সবাইকে আমার সালাম। কেমন আছেন আপনারা। আজ আমি জিমেইল কিছু টিপস দেওয়ার চেস্টা করবো যা আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে।
আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন , কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল (নিউজ লেটার ) পাঠাছে আপনাকে কেউ কোন একটি একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে , যা অনেক বিরক্তিকর 🙁 এখন আপনি কি করবে ? হ্যা আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই । কিভাবে করবেন তা নিম্নে দেওয়া হলঃ
এবার আর বিরক্তিকর মেইল অ্যাড্রেস আপনাকে আর বিরক্তি করতে পারবে না ।
আপনি আপনার জিমেইল একাউন্ট যখন ব্যবহার করেন , তখন দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড টা সাদা । আপনি ইচ্ছা করলেই এখানে অনেক সুন্দর সুন্দর থীম ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন তা নিন্মে দেওয়া হলঃ
আপনি ইচ্ছা করলে মাউস ছাড়া জিমেইল এর বিভিন্ন কাজ করতে পারেন , এখানে আমি আপনাদের কিছু সর্টকাট দিবো যা আপনাদের অনেক কাজে আসবে আশা করি। তবে এই সর্টকাট ব্যবহারের আগে আপনাকে একটু কাজ করতে হবে। কাজ করতে প্রথমে ডান কনায় , settings এ ক্লিক করতে হবে । settings এ ক্লিক করলে একটি পেজ আসবে সেখান থেকে জেনারেল অপশন জান এবং সেখানে কী-বোর্ড সর্টকাটে অন করে দিন । এবার নিচের সর্টকাট গুলো ব্যবহার করুনঃ
আশা করি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।
আর এইচ.এস.সি পরিক্ষাথি যারা আছেন তারা যদি রুটিন পেয়ে না থাকেন এখান থেকে ডাউনলোড করে নিন ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর এই টিপ্সের জন্য। বাজে ইমেইল আসা বন্ধের একটা সুন্দর টিপ্স পেলাম। ভাল থাকুন।