,
আজকাল ফেসবুকে এমন অনেক একাউন্ট দেখা যায় যেগুলোর নাম থাকে না অর্থাৎ নাম ছাড়া একাউন্ট। এ ধরনের একাউন্ট কে Ghost Id বলা হয়ে থাকে। তো আজ আমি দেখাব কিভাবে নাম ছাড়া ফেসবুকে একাউন্ট খুলবেন। স্টেপ বাই স্টেপ দেওয়া হলো। স্টেপ গুলো সিরিয়ালভাবে ফলো করুন,,
,
,
মূল বেসিক জ্ঞানটুকু যদি শিখতে পারেন তাহলে অনেক উপায়ে Ghost id খুলতে পারবেন,,, আমার নিয়মটাও একটু ব্যতিক্রম,,,, তাহলে শুরু করা যাক----
,
১। প্রথমে সাধারন নিয়মে একটি ফেসবুক একাউন্ট খুলুন
,
২।এবার প্লেস্টোর থেকে SOLO VPN টি install করে ইন্দোনেশিয়া সিলেক্ট করে Connect এ ক্লিক করুন। VPN টি কানেক্টেড হলে মিনিমাইজ করে বের হয়ে আসেন
,
,
৪। আবার ওই আইডিটাতে ঢুকুন, এবার হোমপেজের নিচের দিকে setting & privacy তে ক্লিক করুন তারপর General এ ঢুকে Name এর পাশে edit অপশন এ ক্লিক করুন,,, এবার দেখুন এখানে একটা খালি বক্স আছে সেটাতে কপি করা কোডটি পেস্ট করুন
,
৫। Continue এ ক্লিক করলে যে পেজ টি আসবে ওটা আরও একটি খালি বক্স দেখতে পাবেন ওটাতে ঐ আইডির পাসওয়ার্ড দিয়ে সাবমিট এ ক্লিক করুন,,
,
ব্যাস আপনার কাজ শেষ। এবার প্রোফাইল এ গিয়ে দেখুন তো নাম দেখতে পারছেন কি না????
,
হি,হি,হি,,,, দেখা যাচ্ছে না। তাই না ? যদি কোন ভুল না করে থাকেন তাহলে দেখা যাওয়ার কথা না,,,।
আচ্ছা তবুও যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে এই ভিডিও টাও [https://goo.gl/U4JhDW] দেখতে পারেন,,,,যদি ভিডিও টি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক টিউমেন্ট করবেন,,,, আর subscribe করতে ভুলবেন না একদম,,,,
,
তারপরও কোন প্রবলেম ফেস করলে টিউমেন্ট করবেন,,,, আর যদি successful হন তাহলেও অন্তত ধন্যবাদ জানিয়েন,,। আপনি ভাবছেন তো ছেলেটা কেমন??? যে ধন্যবাদ টাও পর্যন্ত চেয়ে নেয়,,। তবে আমি বলি কি যে আপনার এই ধন্যবাদ আমার পরবর্তীতে অন্য টিউন লেখার অনুপ্রেরণা জোগাবে,,,,,
,
কোথাও কোন ধরনের ভুল হলে আমি ক্ষমা প্রার্থী,,,, সকলের জন্য শুভকামনা রইল,,,।
,
ধন্যবাদ সকলকে
আমি মোঃ আতাউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।