আশাকরি ভালো আছেন, সবাই এখন অনলাইনে কাজ করে থাকে বা নিজের ব্যবসা শুরু করে থাকে। শুরু করার সাথে সাথে মানুষ যে কারনে হতাশ হয়ে পরে তা হচ্ছে গ্রাহক পায়না পন্য বিক্রি করার জন্য। গ্রাহক পাওয়ার আগে আপনার মদ্ধে এবং আপনার পণ্যের মধ্যে এমন কিছু থাকা প্রয়োজন যা আপনার গ্রাহকের মন জিতে নিতে পারে।
মনে রাখবেন আপনার ব্যবসা ভালো রাখার জন্য ক্রেতাই একমাত্র পথ যদি আপনার ক্রেতা না থাকে তাহলে আপনি ব্যবসা কিভাবে করবেণ? কিন্তু তাই বলে ক্রেতাদের সাথে শুরু ব্যবসা করে যাবেন তা হবে না। অবশ্যই ক্রেতাদের সাথে বন্ধুত করতে হবে আপনাকে।
আমি আগেও বলেছি আন্তরিকতা থাকতে হবে আপনার মধ্যে। সত্য বাদিও থাকতে হবে এখন একটি প্রোডাক্ট বিক্রি করার জন্য একটি কাস্টমারকে মিথ্যা কথা বলে হয়তো একটি বিক্রি বারাতে পারবেন কিন্তু সেই কাস্টমার থেকে আর বিক্রি বারাতে পারবেন না। যদি আপনার ব্যবহার কাস্টমারের মনে থাকে তাহলেই সে আরেজনকে বলবে আপনাদের কথা। (অফ টপিকঃ ইদানীং অনলাইনে প্রোডাক্ট দেখানো হচ্ছে একরকম আর দেওয়া হচ্ছে অন্য রমন তাই কথাটি লিখলাম কেউ মনে আঘাত নিবেন না আশা করি), কাস্টমারকে বিবেচনা করার জন্য সময় দিন্, জোর করে অর্ডার করানোর কোন দরকার নেই।
লিখার আগে আমি কিছু ফেসবুক পেইজ চেক করেছিলাম সবার পেইজে রিভিউ বা মতামত ট্যাবটি নেই। তাই আপনি আপনার পেইজের শুরুতে রিভিউ ট্যাপটি একটি করে রাখুন যাতে আপনার ক্রেতা আপনাদের সার্ভিস বা পন্য নিয়ে রিভিউ করতে পারে। যদি আপনি তাদের সাথে ভালো করে ব্যবসা করেন তাহলে ভালো রিভিউ আসবে আর যদি খারাপ করে থাকেন তাহলে খারাপ রিভিউ আসবে, প্রয়োজন একটি সেল আশারপর আপনি নিজের তাকে রিভিউ দেওয়ার জন্য বলতে পারেন। কারন আপনার পেইজ রিভিউএর উপর আপনার বিক্রি নীরবর করে, রিভিউ ভালো আসবে সবাই আপনাদের বিশ্বাস করতে পারবেন।
আশাকরি আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি না লাগে এখানে টিউমেন্ট করবেন, ভালো লাগলেও টিউমেন্ট করবেন। এগিয়ে জান একটি একদিন চলে আসবে। ঘুছিয়ে না লিখতে পারায় আমি আন্তরিক ভাবে দুঃখিত।
আমি মোঃ রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।