আপনার কম্পিউটারে কোন সমস্যা থাকলে তা সমাধান করার জন্য কম্পিউটার একটা Error Report দেয়। কোন প্রোগ্রাম সঠিক ভাবে আনইনস্টল হলে বা ঠিক মত কাজ নাকরলে ও Error Report দেয়। কিন্তু অনেক সময় কোন বড় সমস্যা না থাকলে ও এ মেসেজ দেখায় যা খুবি বিরক্তি কর। আপনি ইচ্ছে করলে এ বিরক্তি কর মেসেজ দেওয়া বন্ধ করতে পারেন নিচের ধাপ গুলো অনুসরন করেঃ
আপনার কম্পিউটারের Properties বা System Properties এ যান।
যা My Computer এর Properties এ পাবেন বা Control Panel থেকে ও যেতে পারেন।
Advaned এ ক্লিক করুন। তার পর Error Reporting এ ক্লিক করুন। তাহলে নিচের মত আরেকটি উইন্ডো খুলবে।
এখান থেকে Disable Error Reporting রেডিও বাটন এ ক্লিক করুন। ইচ্ছে করলে কোন বড় ধরনের সমস্যা হলেও Error Reporting বন্ধ রাখতে পারেন তার জন্য But notify me when critical errors occur এর পাশের টিক চিহ্ন উঠিয়ে দিন।
ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ধন্যবাদ।
এটা আমি আগেই করে রাখার পরও এটা এরর আসতেছে আমি বুঝতে পারছিনা এটা কিসের।
windows- No Disk
Exception Processing Message c00000013 Parameters 75b6bf7c-4 75b……………………….
এটা Processes এ csrss.exe তে আছে। প্রসেসটি বন্ধ হচ্ছে না। কি করা যায়।