Windows 7 এ পারলে Windows XP তে কেন পারবেন না! অবশ্যই পারবেন।

কেমন আছেন সবাই? সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই সৃষ্টিকর্তার অষেশ রহমতে ভালই আছেন। এটি আমার তৃতীয় টিউন, তাই প্রথমেই বলছি কোন ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো Everything নামক সফওয়ার টি।

আপনারা অবশ্যই জানেন windows 7 এ কোন কিছ সার্চ করতে হলে সেটি লিখলেই দ্রুত পাওয়া যায়। আপনি চাইলে windows XP তেও এই সুযোগটি নিতে পারবেন এবং এটি কাজ করবে windows 7 এর সার্চ ইন্জিনের থেকেও অনেক গুন বেশী, এমনকি কোন ফাইল হিডেন করা থাকলেও সেটি আপনি সার্চ করে খুজে পাবেন। কি বিশ্বাস হচ্ছে না? না হলে পরীক্ষা করে দেখতে পারেন। এটির সাইজ খুবই অল্প।

ডাউনলোডের পর ইনস্টল করুন অন্য সব সফটওয়ার এর মতই। ইনস্টল শেষ হলে আপনাকে রেজিস্টেসন করার কোন দরকার নেই,কারন এটি একটি ফ্রিওয়ার।

সিস্টেম ট্রে থেকে ডাবল ক্লিক করে ওপেন  করুন।এবার লিখুন আপনার কাংখিত ফাইলটি এবং লেখার সাথে সাথেই পেয়ে যাবেন রেজাল্ট।

ডাউনলোড করুন নিচে থেকে।

Download

আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।

Level 0

আমি ফিরোজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

7 ইউজারদেরও কাজে লাগবে। কি বলেন?…:)

জটিল হইছে ,চালিয়ে জান

Level 0

দারুন তো !

আপনার টিউনের টাইটেলের সাথে টিউনের কোন মিল নেই। আশা করি পরবর্তি টিউনগুলোতে এই সমস্যা রাখবেন না।

টিউনটি ভাল লাগল। ধন্যবাদ।

google desktop ইন্সটল করলে আরও তাড়াতাড়ি search করতে পারে।এটি computer থেকে যেকোন ফাইল খূজতে o.2-0.5 sec লাগে।এটা আপনার কম্পিউটার কে server হিসেবে ধরে সার্চ করে।

    Level 0

    আমিও তাই মনে করি ।

    Level 0

    হমমম ধন্যবাদ ।

ধন্যবাদ ফিরোজ ভাই টিউনের জন্য। আপনার মনেহয় windows 7 এর উপর ভাল ধারণা আছে। আমি windows 7 এর স্টাট মেনুটা windows XP মতো একটা লাইনে দেখতে চাই- এইটা কি সম্ভব? দয়া করে জানালে উপকৃত হবো।

    না ভাইয়া আমার windows 7 এর উপর তেমন কোন ধারনা নেই। জানলে অবশ্যই আপনাকে জানাবো।

আমার মন্তব্যটি কেন মুছে দিলেন………..!!!???

http://www.microsoft.com/windows/products/winfamily/desktopsearch/choose/windowssearch4.mspx?tab=Install%20It
উপরের লিংক থেকে মাইক্রোসফট এর অরিজিনাল Windows Search 4.0 For Windows XP সংগ্রহ করতে পারেন। এটি windows 7 Search এর মত কাজ করবে।

দারুণ একটা জিনিস শেয়ার করলেন ভাই, এটা অনেকটা google desktop এর মত, কিন্তু ঐটা আমি set up korte পারিনি, তবে এটা দারুণ কাজ করছে। অনেক ধন্যবাদ

এই সফটটা আমি অনেক আগে থেকে ব্যবহার করছি।অনেক কাজের সফটওয়্যার ।

এটা আমার কাছেও আছে। সমস্যা হলো, এতে ফিল্টারিং করা যাচ্ছে না। যেমন আমি চাচ্ছি হিডেন ফাইল/ফোল্ডার দেখাবে না। কিন্তু দেখাচ্ছে।

ধন্যবাদ

খুশী লাগছে। ধইন্যবাদ ভাই।

ধারুন জিনিস শেয়ার করলেন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

কাজের জিনিস,ধন্যবাদ