ভাল হোস্টিং সার্ভার চিনার উপায়।

আজ আমি কিছু important বিষয় শেয়ার করব।

1.        সার্ভার কত কোররে সেটা দেখবেন। যেমন 6 core(cpus) or 16 core (cpus)
এর সুবিধাঃ সার্ভার যত কোর হবে তার লোড তত ভাল হবে।এবং তার ব্যাকআপ সিস্টেম তত ভাল হবে। সার্ভার ডাউন হওয়ার possibility কম।

2.        ব্যাকআপ সার্ভার কয়টা। এবং ব্যাকআপ সিস্টেম কেমন। যেমন- কেউ কেউ বলতে পারে তাদের ব্যাকআপ সিস্টেম Redax system এ হয়। বলে রাখি এই সিস্টেমে একটি সার্ভারের 2nd hard desk এ file ব্যাকআপ রাখে। এই সিস্টেমে সার্ভার  একটি থাকে। যদি সার্ভার কোন কারনে  crash  হয় তাহলে সাইট ডাউন হবে। আর যদি extra সার্ভার থাকে তাহলে এই সার্ভার ডাউন হলেও সাইট চালু থাকবে। তাই শুনে নিবেন ব্যাকআপ কি একিই সার্ভার এ হয় নাকি অন্য কোন সার্ভার  আছে।

3.        সার্ভার লোডঃ এইটা অবশ্য হোস্টং না নিলে বুঝতে পারবেন না। কারন আমাদের দেশের বেশির ভাগ বলতে পারে না। ৬ কোরের(cpus)  সার্ভার লোড .৬৯% থাকে। আর ১৬ তে ২.৫৮% আরো ভাল সার্ভার হলে এর বেশি থাকি।  তবে ১৬ তে খুব ভাল সাইট চালানো যাই। একটা কথা বলে রাখি এই ধরনের সার্ভারের হোস্টিং প্রাইস বেশি। আমার মতে যারা নির্ভেজাল হোস্টিং ব্যবহার করতে চান। তারা এই ধরনের সার্ভার ব্যবহার করুন।

4.        Extra লোডঃ  সার্ভারের extra লোড নিয়ার জন্য অন্য কোন সার্ভার আছে কিনা। বা লোড ব্যাকআপ সার্ভার কয়টা। অনেক company ব্যাকআপ সার্ভারেই এই system টা দেয়। সেই ক্ষেত্রে ব্যাকআপ সার্ভার ৪টা হলে ভাল।

5.        আপটাইম গ্যারেন্টিঃ আপটাইম গ্যারেন্টি কত %। ১০০% গ্যারেন্টির সার্ভার সবচাইতে ভাল। আমরা অনেকেই  মনে করি ৯৯.৯৯% বাকি ১% এ কিছু হবেনা। কিন্তু এই ১% এই অনেক কিছু নির্ভর করে। যেইটা অনেকই দিতে পারেনা। যারা ১০০% গ্যারেন্টি দেয়, তাদের সার্ভার ডাউন হওয়ার possibility বলা যায় একেবারেই নাই।

আজ এই পর্যন্ত। বাংলা ভাল লিখতে পারিনা।অনেক কষ্ট হলো। অন্য একদিন সরকারি সার্ভার down হওয়ার কারন লিখব।

আশা করি আমার চাইতে অনেক ভাল কেউ বলতে পারবেন।

হোস্টিং সম্পর্কিতযেকোন সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন এই ইমেলে।আশা করি সমাধান দিতে পারব
[email protected]

Level 0

আমি আমার জগৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice information but u can add example.

    ধন্যবাদ। উদাহরন দিবো।

    এই টা শুধু আপনার জন্য

    আপটাইম গ্যারেন্টিঃ আপটাইম গ্যারেন্টি কত %। ১০০% গ্যারেন্টির সার্ভার সবচাইতে ভাল। আমরা অনেকেই মনে করি ৯৯.৯৯% বাকি ১% এ কিছু হবেনা। কিন্তু এই ১% এই অনেক কিছু নির্ভর করে। যেইটা অনেকই দিতে পারেনা। যারা ১০০% গ্যারেন্টি দেয়, তাদের সার্ভার ডাউন হওয়ার possibility বলা যায় একেবারেই নাই।

    আমার জানা মতে বাংলাদেশে আপটাইম গ্যারান্টি ১০০% দেয় এমন একটি কোম্পানী হল http://www.abhworld.com । ওরা ১৬ কোরের সার্ভারে হোস্টিং দেয়। প্রাইস একটু বেশি, কিন্তু সার্ভিস ভালো…………

সাভার আনেক কিছু যানা হলো।THANKS

এই ধরনের টিউন আর ও চাই ।ধন্যবাদ।

    জি ভাই। অব্যশই করব। বাংলাদেশের হোস্টিং কোম্পানি গুলার যেই অবস্তা। তাতে না করে উপায় না।

Level 0

thank you for your good information, i want more because i am web developer…………>

    বাংলাদেশি web developer দের একটা বড় সমস্যা তারা অল্প টাকায় ভাল জিনিস পেতে চাই। আর বার বার ধরা খায়।

thanks

Level 0

বার বার ধরা না খাওয়ার জন্যই তো আপনাকে বিস্তারিত ভাবে টিউন করতে অনুরোধ করছি।

    ধন্যবাদ আপনাকে। আজিই লিখতাম কিন্তু আমার মাউস টা ভাই হারায় গেছে আজ বিকালে। তাই পরে লিখব। পরবর্তী বিষয় সরকারি সার্ভার ডাউন এর উপর।

    আমার জানা মতে বাংলাদেশে আপটাইম গ্যারান্টি ১০০% দেয় এমন একটি কোম্পানী হল http://www.abhworld.com । ওরা ১৬ কোরের সার্ভারে হোস্টিং দেয়। প্রাইস একটু বেশি, কিন্তু সার্ভিস ভালো……….

    হোস্টিং সম্পর্কিত যেকোন সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন এই ইমেলে।আশা করি সমাধান দিতে পারব
    [email protected]

ধন্যবাদ না দিয়ে চলে যেতে পারলাম না। ধন্যবাদ………………………………………………………………………………………. চলবে…………..

ভাই, সালাম, আমার ডোমেইন এবং হোস্টিং কিনতে চাই। কিন্তু ফাইল আপলোড করতে পারি নাই।
বিস্তারিত জানতে আমাকে ইমেইল করেঃ [email protected]

ভাল তথ্য শেয়ার করলেন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ ভাল লাগল…

    ধন্যবাদ।
    হোস্টিং সম্পর্কিতযেকোন সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন এই ইমেলে।আশা করি সমাধান দিতে পারব
    [email protected]