আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উইন্ডোজ সেভেন ইউজ করতে চান।কিন্তু আরেকদিকে দ্দেখা যায় যে আমরা এক্সপিটাকেও ছাড়তে পারিনা।আবার অনেকের এরকমও হয়ে থাকে যে উইন সেভেন সেভেন চালাতে যে রকম সিস্টেম রিকুয়ারমেন্ট দরকার তা নেই।তাই আসুন আমরা এক্সপির ইউজ করেই উইন সেভেন এর মজা নেই। এই লিঙ্কে গুতা মারলেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। তাই আসুন আমরা সবাই এই লিঙ্কে গুতা মারি
আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/
উইন্ডোজ সেভেন এর উপর আমার আগ্রহের কমতি নেই,কিন্তু আপনি যেভাবে বললেন এভাবে লিঙ্কে গুতা মেরে লাভ হচ্ছে না । এখন কী করা যায়।