Teleprinter:- আজকাল সংবাদ উপস্থাপকরা সংবাদ পড়েন টেলিপ্রিন্টারের মাধ্যমে। এটি এক ধরনের ইলেকট্রনিক সিস্টেম যার মাধ্যমে নিউজ কাস্টার বা সংবাদ উপস্থাপক সরাসরি ক্যামেরার দিকে তাকিয়েই সংবাদ পড়তে পারেন। অর্থাৎ এটি একটি বিশেষ ধরনের ক্যামেরা যা একই সঙ্গে লেন্স ও মনিটরের কাজ করে। সংবাদ উপস্থাপককে তুলে ধরে, অন্যদিকে সংবাদের স্ক্রিপ্টির প্রতিফলনও পড়ে একটু বড় আকারে, অনেকটা টেলিভিশন স্ক্রিনের মতই। সংবাদ উপস্থাপক ঐ প্রতিফলন দেখেই সংবাদ পড়ে যান। আর দর্শকদের মনে হয়, তিনি যেন সবটাই মুখস্থ করে বলছেন।
তবে স্ট্যান্ড-বাই হিসেবে সংবাদ উপস্থাপকের হাতে থাকে একই স্ক্রিপ্টের একটি প্রতিলিপিও। অতিরিক্ত সতর্কতার কারণে এটি রাখা হয়। যদি টেলিপ্রিন্টারের কোন ধরনের সমস্যা হয় তাহলে সরাসরি টেবিলে রাখা স্ক্রিপ্ট দেখেই সংবাদ পড়ার কাজ চালিয়ে যান। কারণ সংবাদ তো আর মাঝপথে থামানো যাবে না।
আজ এইটুকুই। সংবাদ উপস্থাপনার আরো খুটিনাটি জানতে সাথেই থাকুন।
চাইলে আমার সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন।
ফেসবুকে আমি।
ধন্যবাদ। 🙂
আমি সজল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
Go ahead