মূলত digital marketing এ ক্যারিয়ার গড়ার জন্য সবার আগে প্রয়োজন আপনার গভীর ইচ্ছা শক্তি। সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত, পৃথিবীর ৭৪% মানুষ ইন্টারনেট করে। এটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার সাথে সাথে বাড়ছে ডিজিটাল মার্কেটিং এর চাকরির বাজার। বিভিন্ন কোম্পানি এরি মধ্যে তাদের টিভি কমার্শিয়াল ও খবরের কাগজের বিজ্ঞাপণের বাজেট কমিয়ে এনেছে এবং ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টে বাজেট বাড়িয়েছে। যেমন পেপসি ২০১৫ সালে টিভি বিজ্ঞাপণের পিছে খরচ করেছিল ১.৪ মিলিয়ন ডলার এবং ২০১৬ সালে ১.১ মিলিয়ন ডলার খরচ করেছে ডিজিটাল মার্কেটিং এর পিছে এবং শুধু.৫ মিলিয়ন ডলার ব্যবহার করেছে টিভি বিজ্ঞাপণের পিছে।
ডিজিটাল মার্কেটিং এর ভেতরে কয়েক প্রকার মার্কেটিং রয়েছে। এসব মার্কেটিং মূলত দু প্রকার যথা ঃ ১. ইন বাউন্ড মার্কেটিং (unpaid) ২. আউট বাউন্ড মার্কেটিং (paid).
কিছু ইন বাউন্ড মার্কেটিং হচ্ছে ঃ এসিও, কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি।
কিছু আউট বাউন্ড মার্কেটিং হচ্ছে ঃ সার্চ মার্কেটিং, ডিসপ্লে মার্কেটিং, ভিডিও মার্কেটিং ইত্যাদি।
গুগলের কিছু ফ্রী কোর্স রয়েছে যা আপনি পাবেন এই উয়ারেলে https://learndigital.withgoogle.com/digitalunlocked/। এই বিষয়ক কিছু কোর্স করে আপনি কিছুদিনের মধ্যেই একজন ভালো ডিজিটাল মার্কেটের হয়ে যেতে পারেন এবং অর্থ উপার্জন শুরু করতে পারেন।
এই সব বিষয়ে আমরা প্রায়েই আমাদের ওয়েবসাইটে টিউন দিয়ে থাকি যা আপনি পাবেনঃ http://www.roopokar.com/ এবং http://wavesuite.biz/
এছাড়াও আপনি সফটওয়্যার মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনার বিভিন্ন আর্টিকেল পাবেন আমাদের ওয়েবসাইটে।
আমি আহমেদ মুরাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার এই টিউনটি ‘টেকটিউনস স্পন্সরড টিউন’ হিসেবে প্রোমট করুন টেকটিউনস এর সুবিশাল ৪ কোটি+ কমিউনিটিতে এবং ৩০০% এরও বেশি রেসপন্স পান। টেকটিউনস স্পন্সরড টিউন কিনতে ক্লিক করুন এখানে।