IDM error 0x80040415 এর সাথে অনেকেই পরিচিত।যেকোন ওয়েব পেইজ বা ডাউনলোড লিঙ্ক ওপেন করলেই এই এরর মেসেজের ডায়লগ বক্সটি বেশ কবার করে ওপেন হয় , যা খুবই বিরক্তিকর । ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)ব্যাবহার করার পর কোন কারনে সেটা আনস্টল করা হলে এ ধরনের এরর মেসেজ দিখা যেতে পারে।এই ছবিটি একটু লক্ষ্য করুন, এরর মেসেজের ডায়লগ বক্সটি দেখতে এমন হবে কেবল পার্থক্য হল এটা Error 0x80040415 ।
এর থেকে মুক্তি পেতে হলে যা করতে হবে-
--------------------------------------------
১।ব্রাউজার থেকে IDM add-ons টি আনস্টল করে দিন ।
এ ক্ষেত্রে Tools -> Add-ons এ গিয়ে IDM এর Add-ons টি সিলেক্ট করে সেটি আনস্টল করে দিতে হবে।
যদি এটি করেও কাজ না হয় তবে IDM software টি আবার ডাউনলোড করুন,তারপর সেটি আনস্টল করে দিন।
এক্ষেত্রে কাজ হয়ে যাবে।
নোটঃযেকোন সফটওয়ার আনস্টল করার জন্য Start বাটন->Control Pannel -> Programs ->Programs and Features থেকে প্রোগ্রামটি সিলেক্ট করে Uninstall বাটনে ক্লিক করুন।
আমি Zobayeda। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমারটায় একটা সমস্যা হয়। আমি যখন টিটি ব্রাউজ করি তখন এটা হয়। favicon.ico.gzip ফাইলটা বার বার ডাউনলোড হয়। সাহায্য করুন।