এলেক্সা রাঙ্ক কি, তা আর আপনাদের বলে বুঝানোর দরকার নাই। কারণ, আমি জানি এই টেকটিউনস এ অনেকেই আছেন যাদের ব্লগ বা ওয়েব সাইটের এলেক্সা রাঙ্ক অনেক ভাল। তাই অযথা কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমি এলেক্সা রাঙ্ক সম্পকে একটি ছোট ট্রিকস শেয়ার করবো। দেখুন ভাল লাগে কিনা।
এ জন্য নিচের সফটওয়্যার এবং এড-অন্স গুলো ডাউনলোড করে নিন।
এখন নিচের প্রক্রিয়া অনুসরন করুন।
১। আপনার ব্লগটি খুলুন
২। IP Hider সফটওয়্যারটি খুলুন এবং ২ মিনিট পরপর নতুন IP আসবে, সেই অপশনটি কাযকর করুন।
৩। Web Developer এড-অন্স থেকে “Cookies” Disable করে দিন।
৪। মাউসের রাইট বাটন এ ক্লিক করে ReloadEvery অপশন থেকে ৩০ সেকেণ্ড পরপর Reload হবে তা সিলেক্ট করে দিন।
এখন আপনার আর কিছু করতে হবে না। যা করার তা সফটওয়্যার এবং এড-অন্স গুলোই করবে। যতক্ষন সম্ভব প্রক্রিয়াটি চলতে দিন। আশা করি প্রক্রিয়াটি কাজে আসবে।
ইংলিশ ভার্সনঃ Tricks to boost Alexa Rank
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এডসেন্স, এস.ই.ও, ব্লজ্ঞিং সম্পকে জানতে ভিজিট করুন http://www.techncom.net তে। আশা করুন নতুন কিছু পাবেন।
Valo laglo Tune ti. Friends porte paren ai tune ti……….
https://www.techtunes.io/how-to/tune-id/52592/