ধরুন, একটি ড্রাইভে আপনার অনেক গুরুত্বপূর্ণ ডাটা আছে যা আপনি কাউকে দেখাতে চান না। এমতবস্থায় আপনি কি করেন? হয়তোবা সংশ্লিষ্ট ফোল্ডারটি হিডেন করে রাখেন। কিন্তু তাতেও কি আপনি নিরাপদ বোধ করেন? আপনি নিরাপত্তার জন্য চাইলে পুরো ড্রাইভটিকেই তো লুকিয়ে ফেলতে পারেন।
খুবই সহজ এই কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
এখন My Computer এ গেলে দেখবেন ড্রাইভটি আবার চলে এসেছে। একই পদ্ধতি অনুসরণ করে একাধিক ড্রাইভকেও লুকিয়ে রাখা যাবে।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন! আমি এইরকমই একটা টিপস খুঁজছিলাম যাতে কোন থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার না করেই ড্রাইভ হাইড করা যায়। ফাইভ স্টার…
অািম ভাব েতই পাির িন েয ড্রাইভ হাইড করা এত সহজ। ধন্যবাদ ভাই এত সুন্দর এক িট িটপেসর জন্য। অামার মত স্বপ্ন িবহীন েদর নতুন নতুন টিপক িদ েয় উপকার ক ের যান।
Excellent!!!!!!!!!!!……………Josh hoise Tuneta…………..Many Thanks for sharing with us. Keep in touch with Techtunes
help pleeeeez. vai amar D draiv hidd holo kento visible hocche na. assign letter D te enter chaple ( cannot reassing the drive letter on a system, boot or pagefile volume .) show kore
আমি C ড্রাইভ Hide করতে চাই। এতে কোন সফওয়্যারের কোন সমস্যা হবে? এরকম আমি পূ্র্বে সি ড্রাইভ হাইট করে আমি সমস্যায় পড়লাম। তাই আমার পি.সি কে পুনঃরায় ফরমেট করতে হলো।
ড্রাইভ লুকিয়ে রাখার খুব একটা প্রয়োজন হয় না।তবু ও ভবিষত্যে কখনও যদি প্রয়োজন হয় নিয়মতো জানা থাকলই।