ফায়ারফক্স এর কিছু add-ons এবং থিম।

কেমন আছেন সবাই? সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই সৃষ্টিকর্তার অষেশ রহমতে ভালই আছেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, জনপ্রিয় ব্রাউজার Firefox  Bundle এর কিছু প্লাগইনস। এক নজরে দেখে নিন কি কি  থাকছে এই Bundle এর ভিতরে।

প্রথমে কোন কথা না বলেই নিচ থেকে ডাউনলোড করে নিন। তার পরে এর সম্পর্কে সামান্য ধারনা দেবো।

part-1 (5MB)

part-2 (5mb)

part-3 (5mb)

part-4 (5mb)

part-5 (5mb)

ডাউনলোড করা শেষ হলে ফাইলগুলো extract করুন আপনার পছন্দ মত স্থানে (অবশ্য local disc C এর ভিতরেই করলে ভালো হয়)। তার পর সর্ব প্রথমে  FEBE{6.3.3.2}.xpi  করুন, তাহলে পরবর্তীতে বাকি গুলো একবারে কয়েক ক্লিকেই ইনস্টল করতে পারবেন। ইনস্টল করবেন যেভাবে,

প্রথমে Firefox ওপেন করে File এর ভিতরে open file এ ক্লিক করুন।

তারপর যেখানে extract করেছেন সেখান থেকে FEBE{6.3.3.2}.xpi সিলেক্ট করে ওপেন করুন নিচের মতই করে..

এর পর install naw এ ক্লিক করুন।

তার পর restart firefox ক্লিক করুন।

এর পর বাকি গুলো ইনস্টল করতে এ Firefox ওপেন করুন নিচের মতই..


তারপর এখান থেকে restoreextensions এ ক্লিক করে আপনি যেখানে extract সেখান থেকে সবগুলোই সিরেক্ট করে ওপেন করুন। তার পর  install এ ক্লিক করুন, Firefox restart চাইলে restart দিন।

তারপর এখান থেকে restorethemes এ ক্লিক করে আপনি যেখানে extract সেখান থেকে সবগুলোই সিরেক্ট করে ওপেন করুন।

তার পর  install এ ক্লিক করুন। Firefox restart চাইলে restart দিন। আপনার কাজ শেষ। এবার আপনি tools থেকে add-ons

এ যেয়ে দেখবেন অনেকগুলো themes ও পেয়েছেন। আর কি লিখব বাকি ব্যবহারটা আর মনে হয় বলে দিতে হবে না। তবে একটা কথাই বলব কোন ভূল হলে ক্ষমা করতে ভূলবেন না।­ সবাই ভালো থাকবেন।

Level 0

আমি ফিরোজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন। 🙂

চমৎকার টিউন

Level 0

thank you.

ধন্যবাদ

স্কেপ এ্যাড দিলে ছবি আসে