Autorun এর কারণে ড্রাইভ খুলতে সমস্যা হলে করণীয়

উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন ভাইরাস তাদের নিত্যদিনের সঙ্গী। এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। তবুও এটি আমাদের পিছু ছাড়ে না। এখন আসি মূল কথায়। অটোরান ভাইরাস একটি বিরক্তিকর ভাইরাস। কারণ এটির কারণে ড্রাইভে দু’বার ক্লিক করলে খোলে না। উল্টো অটোরান মেনু আসে। যা আসলেই বিরক্তিকর। এখন আপনার সিস্টেম যদি অটোরান ভাইরাসের হাতে পড়ে তখন কি করবেন? আপনি কি করেন? আপনি এরকম করেন যেমন- ড্রাইভকে এন্টিভাইরাস দ্বারা স্ক্যান দেন, তাই না। মজার বিষয় হল এটি এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করলেও কাজ হবে না। কারণ এন্টিভাইরাস এটিকে ধনতে পারেন। এখন উপায়? উপায় তো আছে, সমস্যা যখন আছে, উপায়ও আছে। এবার কাজে আসি। এর থেকে মুক্তি পেতে চান তাহলে এই ফাইলটি মুছে ফেলুন। কীভাবে সম্ভব?

তাহলে নিচের কাজটুকু করুন, তাহলেই হয়ে যাবে।

echo off
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q
del“F:\autorun.inf”/F/Q
del“G:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
pause

উপরের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন এবং delete.bat লিখে সংরক্ষণ করুন।

ব্যস কাজ শেষ। এবার ফাইলটি চালু করুন ও সিস্টেম রিস্টার্ট দিন। তাহলে আর ড্রাইভে অটোরান ভাইরাস সমস্যা করবে না।

ভাল থাকবেন। যাক পড়ে চলে যাবেন না। দয়া করে মন্তব্য ছুঁড়ে যাবেন.......

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধারুন তো উইন্ডোজ ৭ কাজ করবে ।ধন্যবাদ ভাইযা

    জ্বী কাজ করবে। আপনাকেও ধন্যবাদ।

It has been showing “The filename, directory name, or volume label syntax is incorrect” Please give the correct thing. Thanks.

    দয়া করে পুনরায় দেখুন, আপনার কোথাও ভুল হয়েছে কিনা। ধন্যবাদ

Notepad খুলুন।কিছু না লিখেই save as করুন এবং save as type এ All Files select করে নাম দিন autorun.inf ।এবার সমস্যাযুক্ত Drive এ autorun.inf ফাইলটি Paste করুন।Replace করতে বললে ok করুন।কাজ শেষে Restart করুন।কাজ হবে ইনশাল্লাহ্।

    ওহ, ভাই আপনি তো খুব সুন্দর সমাধান দিলেন। ভাল। আপনাকে ধন্যবাদ আপনার মূলবান তথ্যের জন্য………..

Valo laglo Tune ti, tobe Edit diye den….. . Friends porte paren ai tune ti……….

https://www.techtunes.io/how-to/tune-id/52592/

    ধন্যবাদ, আপনার টিউনটিও সুন্দর হয়েছে………

    আপনি এখানেও A লিখেছেন। দয়া করে বলুন এর মানে কি?????????