কাজের সাইট : বাংলাদেশী ওয়েব পোর্টাল?

অনেক দিন পর টিউন করছি তাও নিজের সাইটের রিভিউ। আমি ছোট্ট খাট্ট এখানা সাইট বানিয়েছি। তার কিছু অংশ কম্পিলিট করা হয়েছে।আজকের বিষয়বস্তু বাংলাদেশের ওয়েব পোর্টাল। আমি প্রয়োজনীয় সব ওয়েব সাইট এর ঠিকানা নিয়ে CLICK HERE এই পেজটি বানিয়েছি। এখানে আপনারা  বাংলাদেশী চাকুরীর খবর, খেলাধুলা, বাংলা টিভি, বাংলাদেশের সরকারী সাইট, বন্ধুত্ব, রাজনীতি, শেয়ার বাজার, হাসপাতাল, ফোন কার্ড, যাবতীয় তথ্য, অনলাইনে কেনাকাঁটা, মোবাইল এবং টেলিকম, কিডস ও টিনেজারস, এন জি ও , ব্যাংক, ইন্স্যুরেন্স, বাংলাদেশী হোটেল, ডোমেইন এবং আইটি, সকল ইউনিভার্সিটি, কনসালটেন্ট কোম্পানী, বাংলাদেশী সকল এয়ারলাইন্স , অনলাইন ওয়েব টিউটেরিয়াল, বাংলাদেশের তথ্য, বাংলাদেশ ভ্রমন,  বিশ্বের চাকুরীর খবর, বাংলাদেশের জরুরী ফোন নাম্বার, ইন্টারন্যাশনাল ডায়ালিং কোড,  টপ বাংলাদেশ সাইট, বই এবং লাইব্রেরী, ওয়েব ডেভলপার, ইসলামিক সাইট, চাকুরী প্রয়োজনীয় সব লিংক পাবেন ?

ইংরেজিতে :

bangladeshi portals

বাংলায় :

bangladeshi Web portals in bangla

Level 0

আমি earnintips24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঢুকলাম দেখি কেমন লাগে……………….

    তবে ইংরেজিটাই ভিজিট করেন ?

এক সাথে অনেক কিছু ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ

দারুন

ধন্যবাদ

সত্যিই কাজের জিনিস, একেবারে নিখুত ওয়েব পোর্টাল। ধন্যবাদ।

Level 0

ভাল লাগেেলা

অপরের কাজ চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া এটা অত্যন্ত খারাপ কাজ। আপনি যে আপনি আমার সাইট থেকে সব ক্যাটাগরির লিংক গুলো কপি করে এখানে মেরে দিছেন। আবার কিছু কিছু জায়গায় চালাকী করে লিংকগুলো উপর নীচু করে দিয়েছেন তাতে উল্লেখ করেন নাই কেন ? যে লিংক গুলো আমার ওয়েবসাইট থেকে নিয়েছেন কপি মারছেন? ২০০৫ সাল থেকে আমি এই সাইট টি প্রথম সাব ডোমেইন হিসেবে ব্যবহার করে আসছি। ২০০৮ সালে http://www.abohomanbangla.com নামে শুরু করেছি।

আমার সকল ক্যাটাগরিতে কিছু প্রমান রেখে কাজ করেছি। প্রায় সবগুলো ক্যাটাগরিতে আমার নিজের করা প্রায় ১৫০ টি ওয়েব সাইট এর এড্ডেস আছে। যে গুলো আপনি গুগল এ সার্চ দিলেও বাহির করতে পারবেন না। যা আমি আমার সব ক্যাটাগরীতে এড করে দিয়েছি। দয়া করে সকল লিংক গুলোর লিং আমার ওয়েব লিং হুব হুব এড করে দেন। যাতে করে কেহ ক্লিক করা মাত্র আমার পেইজ থেকে লিং গুলো পায়। আর না হয় আপনার পোর্টাল লিং টা মুছে দেন।

    Level 0

    @বাশার রনি: কিছু মনে করেন না, বাংলাদেশের সব সাইট গুলোই তো একই নামে তাই না, যেমন কেউ টিটি কে টেকনলজি ব্লগে ক্যাটাগরিতে স্থান দেয় আর যদি আপনারো দেওয়া থাকে তাহলে কি এটাকেও চরি বলবেন। আমার মনে হয় এটা বলা ঠিক না কারন। আর্টিকেল চরি করে যদি প্রকাশ করা হয় তাহলে সেটা চুরি। টিটি এড্রেস কিন্তু একটা, আর আমার দেখা মতে ইন্টার নেটে এরকম পোর্টাল অনন্ত ২০টা আছে তখন কি করবেন।

আমার সাইট হুব হুব কপি করেও আপনি বলছেন এটা কপি না। আমি বুঝতেছিনা আপনি আমার সাইটের টেবল এবং বর্ডার কালার পর্যন্ত পরিবর্তন করেন নাই হুব হুব দিয়া দিছেন।
আপনাকে শুধু একটা উদাহরন দেখাই এক ভাই আমার সাইট হুব হুব নকল করেছিল পরে আমাকে মেইল করেছে। আমি ওনাকে যে ভাবে বলেদিছি ওনি সেইভাবে ওনার সাইটে আমার সাইট এর লিং গুলো হুব হুব রেখে দিয়েছে। তবে সবগুলো লিংই আমার সাইটের। প্রমান সরুপ দিলাম দেখেন http://drsalimalmamun.wordpress.com/ এখন আপনার কাছে একটা রিকোয়েষ্ট আপনি ওনার মতো করে সাইটি আপডেট করেন আর না হয় ভিতরের লিংগুলো আমার সাইটের লিং এড করে দেন। যাতে করে যে কেহ লিং এ ক্লিক করার পর আমার সাইট থেকে ডাটা গুলো ওপেন হবে।