আসসালামুওলাইকুম, কেমন আছেন প্রিয় টেকবাসি সবাই? আমি আলহামদুলিল্লাহ ভাল আছি কিন্তু সামনে পরিক্ষা এই আর কি! (দুয়া করবেন সবাই যেন, রেজাল্ট খারাপ না হয়)। যাইহোক এইবার কাজের কথাইয় আসি, আমি কম্পিউটার স্টাইলিশ ও খ্যাঁত একজন পার্সন, আজ আমার তরফ থেকে টেকটিউনস বাসির জন্য বরাবরের মত আরো একটা উপহার, গত টিউনে বেশ সাড়া পেয়েছি তার জন্য ধন্যবাদ প্রিয় পাঠক ভাই ও বোনেদের। কথা না বাড়িয়ে সরাসরই চলুন আজকের টিউন শুরু করা যাক। শীত চলে এসেছে কিন্তু সেই গরমের লুক একই ইন্টারফেস;যা দেখতে দেখতে এতটাই বোরিং লাগছে আমার যে মনে হচ্চে নিজেই একটা কোল্ড ওএস বানাই ফেলি 😛 😛 কিন্তু সেটা সম্ভব না তাই আজ আমরা উইন্ডোজ এর ভাংগা মার্কা লুকিং ভেঙ্গে ভেঙ্গে আরো সুন্দর করে ফেলবো এবং শীতের ছোয়া লাগিয়ে আরো অর্কশনীয় করে তুলবো। তোহ চলেন ফাষ্ট লুক দেখে নেওয়া যাক।
শীতের লুকিং পাও্যার জন্য কাজ টা স্টেপ বাই স্টেপ করুন। কিভাবে করবেন তাই ভাবছেন?কোনো সমস্যা নাই ভিডিও টা দেখুন সব শিখে অস্তাত হয়ে যাবেন।
বিদ্রঃ কাজটা একটু কেয়ারফুলি করতে হবে তাই দয়া করে সম্পূর্ন ভিডিওটি দেখুন।
আপনাদের সামান্য ২-৩ সেকেন্ডের উৎসাহ আমার জন্য সব চেয়ে বড় পাওয়া, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার টিউনে টিউমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে 🙂 দেখা হবে আগামি টিউনে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন আর প্রযুক্তির সাথেই থাকুন।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।