কেমন আছেন সবাই? সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই সৃষ্টিকর্তার অষেশ রহমতে ভালই আছেন।
আগে বরে নিচ্ছ কারো ভালো না লাগলে বলবেন বলবেন আমি post টি ডিলেট করে দেব তবে বাজে মন্তব্য করবেন না।
এবার কাজের কথায় আসি। আপনারা সবাই হয়তো জানেন কোন কিছু ডিলেট কররে সেটি recycle bin এ যেয়ে জমা হয়। আর এ জন্য বার বার Desktop এ যেয়ে Empty recycle bin এ ক্লিক করতে হয়। আমনি ইচ্ছা করলে যেকোন ড্রাইভ এর ভিতরে থেকেও Desktop না যেয়ে ও খানাএ মাউস এর রাইট বাটন ক্লিক করে recycle bin থেকে সব কিছু ডিলেট করতে পারবেন। যে কোন জায়গায় রাইট বাটন ক্লিক করলে নিচের মতই দেথত পাবেন।
এখান থেকেই Empty recycle bin এ ক্লিক কররে আপনার recycle bin ক্লিক করলেই হয়ে যাবে।
ডাউনলোড করুন নিচ থেকে
ডাউনলোড করে ডাবল ক্লিক করে ওকে করলেই হয়ে যাবে!!
সবাই ভালো থাকবেন আর কি দেখবেন কে কতটা বেশী করে বাজে কমান্ড করতে পারেন। ভালো থাকবেন।
আমি ফিরোজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খারাপ না ।