আসসালামু আলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর ইচ্ছায় সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি। বন্ধুরা আজকে আপনাদের জন্য ছোট্ট এবং চমকপ্রদ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি অনেকের কাছে খুবই দরকারি হতে পারে আবার নাও হতে পারে। তারপরেও ক্ষতি কি? অন্তত নতুন একটি বিষয় তো জানা হলো।
টাইটেল দেখে বিষয়টি নিশ্চয়ই এতক্ষনে অনুমান করে ফেলেছেন অনেকে। হ্যা, আপনার উইন্ডোজ ৮ / ৮.১ এর সব অ্যাপসের জন্য একটি ডেস্কটপ শর্টকাট তৈরি করুন খুব সহজে। যেটি দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল অ্যাপস অতি সহজে এবং খুব দ্রুত ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।
প্রথমতঃ আপনার উইন্ডোজ ৮ / ৮.১ এর উইন্ডোজ লোগো কী + Q লিখতে পারেন, অথবা আপনার সুবিধার জন্য, সমস্ত অ্যাপস খোলার জন্য বা রান (Run) করানোর জন্য আরো একটি কার্যকর উপায় এই টিউন্সে সচিত্রভাবে বর্ননা করা হয়েছে, যাতে ডেস্কটপের সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য একটি কার্যকর শর্টকাট তৈরির বিস্তারিত আলোচনা সন্নিবেশিত হয়েছে।
উইন্ডোজ ৮ / ৮.১ এর ডেস্কটপে সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য একটি শর্টকাট তৈরির করার জন্য আপনাকে শুধুমাত্র তিনটি (৩) টি ছোট্ট ধাপ পার করতে হবে।
ধাপ ১ঃ ডেস্কটপের কোনো ফাঁকা স্থানে রাইট ক্লিক (Right click) করুন, তারপর প্রসঙ্গ মেনু (Context menu) থেকে নিউ (New) নির্বাচন করুন এবং সাব-তালিকায় শর্টকাট (Shortcut) নির্বাচন করুন।
ধাপ ২ঃ নিচের বক্স থেকে কোড টী কপি (Copy) করুন এবং স্ক্রিনে চিহ্নিত বক্সে পেস্ট (Paste) করুন। এরপর শর্টকাট উইন্ডোর Next এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ শর্টকাটের নামকরণ করুন "All Apps" এবং শর্টকাট তৈরি করতে Finish বাটনে ক্লিক করুন।
আপনার পিসির সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য সফলভাবে একটি চমৎকার শর্টকাট ডেস্কটপে তৈরি হয়েছে।
প্রসঙ্গত, সমস্ত অ্যাপ্লিকেশানের জন্য তৈরী করা All Apps শর্টকাটটি আপনি টাস্কবার (Taskbar) বা স্টার্ট স্ক্রিনেও (Start Screen) পিন করে রাখতে পারেন। আর এজন্য শর্টকাট টির উপর Right click করে কন্টেক্সট মেনু থেকে পিন টু স্টার্ট (Pin to Start) বা পিন টু টাস্কবার (Pin to Taskbar) নির্বাচন করতে পারেন।
উইন্ডোজ ৮ / ৮.১ এর ডেস্কটপে সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য শর্টকাট তৈরির ভিডিও গাইড ঃ
All Apps বাটন বা শর্টকাট ব্যবহার করে দ্রুত সেরে ফেলুন আপনার নিত্য প্রয়োজনীয় কাজ। টিউন টি ভাল লাগলে বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না আশা করি। আর কিছু জানার থাকলে কোনো রকম সংকোচ না করে টিউমেন্ট বক্সে লিখুন।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ।
আমি আলী ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর" - হজরত মুহাম্মদ (সঃ)। আগে নিজে শিখি তারপর অন্যদের শিখাই। তথ্য প্রযুক্তির উপর যে কোনো লেখা চোখে পড়লেই পড়ার চেষ্টা করি। পড়ে পড়ে যা শিখি তা-ই লিখি। আপনিও পড়ুন, শিখুন এবং অন্যদের শিখান।