Grammarly কি এবং কেন ব্যবহার করবেন Grammarly Free Tools

Grammarly সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, তারপরেও বলি Article writer ও Blogger দের Favorite tool এটি, এখন পর্যন্ত এদের ৪০ লাখ ব্যবহারকারী রয়েছে. আজকের টিউনের উদ্দেশ্য যারা এখনও এর সম্পর্কে জানেন না তাদের জানানো।
Grammarly কি?
আপনার নাম শুনে হয়তো এর কাজ কি তা বুঝে গেছেন। Grammarly হল এমন একটি সফটওয়্যার যা আমরাদের ইংরেজী লেখার Grammar চেক করে বলে দেয় যে কোথায় কোথায় ভুল হয়েছে এবং তার সাথে বলে দেয় যে এটা কীভাবে ঠিক করা সম্ভব।

কেন আমাদের Grammarly ব্যবহার করা উচিত?

আমাদের দৈনন্দিন অনেক কাজে ইংরেজী ব্যবহার করতে হয়। কিন্তু সমস্যা টা হলো আমরা বেশির ভাগ বাঙ্গালি ইংরেজী ভালো পারি না। এবং যারা কিছু কিছু পারে তাদের ভুলের সীমা নেই। বানানে ভুল,  Grammar এ ভুল আরো ইত্যাদি। আমরা বেশির ভাগ মানুষ Facebook ব্যবহার করি। ফেসবুকে Status লিখার ক্ষেত্রে বানান এবং Grammar ভুল এর ফলে সহ্য করতে হয় বুন্ধুদের  অপমান এবং বিভিন্ন কথা। ফ্রিলান্সারদের প্রতিদিন ক্লাইন্টদের সাথে কথা বলা এবং কাজের জন্য বিড করার প্রয়োজন হয়। কভার লেটারে ভুল হলে সেই কাজ পাওয়াটা কষ্টকর হয়ে যায়। আমারা আমাদের ইংরেজী ভুল সংশোধনের জন্য Grammarly ব্যবাহর করতে পারি।

Grammarly এর মাধ্যমে আমরা যা যা সুবিধা পাবঃ

  • বানান শুদ্ধ করতে সাহায্য করে।
  • গ্রামার চেক করে এবং ভুল সংশোধন করে।
  • শব্দের পারিভাষিক শব্দ সাজেষ্ট করে।
  • রি-রাইটিং এ সাহায্য করে।
  • চুরিকৃত লেখা বের করতে সাহায্য করে।

কিভাবে পাবেন?

Grammarly free এবং Premium ভার্সন দুটোই আছে। আমরা খুব সহজেই Grammarly এর ফ্রি ভার্সনটা ডাউনলোড করতে পারি। ফ্রি এর মধ্যেও দুইটি সফটওয়্যার আছে। একটি ওয়েব ব্রাউজারে ব্যবহারের জন্য এবং অন্যটি MS Office এ ব্যবহার করার জন্য। তাই ডাউনলোড করে নিয়ে এর দুর্বলতা দূর করুন।

  • Grammarly এর ওয়েবসাইট http://www.grammarly.com
  • ফ্রী সাইন আপ করুন।
  • ব্রাউজার এক্সটেন্সান ডাউনলোড করন এবং আপনার ব্রাউজার এ add করে নিন।

Level 1

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস