সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো অনেক দিন বিরতির পর আবারো ফিরে আশাকরি ভালো লাগবে।
অনেকেই ভালোবাসা দিবস কে ডেটিং দিবস বানিয়ে ফেলেছে, আসলে যে বা যারা এই দিবস টি প্রবর্তন তারা কিন্তু এমনটা প্রত্যাশা করেন নি। যারা এই দিবস কে ডেটিং দিবস মনে করে তারা ভালোবাসার সংজ্ঞাটাই জানে না। ভালোবাসা শুধু এক যায়গায় সীমাবদ্ধ না রেখে অন্যদের ভালোবাসুন দেখুন সব কিছুই ভালো লাগবে। আর হ্যা ভালোবাসতে কিন্তু কোন বিশেষ দিন লাগে না
মানুষ সামাজিক জীব। সমাজে একে অপরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে। ব্যক্তি সম্পর্ক ভেদে ভালোবাসা ভিন্ন হয় যেমন -মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, বাবার ভালোবাসা, প্রিয়তমার ভালোবাসা।
প্রত্যেক ভালোবাসার নিজস্ব একটা শক্তি আছে যার মাধ্যমে অপর কে বেধে রাখে। প্রত্যেক ভালোবাসার প্রকাশের ধরনও ভিন্ন রকম। উপহার ভালোবাসা প্রকাশের অন্যতম একটি মাধ্যম, অনেক আগে থেকেই মানুষ ভালোবাসার মানুষ কে উপহার দেয় বলে জানা যায়। সাধারন মানুষ থেকে শুরু করে রাজা বাদশাহ রা পর্যন্ত বিভিন্ন সন্ধি স্থাপনে বিভিন্ন উপহার দিত, যা উপঢৌকন নামে পরিচিত। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলা সেখানে একটা ছেলে নাম ছিল মনা, সে মাছ বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে তার মায়ের জন্য রঙ্গিন হাড়ি এবং বোনের জন্য পাটের শাড়ি দিতে চায় বলে কবিতাতে বলা ছিল। যুগ পাল্টায়ছে সাথে সাথে পাল্টায়ছে উপহারের ধরন এখন নিশ্চয় আপনার মা রঙ্গিন হাড়ি দেখে খুব একটা খুশি হবে না, কারন হাড়ির ব্যবহার খুব একটা নেই বললেই চলে। উপহার দেয়ার আগে আপনাকে কয়েক টি সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে সেটা হল জিনিস টা কি আসলেই তার জন্য উপযোগী কি না, সে কি পছন্দ করবে?, এই রকম জিনিস কি তার আরো আছে? থাকলে সেটার প্রতি তার আগ্রহ কেমন? সব কিছু বিবেচনা করে যদি উপহার বাছাই করেন তাহলে বলা যায় যে আপনি অনেক খানি এগিয়ে গেছেন। কিন্তু এই বিবেচনা করাটা অনেক খানি কঠিন, তবে বুদ্ধি খাটিয়ে অনেক খানি সহজ করা যায়। চলুন আমরা দেখি উপহার হিসেবে কি দেয়া যায়-
১- বই - প্রিয়জন কে বই উপহার দিন এমন বাক্যের সাথে আমরা অনেকেই পরিচিত, বই জ্ঞানের ভান্ডার, সব বয়সী সবার জন্য বই একটি আদর্শ উপহার বলা যায়। তবে ব্যক্তি ও বয়স ভেদে বই ভিন্ন হতে হবে, যেমন- বাচ্চাদের জন্য কমিকস বা ছোট গল্পের বই, তার চাইতে বড়দের সাইন্সফিকশন বা গোয়েন্দা গল্প, বয়স্কদের রবীন্দ্র বা নজরুল রচনাবলী দিলে খুশি হবে
২- স্কেচ- নিজের চেহারা টা কে না ভালোবাসে? বর্তমানের টেকনোলজি সব কিছু সহজ করে দিয়েছে, নিজের ছবি তুলে সেটাকে বিভিন্ন ভাবে এডিট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এই স্মার্টফোন বা ক্যামেরার আগে নিজের ছবি দেখার একমাত্র মাধ্যম ছিল স্কেচ বর্তমানেও স্কেচ এর কদর কমে যায় নি, অনেকেই অল্প পয়সা তে স্কেচ করে দেয় সেখান থেকে করে দিতে পারেন অথবা নিজে যদি পারেন তাহলে তো কোন কথায় নেই।
