অবসর পেলে মাঝে মাঝে নতুন নতুন জিনিস নিয়ে নাড়াচাড়া করি। যেমন পায়জামার সাথে টুপির সংমিশ্রণ করে দেখি নতুন কিছু হলো কিনা। সে ধারাবাহিকতায় আজ মাইক্রোসফট এক্সেল আর এক্সিস দিয়ে একটি প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করলাম। প্রোগ্রামটি তৈরিও করতে পারলাম। সেই সাথে পেয়ে গেলাম আরেক সিস্টেম। তা হলো যে কোন ওয়েব সাইটের লিখা এক্সিস দিয়ে পরিবর্তন করা। কথা না বাড়িয়ে এবার কাজে আসি।
প্রথমে আপনি যে ওয়েব সাইটটির লিখা পরিবর্তন করতে চান তা ওপেন করুন। পেইজটি সেভ করুন।
এক্সিস ওপেন করুন। Pagesএ ক্লিক করে Edit Web page that already exists এ ক্লিক করুন।
সংরক্ষিত ওয়েব পেজটি ওপেন করুন।
ব্যস। এবার আপনার মনের মত এডিট করে সেভ করুন।
এবার আপনি এটাকে প্রিন্ট ও করতে পারবেন।
আমি SM Nahid Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা দিয়ে কি করব…………