেডিকেটেড টিমের দ্বারা রিভিউ করার পর এপ্রুভ দেওয়া হয়ে থাকে। তাদের কাজ হলো স্টাডিসের মাধ্যমে যাতে কোনো ব্যবহারকারীর প্রাইভেসি নস্ট না হয় সেটার উপর খেয়াল রাখা।
  • ৩) ফায়ারফক্স Pioneer এর সকল ব্যবহারকারীকে একটি করে আইডি দেওয়া হবে। এই আইডিগুলোকে ফায়ারফক্স কর্তৃপক্ষ দ্বারা র‌্যানডম ভাবে নির্বাচন করা হবে এবং এই আইডিগুলোর সাথে ব্যবহারকারীর ডাটার কোনো সাদৃশ্য থাকবে না।
  • ৪) ফায়ারফক্স Pioneer কি কি ধরনের ডাটা সংগ্রহ করবে সেটা না প্রকাশ করলে এটা ব্যবহারকারীর Cookies, account names, passwords, email address, POST form values এবং Private Browsing এর সেশনের ডাটাগুলোকে সংগ্রহ করবে না।

তো টিউনের শেষে এসে এটাই বলা যায় যে, আপনি যদি ওপেন সোর্স প্রজেক্ট মজিলার ফায়ারফক্সে একজন একটিভ সদস্য হিসেবে যদি যোগ দিতে চান তাহলে আজই ফায়ারফক্স Pioneer প্রোগ্রামে যুক্ত হতে পারেন। এতে করে ফায়ারফক্সের ভবিষ্যৎতের যাবতীয় সংস্করণগুলোর বেটা সংস্করণকে সবার আগে আপনি ব্যবহার করতে পারবেন এবং বেটা ভার্সনের যাবতীয় সমস্যা বা এর কি কি পরিবর্তন বা কি কি নতুন ফিচার যুক্ত করা উচিত সেটা আপনি মজিলা কমিউনিটিকে জানাতে পারবেন এবং এখানে আপনার ফিডব্যাকটি মজিলার কাছে গুরুত্বের সাথে গ্রহনযোগ্যতা পাবে।

এটা একটি চমৎকার ফিচার। তবে এর জন্য আপনাকে আপনার পিসির মজিলা ফায়ারফক্সের কিছু কিছু ডাটা মজিলা সার্ভারে পাঠাতে হবে গবেষণার জন্য এবং এর জন্য তারা আপনার অনুমতি চাইবে। এর থেকে ভদ্রভাবে ডাটা নিয়ে কেউ গবেষনা করে না।

আর যারা এখনো মজিলা ফায়ারফক্স এর থেকে গুগল ক্রোম ব্যবহার করেন তাদের জন্য আমার আগামী টিউনটি পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমি আমার আগামী টিউনে আপনি কেন গুগল ক্রোম বাদ দিয়ে মজিলা ফায়ারফক্স ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করবো। আশা করছি আমার আজকের টিউনটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আগামী টিউনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের টিউনটি আমি এখানে শেষ করছি।

আর হ্যাঁ টিউন সম্পর্কে, আমার সম্পর্কে কিংবা টেকটিউনস সম্পর্কে কোনো প্রশ্ন, মতামত কিংবা যেকোনো কিছু জানাতে হলে অবশ্যই টিউনের শেষের টিউমেন্ট বক্সে আপনি টিউমেন্ট করতে পারেন। তবে টেকটিউনস সম্পর্কে সিরিয়াস কোনো কিছু জানতে চাইলে বা প্রশ্ন থাকলে আপনি টেকটিউনসের সজিপ্র ট্যাবে গিয়ে জানাতে পারেন, সেখানে কোনো কিছু প্রশ্ন করা হলে দ্রুত উত্তর পাওয়া যাবে। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস