ড্রাইভ হাইড করার সহজ একটি পদ্ধতি

ধরুন, একটি ড্রাইভে আপনার অনেক গুরুত্বপূর্ণ ডাটা আছে যা আপনি কাউকে দেখাতে চান না। এমতবস্থায় আপনি কি করেন? হয়তোবা সংশ্লিষ্ট ফোল্ডারটি হিডেন করে রাখেন। কিন্তু তাতেও কি আপনি নিরাপদ বোধ করেন? আপনি নিরাপত্তার জন্য চাইলে পুরো ড্রাইভটিকেই তো লুকিয়ে ফেলতে পারেন।

খুবই সহজ এই কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • Start>Run>diskpart লিখে Enter চাপুন
  • নিচের ছবির মত উইন্ডো খুলবে

hidriv1.PNG

  • এবার লিখুন List Volume এবং Enter দিন
  • আপনার হার্ডডিস্কের ড্রাইভগুলোর তথ্য দেখতে পাবেন

hidriv2.PNG

  • মনে করুন, আপনি H ড্রাইভটি Hide করতে চান। H ড্রাইভের Volume no. হচ্ছে 6 । সেক্ষেত্রে Select Volume 6 লিখে Enter চাপুন
  • এরপর আবার Remove Letter H লিখে Enter চাপুন

hidriv3.PNG

  • এবার My Computer এ গিয়ে দেখুন ড্রাইভটি গায়েব!
  • পুনরায় ড্রাইভটি Visible করার জন্য শুধুমাত্র Assign Letter H লিখে Enter চাপুন

hidriv4.PNG
এখন My Computer এ গেলে দেখবেন ড্রাইভটি আবার চলে এসেছে। একই পদ্ধতি অনুসরণ করে একাধিক ড্রাইভকেও লুকিয়ে রাখা যাবে।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ড্রাইভ লুকিয়ে রাখার খুব একটা প্রয়োজন হয় না।তবু ও ভবিষত্যে কখনও যদি প্রয়োজন হয় নিয়মতো জানা থাকলই।

দারুন! আমি এইরকমই একটা টিপস খুঁজছিলাম যাতে কোন থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার না করেই ড্রাইভ হাইড করা যায়। ফাইভ স্টার…

ফাটাফাটি টিউন….!!!!

Level 0

টিউনটা আসোলেই কাজের।

অনেক ধন্যবাদ। খুব চমৎকার একটি বিষয় শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ সুন্দর একটি টিপসের জন্য।

অািম ভাব েতই পাির িন েয ড্রাইভ হাইড করা এত সহজ। ধন্যবাদ ভাই এত সুন্দর এক িট িটপেসর জন্য। অামার মত স্বপ্ন িবহীন েদর নতুন নতুন টিপক িদ েয় উপকার ক ের যান।

Level 0

Thank U man ……….It’s Totally Rocking

Excellent!!!!!!!!!!!……………Josh hoise Tuneta…………..Many Thanks for sharing with us. Keep in touch with Techtunes

Level 0

ধন্যবাদ, টিউনটা পরে এবং করে বেশ মজা পেলাম

Level 0

help pleeeeez. vai amar D draiv hidd holo kento visible hocche na. assign letter D te enter chaple ( cannot reassing the drive letter on a system, boot or pagefile volume .) show kore

Level 0

methon vai amar montobbo kothai gelo????????

জোসসসসসস….. টিউন. ধন্যবাদ

খুব ভাল তথ্য পাোয়া গেল। অনেক ধন্যবাদ। অনেক কাজে আসবে।

Level 0

Very good tune. Thank u so much.

আমি C ড্রাইভ Hide করতে চাই। এতে কোন সফওয়্যারের কোন সমস্যা হবে? এরকম আমি পূ্র্বে সি ড্রাইভ হাইট করে আমি সমস্যায় পড়লাম। তাই আমার পি.সি কে পুনঃরায় ফরমেট করতে হলো।

Level 0

ফাটাফাটি

ভাই এইটা বাদে আর কোন সহজ পদ্ধতি আছে কি ?

অসম্ভব রকমের চমতকার একটি টিউন। থ্যাংকস এ লট।

Level 0

সুন্দর!!!!
ধন্যবাদ, িমথুন ভাই।

Level 0

vaia onek boro 1ta upokar korlen aj k.sai jonno apnak onek onek tnx…..r o kicu thakle bolben plz…waite korci…

Level 0

Baya apna ke onek thank’s

Level 0

thank you vai….aro valo tune chai…..kobe ashbe?

Level 0

awesome brother very good tunes.