মুখে যাই বলবেন তাই বাংলা লিখা হয়ে যাবে এখন বাংলাতে চ্যাট করুন আরও সহজে। যারা জানেন না তাদের জন্য। হ্যা এখন আর কিবোর্ড দিয়ে লিখে লিখে চ্যাট করতে হবেনা এই টিপ্সটি প্রয়োগ করে সহজেই চ্যাট করতে পারবেন আপনার পার্টনার এর সাথে বাংলাতে মুখে যাই বলবেন তাই মেসেঞ্জারে বাংলা লেখা হয়ে যাবে।
এটি ছোট একটি টিপস অনেকেই হয়ত জানেন এই টিপ্স টা যারা জানেন না তাদের জন্য টিউন করা চলুন দেখে নেয়া যাক
আপনাকে দুটি অ্যাপস ইনস্টল করতে হবে ১। রিদমিক কিবোর্ড আপডেট ভার্সন ২। গুগল এপ এই এপটি প্রায় সবার ফোনেই থাকে এই অ্যাপসটিকে প্লেস্টোর থেকে আপডেট করে নিতে হবে এর জন্য এখানে ক্লিক করে প্লেস্টোরে অ্যাপস টিতে যাবেন তারপর দেখবেন আপডেট করার বাটন আছে সেখানে ক্লিক করে আপডেট করে নিবেন। আর রিদমিক কিবোর্ড আশা করছি সবাই প্লেস্টোর থেকে ইনস্টল করে একটিব করে নিতে পারবেন এটা না দেখালেও চলবে।
গুগল অ্যাপস টা আপডেট করার পর অ্যাপস টাতে ডুকবেন।
ডানপাশে থাকা মেনু তে ক্লিক করুন।
এখানে সেটিংস এ ক্লি করুন
এখানে Voice এ ক্লিক করুন
এখানে Languages এ ক্লিক করুন
তারপর নিচের দিকে স্ক্রল করে দেখবেন বাংলা (বাংলাদেশ) আছে এটা সিলেক্ট করে Save এ ক্লিক করবেন
এবার আপনার ম্যাসেঞ্জারে বা যেখানে লিখবেন সেখানে যান, রিদমিক কিবোর্ড এর অভ্র টা সিলেক্ট করুন, তারপর এখানে ক্লিক করে ধরে রাখুন
এরকম আসবে Select input method এ ক্লিক করুন
তারপর Google voice typing টা সিলেক্ট করুন
দেখুন এরকম আসবে এখানে Tap to speak এ ক্লিক করে বাংলায় যা বলবেন তাই অটোমেটিক টাইপ হয়ে যাবে
আজ এ পর্যন্তই ভাল থাকবেন সবাই
আমি ট্রিক বিএন ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দূর মিয়া আপনার টাইটেল এর সাথে ত মিল নাই, বলছেন মেসেঞ্জারে চ্যাট করুন কিন্তু মেসেঞ্জারে ত এই ভাবে চ্যাট করা যায় না। এটা শুধু গুগোলে সার্চ করার জন্য।