Adsense  সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর

Adsense  সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর

১।এডসেন্স কি

এ্যডসেন্স  হলো একটি এ্যড কোম্পানি যেটি youtube,blog,website এ বিজ্ঞাপন দিয়ে থাকে।আর এই বিজ্ঞাপনে ক্লিক এর উপর ভিত্তি করে এ্যডসেন্স  youtube,blog,website এর মালিকে টাকা দেয়।

২।এ্যডসেন্স  কয় ধরনের

এ্যডসেন্স দুই ধরনের ১।হোস্টেড ২। নন হোস্টেড

হোস্টেড অ্যাকাউন্ট কি, হোস্টেড অ্যাকাউন্ট হল যে অ্যাকাউন্ট ইউটিউব বা ব্লগ এর মাধ্যমে নেওয়া হয়েছে তা হল হোস্টেড অ্যাকাউন্ট।হোস্টেড এ্যডসেন্স  এর বিজ্ঞাপন শুধু ইউটিউব ও ব্লগ এর মধ্যে সীমাবদ্ধ।তাই এর বিজ্ঞাপন ইউটিউব এবং ব্লগ ছাড়া অন্য কোথায় বসানো যাবে না।

নন হোস্টেড অ্যাকাউন্ট কি,যে অ্যাকাউন্ট দিয়ে প্রায় ২০০এর ও বেশি ওয়েব সাইটে এবং অ্যান্ডোয়েড ফোন এর অ্যাপ্পস এ ও এ্যড বসানো যায়।

৩।আমি কি আমার নিজের এ্যড এ নিজে ক্লিক করতে পারব

উত্তরঃ আপনি এটা কখন ও করতে যাবেন না।কারণ আপনি যদি  নিজের এ্যড এ নিজে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাস্পেন্ড করে দিবে ফলে আপনি আর কখনো অ্যাকাউন্ট ফিরে পাবেন না।

৪।ব্লগ যা ওয়েব সাইটে কয়টি টিউন হলে এ্যডসেন্স এর জন্য আবেদন কারা ভাল

আপনার ব্লগ বা ওয়েব সাইটে ২০-৩৫ টি ইউনিক টিউন হলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন।তবে আপনার টিউন এ ২০০-৩০০ কিওয়ারড ব্যবহার করতে হবে।

৫।ওয়েব সাইট এর এক পেইজে কয়টি এ্যড বসানো যায়

আপনি আপনার ওয়েব সাইট এ প্রতি পেইজে ৩টির বেশি এ্যড বসাতে পারবেন না।এবং এমন ভাবে এ্যড বসাতে হবে যাতে ভিজিটর আপনার টিউন পড়তে বিরক্ত না হয়।

৬।কি ধরনের ওয়েব সাইটে অ্যাড বসানো যাবে না

এ্যডসেন্স যে ভাসা সাপোর্ট করে না এমন কন্টেন্ট এর সাইটে এ্যড বসানো যাবে না।পর্ণগ্রাপি আছে এমন সাইটে অ্যাড বসানো যাবে না

আগে প্রকাশিত এই ব্লগে

Level 1

আমি অলিউর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস