Zumo Drive সকলের জন্য অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার

Zumo Drive - একটি ক্লাউড সফটওয়্যার। অনেকেই বলবেন "আমাদের নেট এখনও ক্লাউড ব্যবহারের উপযুক্ত নয়" বা "সাধারণ মানুষের ক্লাউড ব্যবহারের দরকার কি?" কয়েকদিন ব্যবহার করলেই বুঝবেন এটি কত প্রয়োজনীয়। জুমো ড্রাইভ ইনস্টল করলে আপনার পিসিতে একটি নতুন ড্রাইভ দেখাবে -

আমার টিউনটি কঠিন মনে হতে পারে, কারন এটি আমার ১ম টিউন। কিন্তু সফটওয়্যাটি ব্যবহার করা খুবই সহজ। জুমো ড্রাইভের একটি সংক্ষিপ্ত বর্ননা দেয়া হল -

# আপনার প্রয়োজনীয় ফাইল/ফোল্ডার জুমো ড্রাইভে রাখুন। এগুলো ব্যবহার করুন যেকোন জায়গা থেকে এবং যেকোন ডিভাইসে। যেমন - ডেক্সটপ, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি।
মনে করি ১০০ মেগার একটি ফোল্ডার আপলোড করবেন। জুমো ড্রাইভে কপি করতে লাগবে মাত্র ১ মিনিট। আপনার কাজ এখানেই শেষ। যখন নেট থাকবে তখন জুমো ড্রাইভ আপনাকে কোন রকম বিরক্ত না করে তার সার্ভারে আপলোড করে নিবে এই ফাইল।

# আপনার পিসির প্রয়োজনীয় ফোল্ডার লিঙ্ক করতে পারেন জুমো ড্রাইভে।

এর অর্থ পিসি ক্রাস করলেও ফাইল হারাবেনা কখনও। ফোল্ডারের কোন ফাইল এডিট করলে তাতক্ষনিকভাবে তা আপলোড হয়ে যাবে জুমো সার্ভারে।

# আপনার ফাইল/ফোল্ডার বিভিন্নভাবে শেয়ার করতে পারেন অন্যের সাথে। মনে করি ৮৫ মেগার একটি ফোল্ডার আপনাকে আমি পাঠাবো। এক্ষেত্রে শুধু লিঙ্কটি দিব আপনাকে। এই লিঙ্কটি ক্লিক করলেই বুঝতে পারবেন।
লিঙ্কের ক্ষেত্রে আরও কিছু সুবিধা দেয় জুমো ড্রাইভ। যেমন - আপনার ২জন বন্ধুকে ডাউনলোড করতে দিলেন, আবার অন্য ১জনকে এডিট করার পারমিশন দিলেন।

# ডেক্সটপে অধিকাংশ কাজ করলেও আপনি বাহিরে ল্যাপটপ ব্যবহার করেন। এক্ষেত্রে একই ফাইল দুই জায়গায় কপি করে রাখতে আপনি বিরক্ত হতে পারেন। সহজ সমাধান জুমো ড্রাইভ। ডেক্সটপে জুমো ড্রাইভ ইনস্টল করার পর একই ইউজার নেইম দিয়ে ল্যাপটপে জুমো ড্রাইভ ইনস্টল করুন।

আমি ব্যক্তিগতভাবে জুমো ড্রাইভ ব্যবহার করে মুগ্ধ। তাই সবার সাথে শেয়ার করলাম। আপনাদের আগ্রহ দেখলে পরবর্তীতে জুমো ড্রাইভ-এর উপর বিস্তারিত টিউটোরিয়াল প্রকাশ করবো।

Level 0

আমি সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Graphic Designer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ !!!!! জব্বর একটা টিউন করছেন তো। ধন্যবাদ। চা পানের আমন্ত্রন রইলো।

কাজের জিনিস try করে দেখবো , ধন্যবাদ আপনাকে

নেট স্পিড কেমন লাগবে ভাই?

    স্পিড খুব কম হলেও সমস্যা হবে না। মোবাইল কম্পানি যারা কিলোবাইট হিসাবে পয়সা কাটে তাদের লাইন ব্যবহার করলে একটু হিসেব করে ব্যবহার করুন।

Kintu ei drive er Security kotokhani ?

    HP-র একটি সহযোগী প্রতিষ্ঠান এটি। এই সাইটে গিয়ে দেখতে পারেন http://hp.zumodrive.com/

Level New

সব কিছুই ভালো,আমি ১বছরের মত ব্যাবহার করছি। তবে আপলোডের সময় নেট স্পিড একদম কমে যায়।

    ইচ্ছে করলে আপলোড স্পিড কমিয়ে দিতে পারেন Settings > Network-এ গিয়ে।