নমষ্কার আমি সঞ্জিত দাস। আপনাদের সামনে আজকে আমি একটি টিপস নিয়ে হাজির হয়েছি। পোষ্টের টাইটেল দেখেই বুঝতে পারছেন টিপসটি হচ্ছে কপি পেষ্ট নিয়ে।
কপি পেষ্ট আমাদের কাছে খুবই জনপ্রিয় দুটি শব্দ। কপি পেষ্টের মাধ্যমে আমরা নানান জটিল কাজ সহজেই করতে পারি। কপি পেষ্টের মাধ্যমে অসাধ্য কাজ সাধন করা যায়। সাধারনভাবে যে কাজ করতে আমাদের দীর্ঘ্য সময় ব্যায় হয়। কপি পেষ্টের মাধ্যমে তা স্বল্প সময়ে এবং দ্রুত করা যায়।
আজকে আমি কপি পেষ্টের অন্যরকম একটি টিপস দিবো। যারা মাধ্যমে আপনার কাজ আরো সহজ হবে। টিপসটি হচ্ছে যেকোন ছবি মানে ইমেইজ বা ফটোকে কোন রকম ডাউনলোড বা আপলোড ছাড়াই কপি পেষ্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় শেয়ার করা যায়।
যারা ইতিপূর্বে একাজটি করেননি তাদের কাছে অবাক লাগতে পারে। হ্যা সত্যিই আপনি একটি ছবিকেও কপি পেষ্টের মাধ্যমে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। এই ক্ষেত্রে ছবিটি ডাউনলোড করা বা আপলোড করা লাগবে না।
আমি বিভিন্ন প্লাটফর্মের ভিত্তিতে বিষয়টি পরিক্ষার করে দিচ্ছি।
ফেসবুকে শেয়ার:
ফেসবুক মানেই ছবি স্ট্যাটাস শেয়ার করা। কখনো শুধু ছবি কখনো কিছু লেখার সাথে ছবি শেয়ার করতে হয়। ছবি ছাড়া স্ট্যাটাসটি সম্পূর্ণতা পায় না। তো ফেসবুকে ছবি শেয়ার করতে হলে হয়তো নিজে ছবি তুলতে হয় পরে তা আপলোড দিতে হয়। অথবা ইন্টারনেট থেকে খুঁজে ছবিটি ডাউনলোড করতে হয় তারপর আপলোড করতে হয়। কিন্ত আজ থেকে ডাউনলোড এবং আপলোড করার প্রয়োজন নেই শুধু কপি পেষ্ট করেই ছবি শেয়ার করা যাবে। আপনি আপনার কম্পিউটারে থাকা যেকোন ছবির উপর মাউসের ডান দিকে ক্লিক করে Copy তে ক্লিক করবেন। তারপর ফেষবুকের যেখানে এটা শেয়ার করতে চান সেখানে আবার মাউসের ডান দিকে ক্লিক করে paste এ ক্লিক করলেই ছবিটি সেখানে আপলোড হয়ে যাবে। নিজের স্ট্যাটাসে, বন্ধুদের ইনবক্সে, পেজএ, গ্রুপে যে কোন জায়গায় শেয়ার করতে পারেন
একই নিয়মে ইন্টারনেটে কোন ছবি খুঁজে সেই ছবির উপর মাউসের ডান পাশে ক্লিক করে Copy তারপর ফেসবুকে Paste এ ক্লিক করলেই ছবিটি সেখানে চলে যাবে
স্কাইপে শেয়ার:
যারা স্কাইপে ছবি শেয়ার করেন তাদের ছবি শেয়ার করার প্রয়োজন হতে পারে। আপনি একই নিয়মে স্কাইপে কপি পেষ্ট করে ছবি শেয়ার করতে পারেন।
ইমেইলে শেয়ার:
ইমেইলে ছবি পাঠানের জন্য অনেক কাজ করতে হয়। প্রথমে ছবিগুলো রেডি করতে হয়। তারপর Attach file নামক অপশন থেকে আপলোড করতে হয়। তারপর ছবিগুলো ইমেইলের নিচে দেখা যায়। কিন্তু আমার এই ফরমূলা অনুযায়ী আপনাকে আর এতো কষ্ট করতে হবেনা। যে ছবিটি আপনি ইমেইল করে পাঠাবেন সেটার উপর মাউসের ডান দিক ক্লিক করে কপি করবেন। আর ইমেইলের যেখানে ছবিটি বসাতে চান সেখানে পেষ্ট করবেন।ব্যাস ছবিগুলো এটাচ হয়ে যাবে। কোন রকম ঝামেলা ছাড়াই।
ধন্যবাদ
আমি সঞ্জিত দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রফেশনাল ব্লগার, এফিলিয়েট মার্কেটার এবং ইউটিউবার। নিজে যা জানি তা শেয়ার করার চেষ্টা করি।
Where is your formula?