ইন্টারনেট স্পীড বেশী করার নিয়ম

আমরা যারা নেট ব্যাবহার করি, আমরা সবাই একটি সমস্যায় ভুগই। আর তা হচ্ছে ইন্টারনেট স্পীড। আপনি কি জানেন Microsoft Windows আপনার কম্পিউটারের ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাই ডিফল্ট । এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট করার জন্য রিসার্ভ করে রাখে। সেই জন্য আপনি বঞ্চিত হচ্ছেন ২০% ব্যান্ডউইড থেকে। কি আজব তাই না?
তাহলে চলুন দেরি না করে ২০% স্পীড যোগ করি আমাদের ইন্টারনেটের সাথে।

প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে -
Click Start
Click Run
এবার Type করুন – gpedit.msc টাইপ হলে এন্টার দিন অথবা OK ক্লিক করুন
তারপর Group Policy Editor নামে একটি ডায়লগ বক্স আসবে এবার আপনাদের যে কাজটি করতে হবে। প্রথমে

Computer Configuration ক্লিক করুন
এবার Administrative Templates ক্লিক করুন
এবার Network এ ক্লিক করুন। আপনাকে এবার ক্লিক করতে হবে QOS Packet Scheduler করেছেন। Good….
এখন ডান পাশে খেয়াল করুন “Limit Reservable bandwidth” লিখা আছে না এখানে ডবল ক্লিক করুন।
এবার আপনি দেখতে পাবেন ওখানে দেয়া আছে ” is not configure ”

এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন “Enabled” Reservable bandwidth ওখানে O দিয়ে দিন।
Windows 7 Or Windows Vista এর জন্য একটু আলাদা আপনাদের কাছে লাগতে পারে তবে একটু খেয়াল করলে বুজতে পারবেন।

641832a87f6eb354ba2e68526eca15bb আপনে জানেন? আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে?</p> <p>আর কোন কিছু পরিবর্তন করার প্রয়োজন হবেনা শুধু OK করে বেরিয়ে আসুন।<br /> Explain এ ক্লিক করলে দেখতে পারবেন, ওখানে সব বলা আছে। </span></p> <p><img style=

আশা করি আপনারা উপকৃত হবেন। ভাল লাগলে ভাল ভাল Comments করুন আপনার নাম দিয়ে।
আপনিও পাঠাতে পারেন আপনার জানা এমন কোন Tips.
আপনার টিপসটি আমাদের ভাল লাগলে আমরা আমাদের সাইটে আপনার নাম সহ পোস্ট করব।

ধন্যবাদ সবাইকে…

Level 2

আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল জানতে পেরে।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

তুলনা নাই। আমার Windows 7 এও কাজ করলো। ধন্যবাদ। সুখে থাকুন।

সুন্দর হযেছে ধন্যবাদ।

Level 0

আচ্ছা পরে আমি একইভাবে চাইলে কি আগের অবস্হায় ফিরে যেতে পারবো?এটা কি কোন সমস্যা করবে নাতো পরে?
আপনার টিউনটি চমতকার হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ।

জটিল টিউন্স।

লাগাইলাম কিন্তু যে লাউ সেই কদু………………..

আপনাকে অনেক অনেক ধন্নবাদ ভাই……।।

Level 0

Thankssssssssss

ভাল টিউনস চালিয়ে যান। ধন্যবাদ…………..

ভুয়া টিউন। ভালা কিছু করেন… এইগুলান কোন কামে লাগে না।

    ভাল না লাগলে কমেন্ট করার দরকার নেই! কিন্তু এই রকম কমেন্ট করবেন না প্লিজ।

    উক্ত কাজটি করার পরে Run কমান্ড থেকে gpupdate লিখে Enter দিন । এটা নিয়ে এক, দুই বার নয় অনেক বার টিউন হয়েছে । নুতন কিছু আবিস্কার করুন । আপনি লিখেছেন……..ভাল লাগলে ভাল ভাল Comments করুন । দুঃক্ষিত আপনার টিউনটি আমার ভাল লাগেনি তবেকি সমালোচনা করতে পারবো না ? । একটা ভাব-সম্প্রসারন আছে…… সুজ্বনে সুস্বন গাঁয় কুস্বষ………..নাশিয়া , এটা আপনি আজি পড়ে নিবেন । ।। আপনি আরো বলেছেন………….আপনার টিপসটি আমাদের ভাল লাগলে আমরা আমাদের সাইটে আপনার নাম সহ পোস্ট করব……….আপনি কোন সাইটের কথা বলছেন ? আপনি কি এখানে টিউন করতে এসেছেন ? ।।। তা ছাড়া সিরোনাম টা পছন্দ হয়নি ,আপনি কাদের নিয়ম শিখাবেন , আপনার থেকে যারা অভিগ্য তাদের ? আপনি হয়তো বলবেন অনেকের কাছেইত ভাল লাগছে । আমি বলবো তারা হয়তো নুতন অথবা এ ধরনের টিউন তাদের সামনে পড়েনী, নতুবা অনিয়মিত ।

      Level 0

      @মুরাদ / Murad: খুব সুন্দর বলসেন। যোগ্য সমালোচনা। ধন্যবাদ।

      @মুরাদ / Murad: মুরাদ আছে বলতে হবে।

আগে জানলে আরো ভালো হত। ধন্যবাদ।

এইগুলু কাজে আসেনা।বহু আগ থেকে জানতাম।

সুন্দর এই টিপসের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

এটা আসলেই কি কাজ করে আমি তো আগেও ব্যবহার করে দেখেছি যে লাউ সেই কধূ

Level 0

টাকা ছাড়া ইন্টারনেট স্পীড বাড়ানো যায় না ব!!!!

karlam dhaki ki hay……
bakita pare janabo…

Thanks Biya

Level 2

valo

Level New

tune ta khob sondar hosa.
ame aponer khotha moto kajkorse , kinto ame same speed paitase kono porebartan pai nai.
tobo o thanks.

Level 0

টিউনটা পুরনো হলেও সুন্দর হয়েছে।

Level 2

nice…

Level 0

aponi to 20% bolecen ami 100% koreo kono lav paini

    @almasum84: ১০০% না ভাই ০% করতে হবে। বুঝলেন কিছু?

Level 2

Go to Start>Run and type “gpedit.msc” then press enter korle windows 7 e hosse na pls help me Bro.