System Properties নিজের নাম, ছবি, নিজের তথ্য বা অন্য কিছু লিখুন খুব সহজে যারা পারেন না তাদের জন্য, আর যারা পারেন তারা ভুলেও এই টিউনটি পড়বেন না কি দরকার আছে শুধু শুধু সময় নষ্ট করার । আমরা My computer এর Properties দেখি Computer এর information জানার জন্য যেমন RAM কত ইত্যাদি। চাইলে সেখানে আপনার নিজের নাম নিজের তথ্য বা অন্য কিছু লিখতে পারেন এমনকি আপনার ছবিও। এই টিপসটি TimeBD থেকে নেওয়া।
আমি Sujit Krishna Kudnu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I like this Pages http://www.facebook.com/pages/Funny-world/209242465752883
আপনিকি আমার উপর ক্ষেপে এইরকম টাইটেল দিয়েছেন? আমাকে ভুলবুঝবেন না। আপনাকে নিরুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয়। প্রত্যেকটি টিউনই গুরুত্বপুর্ণ। আমি শুধু আমার কথা বলছিলাম যেটা সম্ভাবত উচিৎ হয়নি।