আমার আগের একটি টিউনে অনলাইনে কিভাবে কম্প্রেসড ফাইল এক্সট্রাক্ট করা যায় সে সম্পর্কে বলেছিলাম। এবার জানবেন কিভাবে ডাউনলোডের আগেই কম্প্রেসড ফাইলের ভিতরের ফাইলগুলো দেখা যায়।
আমরা যখন কোন ZIP বা RAR ফাইল ডাউনলোড করি তখন জানি না যে এর মধ্যে কি আছে। ডাউনলোড করার পর যদি ভিতরে কাঙ্ক্ষিত ফাইলটি না থাকে, তখন কেমন লাগে বলুনতো? নিশ্চয় আপনার এরকম অভিজ্ঞতা আছে। তখন হয়তোবা ভেবেছেন "ইশ, যদি আগেই দেখে নেয়ার কোন সুযোগ থাকতো"। যদি সেটি আকারে ছোট হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি অনেক বড় সাইজের ফাইল হয় তাহলে তো কথাই নেই। এখন থেকে আর চিন্তা নেই,ডাউনলোডের আগেই দেখে নিতে পারবেন কম্প্রেস করা ফাইলের মধ্যে কি আছে। এজন্য শুধু ArchView নামের ফায়ারফক্স এ্যাড-অন্সটি ইনস্টল করে নিন।
অনেক সময় দেখা যায় যে ভিতরে অপ্রয়োজনীয় কোন ফাইলও থাকে। সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় ফাইলটিও ডাউনলোড করা যাবে। এটি ZIP, RAR ও ISO ফরম্যাটের ফাইল সাপোর্ট করে।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের জিনিস, ধন্যবাদ