আজকে আমি বলব কিভাবে ভার্চুয়াল পিসি সফটওয়ার ব্যাবহার করে একই ডেক্সটপে একসাথে একাধিক অপারেটিং সিস্টেম যেমনঃ এক্সপি, লিনাক্স, উইন্ডোজ ৯৮ রান করা যায়। প্রথমেই বলে রাখি প্রায় বছর তিনেক আগে cae.com.bd এর ব্লগে আমি এই সফটওয়ার সম্পর্কে প্রথম জানতে পারি। তবে আমার টিউনটা ঐ ব্লগের copy-paste তো নয়ই, খুব একটা অনুকরনও নয়। তারপরও কৃতজ্ঞতা স্বরুপ সেটার লিংক দিয়ে দিলাম এখানে।
তো, এবার কাজের কথায় আসি। প্রথমেই জেনে নিই সফ্টওয়ারটা দিয়ে কি কি করা যাবে,
কাজেই সফ্টওয়ারটা খুবই কাজের বিশেষ করে গেমার, ডেভেলপার এবং হ্যাকারদের। তবে টিউনারদেরও এটা দরকার, অন্তত একটা উদাহরন আমি দিতে পারি। মনে করুন আপনি এমন একটা সফ্টওযার নিয়ে টিউন করছেন যা উইন্ডোজের আগেই বুট করে।(যেমনঃ হিরেন বুট সিডি, পাসওয়ার্ড রিকভারি সিডি, অ্যাক্রোনিস রেসকিউ মিডিয়া, বুটেবল এন্টিভাইরাস ইত্যাদি।)। এক্ষেত্রে স্ক্রীন শট নেয়ার জন্য কাজে লাগবে ভার্চুয়াল পিসি। কোন একটা ভার্চুয়াল পিসিতে আপনার বুটেবল সিডিটা রান করিয়ে স্ক্রীনশট নিন ব্যাস হয়ে গেল।
এবার ডাউনলোডের পালা, বিভিন্ন ভার্চুয়াল পিসি সফটওয়ার আছে, তার মধ্যে আমি যেটা দিয়ে কাজ করেছি সেটার নাম VMware Workstation. আমি এটা ডাউনলোড করেছি ৩ বছর আগে। ভার্সন ৫.০.০.১৩১২৪। এটার বড় সুবিধা হলো সাইজ মাত্র ৫৬ মেগাবাইট আর বড় অসুবিধা হলো এটা windows vista এবং windows 7 সাপোর্ট করে না। তো ডাউনলোড করে ফেলুন এখান থেকে।
উইন্ডোজ ভিসতা এবং সেভেন চালাতে হলে আপনাকে নতুন ভার্সন ডাউনলোড করতে হবে। লেটেষ্ট ভার্সনটা প্রায় ৫৫০ মেগাবাইট। আমার পক্ষে আপলোড করা সম্ভব নয়। তাছাড়া ক্র্যাক হয়েছে কি না তাও জানি না। তাই আসুন পুরাতনটা দিয়েই শুরু করা যাক। হাজার হোক পুরান চাল ভাতে বাড়ে।
ফিরোজ আহমেদ ভাইকে ধন্যবাদ নতুন ভার্সনের লিংকটা শেয়ার করার জন্য
১. প্রথমেই VMware-workstation-5.0.0-13124.exe ইন্সটল করুন। ইন্সটলেশনের এক পর্যায়ে সিডিরম অটোরান চালু থাকলে বন্ধের পারমিশন চাইবে, Yes দিন।
২. UserName, Company এবং Serial Number দিয়ে Enter-এ ক্লিক করুন। এরপর Finish করুন।
৩. পিসি রিস্টার্ট করুন।
৪. ডেস্কটপ থেকে ( বা start menu---all program থেকে) VMware Workstation রান করুন।
৫. Tip of the day ক্লোজ করুন
৬. ছবিতে দেখানো আইকনে ক্লিক করুন
৭. এবার next করুন
৮. custom সিলেক্ট করে next দিন
৯. legacy সিলেক্ট করে next দিন
১০. ভার্চুয়াল পিসির operating system type সিলেক্ট করুন। উদাহরন হিসেবে এখানে উইন্ডোজ এক্সপি সিলেক্ট করা হল।
১১. next দিন
১২. ভার্চুয়াল পিসির ram size সিলেক্ট করুন। ram size যত বাড়াবেন ভার্চুয়াল পিসির স্পীড তত বাড়বে কিন্তু মুল অপারেটিং সিস্টেমের স্পীড পাল্লা দিয়ে কমতে থাকবে
১৩. Network Setting-এ use bridged networking সিলেক্ট করে next করুন
১৪. Select I/O adapter-এ Buslogic রেখে next করুন।
১৫. Select a disk-এ Create a new virtual disk রেখে Next করুন।
১৬. Select a disk type-এ IDE রেখে Next করুন।
১৭. Hard Disc Size সিলেক্ট করে next দিন।(Xp-এর ক্ষেত্রে কমপক্ষে ৬ গি.বা. রাখুন)
১৮. এবার আপনার ভার্চুয়াল পিসির একটা নাম দিন এবং এটা কোথায় save হবে তা Browse করে চিনিয়ে দিয়ে finish করুন। লক্ষ্যনীয় যে ড্রাইভে ভার্চুয়াল পিসি save করবেন সেখানে অবশ্যই পর্যাপ্ত free disk space থাকতে হবে।
১৯. এবার start the virtual machine-এ ক্লিক করুন, চালু হয়ে যাবে আপনার ভার্চুয়াল পিসি।
এসময় কোন এরর মেসেজ দেখালে ignor/continue/ok করুন।
২০. সিডি ড্রাইভে windows Xp-এর সিডি ঢুকিয়ে ভার্চুয়াল পিসি restart করুন। এরপর স্বাভাবিক নিয়মে XP ইন্সটল করুন।
যেকোন সময় ভার্চুয়াল পিসির ডিসপ্লের যেকোন অংশে ক্লিক করে আপনি ভার্চুয়াল পিসিতে ঢুকে যেতে পারবেন। এ অবস্থায় আপনার keyboard, mouse, CD-ROM, USB ইত্যাদি সবই ভার্চুয়াল মেশিনের হয়ে কাজ করবে। মুল পিসিতে ফিরে আসতে keyboard-এর Ctrl+Alt প্রেস করুন।
আমার পিসির হার্ড-ডিস্কে পর্যাপ্ত খালি জায়গা না থাকায় XP সেটাপ দেখাতে পারলাম না। তবে হিরেন বুট সিডি থেকে mini windows xp বুট করে দেখালাম।
আজকের মত শেষ। এত্তবড় টিউনটা যারা কষ্ট করে পড়লেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। টিউনটা কম
আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো টিউন। কষ্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।