আপনার অনুমতি ছাড়া কেউ ইউএসবি দিয়ে কম্পিউটার থেকে কিছু কপি করতে পারবে না

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

টিউনের টাইটেলটি দেখে কি অবাক হয়েছেন? অবাক হওয়ার কিছুই নেই। এখন আপনি আপনার কম্পিউটারের/ল্যাপটপের ইউএসবি লক করে রাখতে পারবেন। তাও আবার কোন ধরনের সফটওয়্যার ছাড়াই। নিজস্ব কম্পিউটারের প্রাইভেসির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ আপনার কম্পিউটারের পার্সোনাল ফাইল আপনার অনুমতি ব্যতীত অন্য কেউ কপি করে নিয়ে গেলে কি ধরনের ক্ষতি হতে পারে তা একমাত্র আপনি-ই উপলব্ধি করতে পারবেন।

এই ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনি আপনার কম্পিউটারের ইউএসপি পোর্ট লক করে রাখতে পারবেন। যার ফলে আপনার কম্পিউটারে কোন ইউএসবি ড্রাইভ লাগালে এটি শুধুমাত্র রিড অনলি মোডে চালু হবে। অর্থ্যাৎ উক্ত পেনড্রাইভ/মেমেরি কার্ডে শুধুমাত্র ফাইলগুলো দেখা যাবে কিন্তু কোন কিছু কপি করা যাবে না। অর্থ্যাৎ কেউ আপনার অনুপস্থিতে আপনার ব্যক্তিগত ফাইল কপি করতে পারবে না।

কিভাবে এটি কাজ করে?

এটি মাইক্রোসফট এর রেজিষ্ট্রি এডিট করার মাধ্যমে করা হয়। কিন্তু আপনাকে কোন কোড ব্যবহার করে রেজিষ্ট্রি এডিট করা লাগবে না। আমি আপনাদের সুবিধার জন্য ইতোমধ্যে দুইটি ফাইল তৈরি করে রেখেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজ করবে।

প্রথমে আমার দেওয়া ফাইল দুটি ডাউনলোড করুন।

ফোল্ডারটি অপেন করার জন্য আপনি দুইটি ফাইল দেখতে পারবেন। একটি নাম Disable USB Write এবং অপরটির নাম Enable USB Write। নিচের চিত্র লক্ষ্য করুন:

এখন Disable USB Write এ ক্লিক করে মার্জ করে দিন। এখন আপনার কম্পিউটারের কোন পেনড্রাইভ/মেমোরি লাগালে তা শুধুমাত্র দেখা যাবে। কিন্তু তার মধ্যে কোন ফাইল কপি করা যাবে না। এতে আপনার প্রাইভেসি রক্ষা হবে।

আবার যখন আপনার ইউএসবি তে কপি করার  প্রয়োজন হবে তখন Enable USB Write এ ক্লিক করুন। দেখবেন এখন আপনার কমিপউটারে কোন পেনড্রাইভ/মেমোরি কার্ড লাগালে তার মধ্যে ডেটা কপি করতে পারবেন।

আপনি যখন আপনার কম্পিউটার রেখে কোথায় যাবেন, জাষ্ট Disable USB Write ফাইলটি ক্লিক করে মার্জ করে দিন। আর অবশ্যই ফাইল দুটোকে কোন নিরাপদ ড্রাইভে রেখে দিবেন।

ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার সাথে যোগাযোগ করতে ই-মেইল করুন: [email protected]

লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে আমার অনলাইন খাতায়

Level 0

আমি ব্লগার মহসিন উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল একটা জিনিস দিলেন। থাংস।