ইউটুবের নতুন রুলস -চ্যানেল মনিটাইজ করতে হলে ১০০০ সাবসস্ক্রাইব amp ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে নতুনদের জন্য বাশ

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

অনেকেই মনেটাইজেশনের নতুন রুল নিয়ে কনফিউশনে আছেন। একটু ক্লিয়ার করার চেষ্টা করি - প্রতিটি অনলাইন প্লাটফর্মই যখন শুরু করে তখন অনেক ছাড় দেয়ে নিয়মের ক্ষেত্রে এবং মিনিমাম একটা কোয়ালিটি মেইনটেইন করে আর যখন মনে করে তাদের যথেষ্ট ইউজার/ওয়ার্কার হয়ে গেছে তখন তারা হাই কোয়ালিটির দিকে মনোযোগ দেয় এবং নতুনদের জন্য কঠিন কঠিন রুলস বানায় যাতে নতুন কেউ আসতে চাইলে একদম দক্ষ এবং উপযোগি হয়েই আসে! যেমন আপওয়ার্ক/ফিভার/ফ্রিল্যান্সার ইত্যাদি মার্কেটপ্লেস একসময় নতুন ইউজার খুজত এবং রেজিস্ট্রেশন করার জন্য এড দিত কিন্ত এখন নতুন একাউন্ট সহজে এপ্রুভই করে না এবং নতুনদের জন্য অনেক রুলস বানিয়ে রেখেছে!

ইউটিউবে আগে চ্যানেল শুরু করলেই মনেটাইজ অন করা যেত এবং কয়েকমাস আগে ১০ হাজার ভিউ এর শর্ত চালু করে কিন্ত অনেকেই ভিউ কিনে এই ১০ হাজার ভিউ পূর্ণ করত বা রিয়েল ভিউ না হয়ে ফেইক ভিউ দিয়ে সেটা করত। সম্প্রতি মনেটাইজ অন হওয়ার জন্য কঠিনতর শর্ত দিয়েছে তাহল - লাস্ট ১২ মাসে কমপক্ষে ৪ হাজার ঘন্টা(নট ভিউ) আপনার ভিডিও দেখা থাকতে হবে এবং কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে!

নতুনদের জন্য খুব খুবই কঠিন হয়ে গেছে ব্যপারটা কারন বেশিরভাগ নতুন চ্যানেলে প্রথম ১২ মাসে ভিউ ৪ হাজার ঘন্টা হলেও সাবস্ক্রাইবার ১০০০ হওয়া অনেক কঠিন হবে। নতুনদের জন্য ১০ হাজার ভিউ-ই কঠিন ছিল যা কোনভাবে ম্যানেজ করতে পারত কিন্ত এখন ভিউ এর কোন দাম নেই আপনার ভিডিও মানুষ কতক্ষন দেখেছে সেটিই হিসেবে আসবে 🙂
না বুঝলে ভিডিওটি দেখে নিনঃ

নতুন নতুন সব টিউন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।

Please subscribe my channel: https://goo.gl/bh42wa

আমি টেকটিউনসে নতুন তাই আমার টিউনে ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। ভুল হলে আপনারা মনে কিছু করবেন না। আমি আগামী টিউনগুলো ভাল করে লেখার জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আশা করি সাথেই থাকবেন। আর হ্যাঁ টেকটিউনসের সাথেই থাকবেন। ধন্যবাদ। ভাল থাকবেন।

আমি টেকটিউনসে নতুন তাই আমার টিউনে ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। ভুল হলে আপনারা মনে কিছু করবেন না। আমি আগামী টিউনগুলো ভাল করে লেখার জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আশা করি সাথেই থাকবেন। আর হ্যাঁ টেকটিউনসের সাথেই থাকবেন। ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 3

আমি দাইয়ান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া,আমি টেকটিউনসে আমার ইউটিউব ভিডিও ডিরেক্ট এড করতে পারতেছিনা। আপনি যেরকমটা করেছেন। কিভাবে করবো বললে ভালো হতো। Embed কোডটাও আছে।কিন্তু সেটা পেস্ট করলে ভিডিও হচ্ছে না