৩-পোশাক- পোশাকের ব্যপার টা অনেকেই ভিন্ন ভাবে নেয়, তারপরেও ভালোবেসে অনেকেই পোশাক দিতে এবং পেতে পছন্দ করেন। তবে পোশাক বাছাইয়ের ক্ষেত্রে যাকে দিবেন তার পছন্দের গুরুত্ব দিন।
৪-গ্যাজেট- বর্তমানের তরুন দের মাঝে অনেক কেই গ্যাজেটের প্রতি বিশেষ দুর্বলতা দেখা যায়, তবে শখ এবং রুচিবোধ অনুযায়ী গ্যাজেট উপহার হিসেবে দিলে সব চাইতে ফলপ্রসূ হবে। যেমন- গেম পাগল দের গেমিং গ্যাজেট, সেলফি পাগল দের সেলফি স্টিক এবং সংশ্লিস্ট গ্যাজেট।
৫-বিবিধ-উপহার বাছাইয়ের ক্ষেত্রে আসলে নির্ভর দাতার ইচ্ছা এবং গ্রহিতার পছন্দ, এর পরের বাজেট বলে একটা শব্দ থাকে, যাই হোক উপরের বিষয় ছাড়াও আরো অনেক কিছুই উপহার হিসেবে দেয়া যায়। যেমন-সুগন্ধি, ওয়ালেট, স্মার্টফোন, চকলেট, স্টাইলিশ সানগ্লাস ইত্যাদি।
এইবার আসি কাকে কি দেয়া যায়-
১-মা বাবা- সন্তানের হাসিই মা বাবার জন্য সেরা উপহার, তারপরেও সন্তান যদি মা বাবা কে কোন কোন উপহার দেয় তাহলে তারা আরো বেশি খুশি হয়। মা কে দিতে পারেন শাড়ি অথবা গৃহস্থালি কোন জিনিস। বাবা কে দিতে পারেন পাঞ্জাবি, কফি খাওয়ার মগ, তার প্রিয় লেখকের বই অথবা বইয়ের ভলিয়ম।
২-ভাই- ভাইকে দিতে পারেন টিশার্ট, গেম পাগল হলে নতুন গেমের সিডি অথবা গেমিং গ্যাজেট, খেলার সরঞ্জাম, প্রিয় লেখকের নতুন বই, গান পাগল হলে গিটার।
৩-বোন- বোন কে দিতে পারেন তার পছন্দের ড্রেস, স্মার্টফোন, লেডিস ব্যাগ অথবা তার পছন্দের অন্য কিছু।
৪- ছোট বাচ্চা- বাচ্চাদের উপহারের তালিকায় লিস্টে প্রথম স্থানে রয়েছে বিভিন্ন ধরনের খেলনা, এছাড়াও জনপ্রিয় কার্টুন পুতুল দিতে পারেন।
৫-স্ত্রী/প্রেমিকা-হীরের আংটি উপহার হিসেবে দিতে সিনেমা/নাটকে অনেক দেখা যায় আপনার সামর্থের মধ্যে হলে এবং দিতে পারলে আপনার সঙ্গী অনেক খুশি হবে, উপহার হিসেবে বিভিন ধরনের হাত ঘড়ি দিতে পারেন। দিতে পারেন বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, ভালোবাসার বানী লিখে বিভিন্ন ধরনের স্টাইলিশ কার্ড দিতে পারলে অনেক ভালো হবে। তবে উপহার যাই দেন না কেন ফুল দিতে যেন ভুল না হয়, কারন মেয়েরা ফুল অনেক পছন্দ করে।
৬- স্বামী/প্রেমিক- আপনার পুরুষ সঙ্গী কে উপহার হিসেবে দিতে পারেন, মানিব্যাগ, টি-শার্ট, বর্তমানে অনেক পুরুষ হালকা দাড়ি রাখতে পছন্দ করে সেই হিসেবে দিতে পারেন দাড়ি কাটার মেশিন বা ট্রিমার। নতুন ডিজাইনের ব্র্যান্ডের ঘড়ি দিতে পারেন। ছেলেরা সানগ্লাসের প্রতি অনেক দুর্বল হয় উপহার হিসেবে বিভিন্ন ধরনের স্টাইলিশ সানগ্লাস দিলে অনেক খুশি হবে।
উপহার বাছাইয়ে সব সময় ব্যক্তি, সম্পর্ক এবং রুচিবোধ সম্পর্কে বিশেষ খেয়াল রাখুন। একেকজন একেক রকম উপহার পেতে এবং দিতে পছন করেন কাজেই সেইদিকে বিবেচনা করে উপহার দিন। ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দিন দেখুন পৃথিবীটা অনেক সুন্দর। জীবন একটাই, নিজেকে ভালোবাসুন।
লেখাটি পূর্বে প্রকাশিত এখানে,
আমি আছি ফেসবুকে
চাইলে ঘুরে আসতে পারেন আমাদের সাইট
ধন্যবাদ সবাইকে।
আমি মোঃরকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।