হেলো বন্ধুরা কেমন আছো। চারদিকে শীতের টুট ভালোই চলে। মজা করলাম।
আজকের টিউন কোনো সিরিয়াস টিউন নাহ। শেয়ার করবো বাংলাদেশের সকল সিম অপারেটর এর বন্ধ সিমের আপডেট অফার।
গ্রামিনফোন (Grameenphone/haramir phone)
বাংলাদেশের সবচেয়ে বড় এই অপারেটরটি বন্ধ সিমে তেমন বড় কোনো অফার আর দিচ্ছে নাহ। আগে অনেক বেশি ইন্টারনেট দিলেও এখন অনেকটা কৃপণতা দেখাচ্ছে।
বন্ধ সিমের আওতাভুক্ত আছে কিনাহ তা চেক করতেঃ BHK 017XXXXXXX” to 9999 তে মেসেজ করুন। ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেবে আপনার অফার।
বর্তমানে এই অপারেটর কলরেট বোনাস ছাড়া তেমন কোনো অফার দিচ্ছে নাহ। যদি কোনো মেগাবাইট অফার করে সেটা মেসেজে জানিয়ে দেওয়া হবে। কিভাবে একটিভ করতে হবে সেটা জানিয়ে দেওয়া হবে।
২৯ টাকা রিচার্জে বেস্ট কল রেট অফার বিস্তারিত
যেকোনো জিপি নাম্বারে আধা পয়সা/সেকেন্ডে (রাত ১২ টা থেকে – বিকাল ৫ টা)
অন্য অপারেটর এ ১ পয়সা প্রতি সেকেন্ড কল রেট ২৪ ঘণ্টা।
যদিও কোনো ইন্টারনেট অফার পেয়ে থাকেন তাহলে সেটা মেসেজ করে জানিয়ে দেওয়া হবে।
ব্যালেন্স চেক করতে *121*1*4# ডায়াল করুন।
আপনি বন্ধ সিমের অফার পাবেন কিনা টা চেক করতে আপনার নাম্বার লিখে মেসেজ করুন 4343 তেহ (যেকোনো বাংলালিংক নাম্বার থেকে)। মেসেজ করে আপনি কি বন্ধ সিমের আওতাভুক্ত কিনা টা জানানো হবে। সেই সাথে আপনার অফার অ জানানো হবে।
বাংলালিংক এ চলছে ইন্টারনেট অফার। মানে ৩৯ টাকা রিচার্জে ১ জিবি করে টোটাল ১২ জিবি ইন্টারনেট ব্যবহাররের সুযোগ।
39 taka recharge 12 gb data in Banglalink:
প্রথম ৩৯ টাকা রিচার্জে ১ জিবি ডাটা পাবেন। মেয়াদ ৭ দিন। তারপর আবার ৩৯ টাকা রিচার্জ করে এভাবে ১২ জিবি অ্যাক্টিভ করতে পারেন। এই অফার টি মোট ৯০ দিন পর্যন্ত উপভোগ করতে পারেন।
আপনার ইন্টারনেট এর ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *124*5#
Please subscribe my channel: https://youtube.com/techplusbd
রবি তে বন্ধ সিম চেক করতে A018XXXXXXXX and send to 8050
রবির বর্তমানে বন্ধ সিমে চলছে ২৯ টাকা / ১০০ টাকা রিচার্জে ১ বছর ইন্টারনেট ব্যবহারের সুযোগ। অফার শুনলে মাথা খারপ হওয়ার যো। তবে এখানেই শেষ নাহ। ২৯ টাকা রিচার্জে পাবেন ১ জিবি ডাটা। যার মেয়াদ ৭ দিন। আবার ১০০ টাকা রিচার্জে ২ জিবি ডাটা পাবেন। যার মেয়াদ অ সাত দিন। বাকি ৩০ দিনের মধ্যে আর ডাটা পাবেন নাহ। ৩০ দিন পর আবার ২৯ বা ১০০ টাকা রিচার্জ করলে আপনি ডাটা পাবেন। এভাবে ১২ মাস হিসাব করে ১২ জিবি বা ২৪ জিবি পাবেন। এখন প্রশ্ন হল এই অফার এর মেয়াদ ৭ দিন কেন? আবার রবি বলছে পুরো বছর ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এই বাটপারি ক্যান? আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম।
আপনার ইন্টারনেট এর মেয়াদ চেক করতে *8444*88# ডায়াল করুন।
এয়ারটেল এ বন্ধ সিম চেক করতে 016XXXXXXXX and send to 9000
এয়ারটেল এ ১৯ টাকা রিচার্জে পাচ্ছেন ২ জিবি ইন্টারনেট। তবে কাহিনি আছে। রিচার্জ করার পর পাবেন ৫১২ মেগাবাইট। বাকি ডাটা পাবেন রিচার্জের ৩০ দিন পর। এর মধ্যে আপনাকে ৩০ টাকা আপনার সিম থেকে খরচ করতে হবে। তবেই পাবেন বাকি ডাটা।
আপনার ইন্টারনেট এর মেয়াদ চেক করতে *8444*88# ডায়াল করুন।
টেলিটক এ বন্ধ সিম চেক করতে “015XXXXXXXX” send to 112 from any teletalk (free)
বন্ধ সিমে ৯ টাকা রিচার্জ পাচ্ছন ৯ জিবি! মাথা নষ্ট। দাঁড়ান এখানেও কাহিনী আছে। এই ডাটা রাত ১২ থেকে সকাল ৬ টা র সময় ব্যবহার করতে পারবেন। এইটা কোনো কথা? এই সময় আমি নেট দিয়া আমি কি করমু। সরকারি একটা অপারেটর থেকে এই অফার আশা করা যায় নাহ। আপনি ডাটা কমায়ে দেন তারপরও ২৪ ঘন্টা ব্যবহারের সুযোগ দিন। কি আর করা।
তারপরে আবার ৯ টাকা সব দোকানে রিচার্জ করে নাহ।
ব্যালেন্স চেক করতে *152# ডায়াল করুন।
নতুন নতুন সব টিউন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
Please subscribe my channel: https://youtube.com/techplusbd
আশা করি আপনার চাহিদা মিটাতে পেরেছি। না পারলেও চেষ্টা করেছি। কোনো ভুল হলে টিউমেন্ট করুন। ধন্যবাদ।
আমি দাইয়ান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।