কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস

কম্পিউটার ভার্চুয়াল মেমরির এক অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার করে। পেইজিং ফাইল হচ্ছে হার্ড ডিস্ক এর একটা অংশ যা র‍্যাম হিসেবে ব্যবহার হয়। এখন আপনি যদি পেইজিং ফাইল এরিয়া বাড়িয়ে নেন তাহলে আপনার কম্পিউটারের Performances  ও বেড়ে যাবে। যদিও ডিপল্ট ভাবে আপনার C (রুট) ড্রাইবের একটা অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার হয়।

এটি বাড়াতে Computer Properties / System Properties এ যান এবং Advance নির্বাচন করুন।

এখানের Performance থেকে Setting সিলেক্ট করুন। এবং পরে Advance এ ক্লিক করুন।

এখনের Virtual Memory থেকে Setting সিলেক্ট করুন। তাহলে নিচের মত অপশন আসবে।

এবার নিজে ইচ্ছে মত বাড়িয়ে নিন আপনার Virtual Memory. আপনার C ড্রাইভে যদি যায়গা না থাকে তাহলে অন্য ড্রাইভ সিলেক্ট করুন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল। আশা করি অনেকের উপকারে আসবে।

Thank’s .. for share…..

বহু আগে থেকেই ১০ জিবি বানিয়ে রেখেছি!

জাকির ভাই ভার্চুয়াল মেমোরি কি ইচ্ছা মত দিলেই কাজ হবে? আমি যতটুকু জানি initial size মূল মেমোরির দুইগুন,আর Maximun size মূল মোমোরির চার গুন পর্যন্ত করা যায়।

    আপনার ইচ্ছে মত দিতে পারবেন।

    আমার এ টিউন A পাওয়ার যোগ্য নয়। আপনার ভুল আছে। আরো কয়েকটি টিউনে আপনার গ্রেডিং সিস্টেম দেখলাম। A+ ও দিয়েছে টিউনের আউটলুক দেখে…

অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ছোট্ট কিন্তু কাজের টিপ্সটার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ আতাউর রহমান ভাই

Level New

amaro 4GB kora ache, thanks zakir vai

কত টুকু স্পীড বাড়বে ..???

Level 0

D