কেমন আছেন সবাই? সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই সৃষ্টিকর্তার অষেশ রহমতে ভালই আছেন। এটি আমার তৃতীয় টিউন, তাই প্রথমেই বলছি কোন ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো Everything নামক সফওয়ার টি।
আপনারা অবশ্যই জানেন windows 7 এ কোন কিছ সার্চ করতে হলে সেটি লিখলেই দ্রুত পাওয়া যায়। আপনি চাইলে windows XP তেও এই সুযোগটি নিতে পারবেন এবং এটি কাজ করবে windows 7 এর সার্চ ইন্জিনের থেকেও অনেক গুন বেশী, এমনকি কোন ফাইল হিডেন করা থাকলেও সেটি আপনি সার্চ করে খুজে পাবেন। কি বিশ্বাস হচ্ছে না? না হলে পরীক্ষা করে দেখতে পারেন। এটির সাইজ খুবই অল্প।
ডাউনলোডের পর ইনস্টল করুন অন্য সব সফটওয়ার এর মতই। ইনস্টল শেষ হলে আপনাকে রেজিস্টেসন করার কোন দরকার নেই,কারন এটি একটি ফ্রিওয়ার।
সিস্টেম ট্রে থেকে ডাবল ক্লিক করে ওপেন করুন।এবার লিখুন আপনার কাংখিত ফাইলটি এবং লেখার সাথে সাথেই পেয়ে যাবেন রেজাল্ট।
ডাউনলোড করুন নিচে থেকে।
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
আমি ফিরোজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
7 ইউজারদেরও কাজে লাগবে। কি বলেন?…:)