আপনার ল্যাপটপ(যে কোন উইন্ডোজ) কে ওয়াইফাই হটস্পট বানিয়ে ফেলুন কোন সফটওয়্যার ছাড়াই………(মেগা)

আস্ সালামু ওয়ালাইকুম,

কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপ(যে কোন উইন্ডোজ) কে ওয়াইফাই হটস্পট করতে পারবেন। তো চলুন......

হটস্পট হচ্ছে ওয়াইফাই আডাপ্টার এর মাধ্যমে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট শেয়ার করা। ল্যাপটপে দুই ধরনের নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকে। একটি ল্যান কানেকশনের জন্য এবং অন্যটি ওয়াইফাই রিসিভার। ডেস্কটপ কম্পিউটারের জন্যও বাজারে এখন ওয়াইফাই আডাপ্টার পাওয়া যায়। এই ওয়াইফাই অ্যাডাপ্টার টি রিসিভার এবং হটস্পট তৈরি এই দুই ধরনের কাজে ব্যবহার হয়ে থাকে। তো চলুন মূল কাজে আসা যাক……ও আরেকটি কথা, যেই ভার্চুয়াল আডাপ্টার এর মাধ্যমে এই কাজটি করব তার নাম হচ্ছে Microsoft Virtual WIFI Miniport Adapter.  প্রথমে এই অ্যাডাপ্টারটি এনাবেল করতে হবে netsh(ফুল মিনিং network shell, যেটা নেটওয়ার্ক ম্যানেজ এবং কনফিগারের জন্য ব্যবহার হয়) কমান্ড এর মাধ্যমে।

প্রথমে আমরা স্টার্ট মেনুর সার্চ অপশনে cmd লিখব তারপর এটাকে Run As Administrator করব। তাহলে কমান্ড প্রম্পট ওপেন হবে। এরপরের কমান্ডগুলো দিবো নিচের মত করে…

১. C:\Users\Administrator>netsh wlan set hostednetwork mode=allow [এই কমান্ড এর মাধ্যমে আমরা Microsoft Virtual WIFI Miniport Adapter কে এনাবেল করলাম]

২. C:\Users\Administrator>netsh wlan set hostednetwork mode=allow ssid=tech4bd key=tech4bd123 [এখানে ssid তে আপনি আপনার ওয়াইফাই এর যে নাম দিতে চান সেটা দিবেন এবং key তে পাসওয়ার্ড দিবেন]

৩. C:\Users\Administrator>netsh wlan start hostednetwork [এই কমান্ড এর মাধ্যমে আপনি যে কনফিগারেশন সেট করলেন সেটাকে রিস্টার্ট করে চালু করলেন বোঝায়]

আর সবাইকে আমার পার্সোনাল সাইট tech4bd.com এ ভিজিট করার অনুরোধ করলাম।এখন যদি আপনি লোকাল এরিয়া কানেকশনে যান তাহলে দেখবেন ভার্চুয়াল আডাপ্টারটি Identifying দেখাচ্ছে। এখন আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই ল্যান কানেকশনে ব্রডব্যান্ড লাইন লাগানো আছে বা মডেম লাগানো থাকতে পারে সেই কানেকশনকে শেয়ার করে দিতে হবে। এর জন্য আপনাকে যেই আডাপ্টারে ইন্টারনেট কানেকশন আছে তার প্রোপাটিজে যাবেন তারপর নেটওয়ার্কিং ট্যাব এর ডান পাশে শেয়ারিং এ যাবেন। এখন নিচের চিত্রের মত অপশন পুরন করে ওকে করবেন।

এখানে Home Networking Connection এর জায়গায় ঐযে Microsoft Virtual WIFI Miniport Adapter ছিলো ঐ কানেকশনটি সিলেক্ট করে দিবেন।  ব্যাস হয়ে গেলো……...

বি. দ্র. অনুগ্রহ করে টিউমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান। আপনাদের মতামত আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের ভালো লেগেছে কিনা জানাবেন………
সবাইকে ধন্যবাদ।আর সবাইকে আমার পার্সোনাল সাইট tech4bd.com এ ভিজিট করার অনুরোধ করলাম।

Level 0

আমি মোঃখালেদ মোশাররফ মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I like to share tech things with people. I don't know anything so i am student here. Also whatever i know ,want to share with you guys. Best of luck.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস